Fast Weight Loss Tips: রোগা হওয়াটাই যেন এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে! এই তিন সহজ উপায়ে তুড়ি মেরে কমান ওজন

Last Updated:

ওজন কমানোটাই আজ চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তবে এই তিন উপায় মেনে চললে তা সহজেই কমানো এবং নিয়ন্ত্রণ করা সম্ভব। দেখে নেওয়া যাক সেই উপায়গুলি।

রোগা হওয়াটাই যেন এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে! এই তিন সহজ উপায়ে তুড়ি মেরে কমান ওজন
রোগা হওয়াটাই যেন এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে! এই তিন সহজ উপায়ে তুড়ি মেরে কমান ওজন
কলকাতা: ওবেসিটি বা স্থূলত্ব বর্তমানে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এটাই বিভিন্ন রোগের অন্যতম প্রধান কারণ। আসলে ওবেসিটির প্রভাব পড়ে হার্ট থেকে কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গে। বেড়ে যায় ডায়াবেটিসের ঝুঁকিও। সারা বিশ্বে এখন প্রায় ২ বিলিয়ন মানুষ ওবেসিটিতে আক্রান্ত। আসলে আজকালকার জীবনযাপনের ধরনই এর জন্য দায়ী। অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া থেকে শুরু করে বহু সময় ধরে এক জায়গায় বসে কাজের কারণে বাড়ে দেহের ওজন। ওজন কমানোটাই আজ চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তবে এই তিন উপায় মেনে চললে তা সহজেই কমানো এবং নিয়ন্ত্রণ করা সম্ভব। দেখে নেওয়া যাক সেই উপায়গুলি।
ওজন কমানোর সহজ উপায়:
রিফাইন্ড কার্বোহাইড্রেটের পরিমাণ হ্রাস:
advertisement
যাঁরা দ্রুত ওজন কমাতে চান, তাঁদের খাদ্যতালিকা থেকে চিনি, স্টার্চ বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বাদ দিতে হবে। এই রিফাইন করা কার্বোহাইড্রেটের বদলে বরং ডায়েটে যোগ করতে হবে হোল গ্রেন জাতীয় খাবার। কম ক্যালোরিযুক্ত এই খাবার খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। রিফাইন করা কার্বোহাইড্রেটের তালিকায় রয়েছে সাদা রুটি, সাদা ভাত, চিনি, পাউরুটি, ফ্রেঞ্চ ফ্রাই, পাস্তা, কর্ন সিরাপ ইত্যাদি।
advertisement
ডায়েটে প্রোটিন, ভাল ফ্যাট এবং শাকসবজি:
ওবেসিটি কমানোর জন্য উপোস করে থাকার প্রয়োজন নেই। ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুডের বদলে ডায়েটে রাখতে হবে হাই প্রোটিন এবং ভাল ফ্যাট জাতীয় খাবার। মনে রাখা জরুরি, ওজন কমাতে গিয়ে কিন্তু স্বাস্থ্য কিংবা পেশিকে দুর্বল করে দিলে চলবে না।
advertisement
উদ্ভিজ্জ উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবারের তালিকায় রয়েছে মটরশুঁটি, ওটমিল, লেবুজাতীয় ফল, টোফু, সয়াবিন প্রভৃতি। দুগ্ধজাত উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার হল পনির। আর উচ্চ প্রোটিন সমৃদ্ধ আমিষ জাতীয় খাবার হল মাছ, মাংস, ডিম প্রভৃতি। এর পাশাপাশি সবুজ শাক-সবজিও পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। এছাড়া অলিভ অয়েল, অ্যাভোক্যাডো অয়েল, বাদাম এবং বীজজাতীয় খাবারের মতো স্বাস্থ্যকর ফ্যাট জাতীয় খাবার ডায়েটে রাখতে হবে।
advertisement
নিয়মিত অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালন:
ওজন কমানোর জন্য শরীরকে সব সময় সচল রাখা উচিত। এর জন্য সকাল-সন্ধ্যায় নিয়মমাফিক কমপক্ষে আধ ঘণ্টা করে হাঁটতে হবে। এ ছাড়া এরোবিক এক্সারসাইজ-সহ যে কোনও প্রকার এক্সারসাইজ করলেও দ্রুত ওজন কমে। এই তালিকায় থাকবে সাইকেল চালানো, সাঁতার কাটা, নাচ, যোগাভ্যাস, জুম্বা নাচ ইত্যাদি। এমনকী, ভারোত্তোলনও ওজন কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে ক্যালোরি বার্ন হয়। এর পাশাপাশি একটানা বসে বেশিক্ষণ কাজ না করে মাঝেমধ্যে উঠে হাঁটাচলা করা উচিত।
advertisement
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fast Weight Loss Tips: রোগা হওয়াটাই যেন এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে! এই তিন সহজ উপায়ে তুড়ি মেরে কমান ওজন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement