মায়ের স্তনে মারতে হবে চাটি! TikTok ভিডিওর জন্য যা ইচ্ছে তাই করছেন যুবক, দেখুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
যুবকের পরিচায় জানা গিয়েছে৷ তার বয়স মাত্র ১৭
#নয়াদিল্লি: TikTok ভিডিও নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য৷ নিজেদের ফ্যান ফলোয়ার বাড়াতে জোরদার চেষ্টা চালাচ্ছেন অনেকে৷ TikTok ভিডিওয়ে ভিউ পেতে এমনই শ্যুট করেছেন অনকে যার ফলে ট্রেন থেকে পড়ে কারও প্রাণ যাচ্ছে তো কেউ আবার স্বল্প পোশাকে নেচে মাত করছেন৷
তবে এবার যা করলেন যুবক যা ছাড়িয়ে গেল সব কিছুর মাত্রা৷ নিজের মায়ের স্তনে চাটি মেরে ভাইরাল হলেন যুবক৷ তার TikTok ভিডিওটি পেয়েছে প্রায় ৮৫ লক্ষ মানুষ৷ তবে এই ভিডিও নিয়ে বেশ সমালোচনাই হয়েছে৷ এমনকি TikTok থেকেও ভিডিওটি মুছে দেওয়া হয়েছে৷ তবে প্রযুক্তির এই যুগে কী না হয়ে৷ ভিডিওটি ট্যুইটারে কপি করে নিয়েছেন অনেকে৷ ফলে TikTok থেকে সরলেও এই ভিডিও দেখার সুযোগ মিলছে৷
advertisement
advertisement
“hey mom, would it be cool if i slapped your titties?” pic.twitter.com/QsHyYCgbo2
— brandon (@brndvx) February 22, 2020
যুবকের পরিচায় জানা গিয়েছে৷ তার বয়স মাত্র ১৭, নাম আইডেন রাইডিং৷ টু ডোর সিনেমা ক্লাবের ২০০৮-র হিট আন্ডার কভার মার্টিন গানটির সঙ্গে তিনি শ্যুট করেছেন এই ভিডিও৷ মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন তিনি ও তার মা৷ গানের ছন্দে ছন্দে হাত দোলাচ্ছেন যুবক, তারপরই মায়ের বুকে চাটি মারলেন আইডেন৷ আর উঠল মা ও ছেলের হাসির রোল! এমন কুরুচিকর ভিডিও দেখে সকলে আঁতকে উঠেছেন৷ উঠেছে নিন্দার ঝড়৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 27, 2020 10:14 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মায়ের স্তনে মারতে হবে চাটি! TikTok ভিডিওর জন্য যা ইচ্ছে তাই করছেন যুবক, দেখুন