Debolinaa Nandy: ‘বেঁচে গিয়ে যেন বড় ভুল করে ফেলেছি ! আমি সম্পর্ক ভাঙায় বিশ্বাসী নই...’, প্রথমবার মুখ খুললেন দেবলীনা নন্দী
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
দেবলীনা প্রথমেই স্পষ্ট করে দেন যে, অনেকেই তাঁকে প্রশ্ন করেছেন যে, সম্পর্কে অশান্তি থাকলে, কেন তিনি তা ছেড়ে বেরিয়ে আসেননি? দেবলীনার কথায়, ‘‘আমাদের প্রেম করে বিয়ে। প্রবাহর পক্ষ থেকে কী ছিল জানি না, আমার তরফ থেকে তো ভালবাসা ছিল। পাগলের মতো ভালবেসেছি প্রবাহকে। ছেড়ে বেরিয়ে আসা এতটা সহজ নয়।’’
কলকাতা: সোশ্যাল মিডিয়া খুললেই এখন যে একজনকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা বাংলায় ৷ তিনি হলেন দেবলীনা নন্দী ৷ তিনি ও তাঁর স্বামীর ব্যক্তিগত জীবনই এখন চর্চার কেন্দ্রবিন্দুতে ৷ বাংলার এই সঙ্গীতশিল্পী এবং ইনফ্লুয়েন্সারকে নিয়ে নেটিজেনরা তাঁদের মতামত এবং কমেন্টে ভরিয়ে দিচ্ছেন প্রতিদিনই ৷ কেউ কেউ দেবলীনার পক্ষে তো আবার অনেকেই দেবলীনাকে সমালোচনা করতেও ছাড়ছেন না ৷ গোটা বিষয়টা নিয়ে অনেক মানুষই দেবলীনার দিকেই এখন আঙুল তুলেছেন ৷ কিছুদিন আগে পর্যন্তও প্রত্যেকেই জানতেন যে, বিবাহিত জীবন ও কাজ, এই দুই নিয়ে বেশ সুখেই রয়েছেন সঙ্গীতশিল্পী ও ভ্লগার দেবলীনা নন্দী । তবে তাঁর পোস্ট করা একটি লাইভ ভিডিওতে সবকিছু হঠাৎই সামনে আসে। ফেসবুক লাইভে এসে দেবলীনা জানান, কাজের জায়গা আর সংসার, এই দুয়ের সমস্যায় জর্জরিত তিনি। শ্বশুরবাড়িতে সমস্যার কথাও সামনে আসে ৷ ৭৮টা ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করে দেওয়ারও চেষ্টা করেন তিনি ৷ কিন্তু এরপরেই বিভিন্ন কারণে দেবলীনাকে নিয়ে শুরু হয় ট্রোলিং ৷ এবার ট্রোলারদের জবাব দিতেই ফের একবার ফেসবুক লাইভে এলেন তিনি ৷ লিখলেন ‘এটাই আমার ফার্স্ট এবং লাস্ট স্টেটমেন্ট ৷’
দেবলীনা প্রথমেই স্পষ্ট করে দেন, অনেকেই তাঁকে প্রশ্ন করেছেন যে, সম্পর্কে অশান্তি থাকলে, কেন তিনি তা ছেড়ে বেরিয়ে আসেননি? সঙ্গীতশিল্পীর কথায়, ‘‘এখন মনে হচ্ছে বেঁচে গিয়ে যেন ভুল করেছি ৷ ৭৮, ৬৮ না ৮০ ক’টা ওষুধ খেয়েছি, সেটা নিয়েই চর্চা ৷ আমাদের প্রেম করে বিয়ে। প্রবাহর তরফ থেকে কী ছিল জানি না, আমার তরফ থেকে তো ভালবাসা ছিল। পাগলের মতো ভালবেসেছি প্রবাহকে। ছেড়ে বেরিয়ে আসা এতটা সহজ নয়।’’ পাশাপাশি দেবলীনা তুলে ধরেন ছোট বড় বিভিন্ন ঘটনার কথা, যা হয়তো তিনি ভ্লগে দেখাতে চাননি এতদিন। দেবলীনাও বলেন যে, অগাস্ট মাসে তাঁকে ও প্রবাহকে আলাদা হয়ে যেতে বাধ্য করেছিলেন তাঁর শাশুড়িমা। কোনও আইনি পরামর্শ নেওয়া হয়নি, প্রবাহ ও দেবলীনার থেকে আলাদাই থাকতে চেয়েছিলেন বলে দাবি সঙ্গীতশিল্পীর।
advertisement
advertisement
শুধু দেবলীনার মায়ের সঙ্গে যোগাযোগ রাখা নিয়ে নয়, আর্থিক কারণেও দেবলীনাকে শ্বশুরবাড়িতে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হত বলে জানিয়েছেন তিনি। সঙ্গীতশিল্পী জানিয়েছেন, তিনি যে আর্থিকভাবে তাঁর বাবা মা-কে সাহায্য করতেন, তা পছন্দ ছিল না তাঁর শ্বশুরবাড়ির কারোরই। দেবলীনা জানান, এখন তাঁর শ্বশুরবাড়ির সবাই তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা অস্বীকার করছেন, তবে তাঁর কাছে যাবতীয় প্রমাণ রয়েছে। তিনি গোটাটারই ভিডিও রেকর্ড করেছিলেন। দেবলীনা আরও বলেছেন, তিনি যখন লাইভ করেছেন, সেটা দেখেও প্রবাহদের বাড়ির পক্ষ থেকে কোনও ফোন করা হয়নি। তবে দেবলীনা এ কথা স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি সম্পর্ক ভাঙায় বিশ্বাসী নন। তিনি হাসপাতালে জ্ঞান হওয়ার পরেও প্রবাহকেই খুঁজেছেন। দেবলীনা বলেন, ‘‘আমার টাকাপয়সা লাগবে না, খোরপোশ লাগবে না.. আমি শুধু অপেক্ষা করছি প্রবাহর একটা ফোনের, একটা মেসেজও আসেনি। আমি বোঝাতে পারছি না আমি প্রবাহকে কতটা ভালবাসি…৷’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 10, 2026 7:12 AM IST










