Dark and long eyelashes: ঘরোয়া উপকরণের স্পর্শেই চোখের পাতা করে তুলুন ঘন ও কালো

Last Updated:

দেখে নিন কী করে সাধারণ উপকরণে ঘন কালো আঁখিপল্লবের অধিকারিণী হবেন৷(dark and long eyelashes)

কিছু নিয়ম অনুসরণ করলে প্রাকৃতিকভাবেই পাবেন ঘন কালো চোখের পাতা
কিছু নিয়ম অনুসরণ করলে প্রাকৃতিকভাবেই পাবেন ঘন কালো চোখের পাতা
চোখের সৌন্দর্য নির্ভর করে চোখের পাতা বা আঁখিপল্লবের উপরেও৷ কৃত্রিম চোখের পাতা অনেকেই ব্যবহার করেন৷ কিন্তু কিছু নিয়ম অনুসরণ করলে প্রাকৃতিকভাবেই পাবেন ঘন কালো চোখের পাতা৷ দেখে নিন কী করে সাধারণ উপকরণে ঘন কালো আঁখিপল্লবের অধিকারিণী হবেন৷(dark and long eyelashes)
শিয়া বাটার-
শিয়া বাটারে ভিটামিন এ এবং ভিটামিন ই আছে ৷ আঙুলে শিয়া বাটার লাগিয়ে বুলিয়ে নিন পল্লবের উপর ৷ এতে আঁখিপল্লব দ্রুত বাড়বে ৷
advertisement
ক্যাস্টর অয়েলের ফ্যাটি অ্যাসিড চোখের পাতাকে ঘন ও বড় করতে সাহায্য করে ৷
advertisement
নারকেল তেল, আমন্ড অয়েল আর অলিভ অয়েল ভাল করে মিশিয়ে নিন ৷ এ বার আঙুলে করে ধীরে ধীরে লাগিয়ে নিন আঁখিপল্লবে ৷ ৩-৪ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন ৷ রোজই এই যত্নটুকু করতে পারেন ৷
advertisement
লেবুর খোসা কুচিয়ে মিশিয়ে নিন অলিভ অয়েলের সঙ্গে ৷ তার পর ওই মিশ্রণ লাগান আঁখিপল্লবে ৷ এই মিশ্রণও চোখের পাতাকে ঘন করে ৷
ভিটামিন ই –
advertisement
রূপচর্চার ক্ষেত্রে ভিটামিন ই-কে বলা হয় অলরাউন্ডার ৷ ভিটামিন ই-র ক্যাপসুল ভেঙে আঙুলের ডগায় তেল লাগিয়ে মালিশ করুন আঁখিপল্লবে ৷ মাস্কারা লাগানোর আগেও অনেকে এই পরশ বুলিয়ে নেন চোখের পল্লবে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dark and long eyelashes: ঘরোয়া উপকরণের স্পর্শেই চোখের পাতা করে তুলুন ঘন ও কালো
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement