তিমরু আমাদের শরীরকে গ্রীষ্মের প্রকোপ থেকে রক্ষা করে। এই কারণে আদিবাসীরা বাড়ি থেকে কাজে বার হওয়ার আগে এই ফল খেয়ে নেন। দেবীলাল আরও বলেন যে, “আমি নিজে জঙ্গলে গিয়ে এই ফল তুলে আনি। তিমরু পাকলে আরও ভাল খেতে লাগে। আর প্রতি বছর তিমরু বিক্রি করতে আমি ভিলওয়াড়া এবং চিতোরগড় যাই। ভিলওয়াড়ায় এই ফল বিক্রি হয় কেজি প্রতি ১০০ টাকা দরে।”