Parenting: সন্তানের বয়স ৬ মাস? আপনার জন্য রইল কিছু টিপস

Last Updated:

Parenting: সদ্যোজাত (new born baby) অবস্থা থেকে বয়স ৬ মাসে পৌঁছতেই শিশুর অ্যাক্টিভিটি এক লাফে বেড়ে যায় অনেকটাই৷ শিশুর ধাপে ধাপে বড় হয়ে ওঠার পর্বে এই সময়টা একটা সন্ধিক্ষণ বলা যায়৷

সদ্যোজাত (new born baby) অবস্থা থেকে বয়স ৬ মাসে পৌঁছতেই শিশুর অ্যাক্টিভিটি এক লাফে বেড়ে যায় অনেকটাই৷ শিশুর ধাপে ধাপে বড় হয়ে ওঠার পর্বে এই সময়টা একটা সন্ধিক্ষণ বলা যায়৷ তাই সন্তানকে কী শেখাবেন, বা সে কী করবে, সেটা বাবা মায়েদের কাছে স্পষ্ট হওয়া দরকার৷
বাচ্চার হাতে এই সময় মোবাইল ফোন একদমই তুলে দেবেন না ৷ বেশিরভাগ বাড়িতেই দেখা যায় বাচ্চাকে ব্যস্ত রাখার জন্য বা তার দৃষ্টি আকর্ষণ করার জন্য মোবাইলের সাহায্য নেন৷ তার বদলে শিশুকে বই দিন৷ পশুপাখি, জীবজন্তুর বড় বড় ছবি-সহ রঙিন বই দিন শিশুসন্তানকে৷ হয়তো কিছুটা বই ছিঁড়ে ফেলবে, কিন্তু তাতেও নিরাশ হবেন না৷ মোবাইলের বদলে শিশুকে বই দিলে ভবিষ্যতে সুবিধে হবে ওরই৷
advertisement
আরও পড়ুন : পাবলিক টয়লেটের দরজায় উপরে ও নীচের অংশ থাকে না কেন?
৬ মাস বয়সে (6-month-old infant) পৌঁছে শিশুরা সাধারণত হাততালি দিতে শিখে যায়৷ সেটা করতে তাদের উৎসাহ দিন৷ বাচ্চাও এটা উপভোগ করবে৷ পরবর্তীতে এটা তাদের নতুন জিনিস শিখতেও উৎসাহ দেবে৷
advertisement
এই সময় থেকেই শিশু কথা বলতে শেখে৷ মুখ থেকে নানা রকম শব্দ বার করে৷ তাদের কথা বলার ধরন আলাদা৷ শুধুমাত্র নির্দিষ্ট কিছু শব্দ বেরিয়ে আসে মুখ থেকে ৷ এ সময়ে তাদের সঙ্গে বেশি করে কথা বলুন৷ শিশু হাসলে আপনিও তাকে হাসি ফিরিয়ে দিন৷
advertisement
আরও পড়ুন : প্রেমিক বা প্রেমিকা অনর্গল মিথ্যে বলেন? তাঁদের কোন আচরণ থেকে বুঝতে পারবেন?
জামাকাপড়, খেলনা এবং তার নিজস্ব জিনিস নিয়ে শিশুকে সচেতন করে তুলুন৷ প্রতি জিনিসের নাম তাকে বলুন৷ চার ধারে যা যা দেখা যাচ্ছে, তাদের নামগুলো বলে দিন৷ চিনিয়ে দিন রংও৷ শিশুও এই সময় দ্রুত সব কিছু শিখে নিতে চায়৷
advertisement
শিশুর সঙ্গে সময় কাটানো পর্বে নানারকম খেলা নিজেই উদ্ভাবন করুন৷ হাত দিয়ে নিজের মুখ ঢাকুন আবার খুলে দিন৷ সাধারণ কথায়, ‘টুকি টুকি’ খেলুন৷ শিশুর খুবই ভাল লাগবে এই খেলা৷
আরও পড়ুন : ঘুমোতে ভালবাসেন? জানেন কি অতিরিক্ত ঘুম স্ট্রোকের বড় কারণ!
তবে মনে রাখবেন প্রতি শিশুই অন্য শিশুর থেকে আলাদা৷ তাই সকলের বৈশিষ্ট্য অন্যের সঙ্গে মিলবে না৷ প্রত্যেকের অগ্রগতিও একইরকম হবে না৷ শিশুর দৈহিক ও মানসিক বিকাশের পথে কোনও অসুবিধে হচ্ছে সন্দেহ হলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Parenting: সন্তানের বয়স ৬ মাস? আপনার জন্য রইল কিছু টিপস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement