Turmeric and lemon: ওজন কমানো থেকে ত্বকচর্চা! শরীরের যে কোনও সমস্যায় মুশকিল আসান হলুদ আর লেবু
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
Turmeric and lemon: এক নজরে দেখে নেওয়া যাক, প্রকৃতির এই অমূল্য সম্পদ দু’টি ঠিক কী ভাবে আমাদের উপকার করে।
#কলকাতা: আয়ুর্বেদের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস। একেবারে প্রাচীন কাল থেকেই আমাদের দেশে রোগ নিরাময়ের মাধ্যম আয়ুর্বেদ। আর আমাদের আয়ুর্বেদশাস্ত্রে লেবু এবং হলুদের গুণাগুণ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। শুধুমাত্র পৌরাণিক যুগে নয়, বর্তমান সময়ের বিশেষজ্ঞরাও একই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, মানুষের শরীরে হার্ট, লিভার, ত্বক, মানসিক ও শারীরিক দুর্বলতা-সহ দেহের টক্সিন দূর করতে এমনকী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লেবু ও হলুদ (turmeric and lemon) বিশেষ ভাবে কার্যকরী। এ বার এক নজরে দেখে নেওয়া যাক, প্রকৃতির এই অমূল্য সম্পদ দু’টি ঠিক কী ভাবে আমাদের উপকার করে।
লিভারের (liver) বা যকৃতের দুর্বলতা:
মানব দেহের লিভার বা যকৃত শুধুমাত্র বড় গ্রন্থিই (gland) নয়। হজমের বা খাদ্য পরিপাকে এর বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের শরীরে। শুধুমাত্র টক্সিন(toxin) আমাদের দেহে নানা রোগের সৃষ্টি করে। আর দেহ থেকে এই টক্সিন নামক বিষটি ঝেড়ে ফেলতে অবশ্যই প্রতিদিন নিয়ম করে লেবুর রসের সঙ্গে হলুদ গুঁড়ো ও মধু মিশিয়ে সেবনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। লেবু আর হলুদ খেলে দেহ থেকে দূর হয় টক্সিন। ফলে পরিষ্কার ও সুস্থ থাকে আমাদের লিভার। এর ফলে হজম সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হয় এক নিমেষে।
advertisement
advertisement
ত্বকের (skin) সমস্যায় লেবু আর হলুদ:
আসলে মানুষ বরাবরই একটু রুচিশীল আর সুন্দরের পূজারী। নিজেদের দেহ সুঠাম ও ত্বকের জেল্লা বাড়াতে প্রতিদিনই আমরা কোনও না-কোনও ফেস প্যাক (face pack) ,ফেস মাস্ক ( musk) এবং বিভিন্ন ক্রিম ব্যবহারের পাশাপাশি নানা রকম ঔষধ সেবন করি। কিন্তু অনেকেই এটা জানেন না যে, লেবু আর হলুদ প্রতিদিন নিয়ম করে সেবন করলে আপনার ত্বক হবে উজ্জ্বল। পাশাপাশি আমাদের ত্বকের যে কোনও সমস্যায় হলুদ আর লেবু একেবারে অব্যর্থ। তাই আর দেরি নয়, আজ থেকেই ব্যবহার শুরু করা যেতে পারে, এমনটাই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
advertisement
দেহ থেকে অতিতিক্ত মেদ (fat) ঝরাতে কার্যকর লেবু আর হলুদ:
বর্তমানে মোটা হয়ে যাওয়া কিংবা দেহের অত্যধিক ওজনের সমস্যায় জর্জরিত একাধিক নারী পুরুষ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের সমস্যায় জিমে যাওয়া, জগিং করা, এ ছাড়াও হেঁটে মেদ ঝরানোর পাশাপাশি লেবুর রসের সঙ্গে হলুদ আর মধু মিশিয়ে সেবনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ হলুদ দেহের মেটাবলিজম (metabolism) ঠিক রাখে যা দেহের অতিরিক্ত স্থূলতা কমাতে অপরিহার্য।
advertisement
হার্টের (heart) সমস্যা থেকে মুক্তি দিতে পারে লেবু আর হলুদ:
বর্তমানে হৃদরোগে আক্রান্ত হওয়া প্রায় স্বাভাবিক ঘটনা। উচ্চ রক্তচাপ থাকলে তো আর কথায় নেই। তবে নিয়মিত হলুদ আর লেবুর রস সেবন করলে হৃদ রোগের ঝুঁকি কমে অনেকটাই। কারণ লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট (anti-oxident) এবং হলুদে থাকে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-সেপ্টিক (anti-septic) উপাদান, যা আমাদের শরীরের যে কোনও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম। পাশাপাশি যে কোনও প্রকার সংক্রমণকে রুখে দিতে এই দুটির ভূমিকা অনস্বীকার্য। বিশেষজ্ঞদের মত এমনটাই। এ ছাড়াও যে কোনও প্রকার মানসিক সমস্যা দূর করতে লেবুর রস আর হলুদ মহা গুণসম্পন্ন। কারণ এগুলি আমাদের শরীরকে ঠান্ডা রাখে। যা আমাদের আমাদের নিয়মিত ও সময়মতো কাজকর্মের জন্য উত্তেজিত হওয়া থকে মুক্তি দিয়ে আমাদের মেজাজকে শান্ত রাখে। ফলে আমাদের আমাদের মানসিক চাপ অনেকটাই কম থাকে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 19, 2022 4:06 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Turmeric and lemon: ওজন কমানো থেকে ত্বকচর্চা! শরীরের যে কোনও সমস্যায় মুশকিল আসান হলুদ আর লেবু