Thyroid : অনিয়ন্ত্রিত থাইরয়েডে ভুগছেন? সমস্যা দূর করবে এই সব খাবার

Last Updated:

Thyroid : অনিয়ন্ত্রিত থাইরয়েডের জন্য শরীরে একাধিক রোগ বাসা বাঁধতে পারে এবং একাধিক সমস্যা তৈরি করতে পারে।

File photo
File photo
#কলকাতা: অনিয়ন্ত্রিত থাইরয়েডের সমস্যায় ভোগেন অনেকেই। আদতে থাইরয়েড আমাদের শরীরের মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে। যখন থাইরয়েড গ্ল্যান্ড, যা আমাদের শরীরে গলার কাছে অবস্থিত, সেখান থেকে কম পরিমাণে থাইরক্সিন হরমোন নিঃসরণ হয় বা অনিয়মিত ভাবে নিঃসরণ হয়, তখন থাইরয়েড অনিয়ন্ত্রিত হয়ে যায়। অনিয়ন্ত্রিত থাইরয়েডের জন্য শরীরে একাধিক রোগ বাসা বাঁধতে পারে এবং একাধিক সমস্যা তৈরি করতে পারে। দেশে বর্তমানে বহু মানুষ এই সমস্যায় ভোগেন। এতে শরীরের মেটাবলিজম একদম নষ্ট হয়ে যেতে পারে এবং যার জন্য দুর্বল ভাব, বিরক্তি, চুল পড়ে যাওয়া, বারবার খিদে পাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। যা মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই হয়।
বিশেষজ্ঞরা বলছেন, থাইরয়েডের এই সমস্যা বা অনিয়ন্ত্রিত হয়ে যাওয়া বর্তমান সময়ে অনেকটাই নির্ভর করে লাইফস্টাইলের উপর। খাদ্যাভ্যাস যার মূল। তাই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে পারলে থাইরয়েড নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। ওষুধ ছাড়াও তাই নিজের ডায়েটেও পরিবর্তন আনতে হবে।
নারকেল
advertisement
নারকেল থাইরয়েড নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি নারকেল মেটাবলিজম ঠিক রাখতেও সাহায্য করে। এই দুইয়ের জন্য সহজে ক্লান্তি আসে না এবং শরীর চাঙ্গা থাকে। নারকেল তেল হিসেবে খাওয়া যেতে পারে, নারকেলের জল এবং নারকেল রান্নায় দিয়ে অথবা কোনও ডেসার্টের আকারেও খাওয়া যেতে পারে। অনেকে নারকেলের চাটনিও বানিয়ে থাকেন।
advertisement
মুলেঠি
বহু প্রাচীন কাল থেকে মুলেঠির ব্যবহার রয়েছে আয়ুর্বেদে। রূপচর্চার বিভিন্ন জিনিস থেকে বিভিন্ন ওষুধে মুলেঠির ব্যবহার রয়েছে। এই স্পাইস থাইরয়েড নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পাশাপাশি থাইরয়েড ক্যানসার থেকেও বাঁচায়। তাই মুলেঠি যে কোনও ভাবেই হোক যদি রোজ খাওয়া যায়, তা হলে থাইরয়েড গ্ল্যান্ড ভালো থাকে।
মাশরুম
advertisement
প্রোটিনের সঙ্গে মাশরুমে ভিটামিন ও মিনারেলস প্রচুর পরিমাণে থাকে। এটি শুধুমাত্র থাইরয়েড থেকে থাইরক্সিনের নিঃসরণ ঠিক রাখে না, ওজনও নিয়ন্ত্রণে রাখে। অনেকেরই থাইরয়েড অনিয়ন্ত্রিত হলে ওজনও বাড়তে থাকে, তাদের জন্য মাশরুম ডায়েটে রাখা অত্যন্ত জরুরি।
advertisement
হলুদ- দুধ
হলুদ রান্নায় তো সকলেই খায়, কিন্তু প্রতিদিন যদি দিনের যে কোনও সময়ে দুধের সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে খাওয়া যায়, তা হলে তা থাইরয়েড নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলছেন, এই দুধ- হলুদ খাওয়াকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে। কারণ শুধু থাইরয়েডই নয়, এই পানীয়তে সুস্থ থাকতে পারে শরীর কারণ এটির অন্যান্য গুণও আছে।
advertisement
ফ্লাক্সসিড
ফ্লাক্সসিডে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, যা হার্ট ভালো রাখতে সাহায্য করে। ফ্লাক্সসিড থাইরক্সিন নিঃসরণের পরিমাণ বাড়ায়। এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সঙ্গেই থাকে সোডিয়াম, পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান যা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ভালো রাখতে সাহায্য করে, নার্ভাস সিস্টেম ঠিক রাখে। এসব ছাড়াও এই দানায় কার্বোহাইট্রেড ও প্রোটিনও প্রচুর পরিমাণে থাকে। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে ফ্লাক্সসিড খেলে তা থাইরয়েড নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি শরীর ভালো রাখে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Thyroid : অনিয়ন্ত্রিত থাইরয়েডে ভুগছেন? সমস্যা দূর করবে এই সব খাবার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement