Bottle Cleaning Tips: জলের বোতল আমাদের সব সময়ের সঙ্গী! কিন্তু বোতলের ভিতরের অংশ পরিষ্কার রাখা বড়ই কঠিন! রইল কিছু সহজ উপায়

Last Updated:
জল রাখতে রাখতে জলের বোতলের গায়ে ময়লা জমতে শুরু করে। আর এই বোতলে জল রাখা হলে তা আর বিশুদ্ধ পানীয় জল থাকে না। এই জল পান করলে উপকার তো হয়ই না, বরং বাড়ে বিপদ!
1/7
জলের বোতল খুবই কাজের জিনিস। ঘরে, অফিসে কিংবা ঘুরতে বেরিয়ে একটা জলের বোতল না হলে চলে না! কিন্তু জল রাখতে রাখতে জলের বোতলের গায়ে ময়লা জমতে শুরু করে। আর এই বোতলে জল রাখা হলে তা আর বিশুদ্ধ পানীয় জল থাকে না। এই জল পান করলে উপকার তো হয়ই না, বরং বাড়ে বিপদ!
জলের বোতল খুবই কাজের জিনিস। ঘরে, অফিসে কিংবা ঘুরতে বেরিয়ে একটা জলের বোতল না হলে চলে না! কিন্তু জল রাখতে রাখতে জলের বোতলের গায়ে ময়লা জমতে শুরু করে। আর এই বোতলে জল রাখা হলে তা আর বিশুদ্ধ পানীয় জল থাকে না। এই জল পান করলে উপকার তো হয়ই না, বরং বাড়ে বিপদ!
advertisement
2/7
আসলে জলের বোতলে ব্যাকটেরিয়া জমতে থাকে। আর সেই ব্যাকটেরিয়াগুলিই নানা রোগের কারণ হয়ে দাঁড়ায়। তবে বোতলের ভিতরের অংশ পরিষ্কার করা খুবই কঠিন। ফলে অনেকে উপর-উপর অর্থাৎ বোতলের বাইরের দিকটাই শুধুমাত্র পরিষ্কার করে থাকেন। এতে বিপদ বাড়ে। তাই আজ আমরা বলব বোতল সহজে পরিষ্কার করার সঠিক কিছু নিয়ম এবং পদ্ধতি।
আসলে জলের বোতলে ব্যাকটেরিয়া জমতে থাকে। আর সেই ব্যাকটেরিয়াগুলিই নানা রোগের কারণ হয়ে দাঁড়ায়। তবে বোতলের ভিতরের অংশ পরিষ্কার করা খুবই কঠিন। ফলে অনেকে উপর-উপর অর্থাৎ বোতলের বাইরের দিকটাই শুধুমাত্র পরিষ্কার করে থাকেন। এতে বিপদ বাড়ে। তাই আজ আমরা বলব বোতল সহজে পরিষ্কার করার সঠিক কিছু নিয়ম এবং পদ্ধতি।
advertisement
3/7
বিশেষজ্ঞদের মতে, জলের বোতল ২ দিন অন্তর ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে শুকিয়ে নেওয়া উচিত। এতে বোতলের ভিতরে জমা হওয়া ব্যাকটেরিয়া দূর হয়। ফলে বিভিন্ন বিপজ্জনক রোগও প্রতিরোধ করা সম্ভব। গরম জল: প্রথমে গরম জল দিয়ে বোতলটি ভরে ফেলতে হবে এবং তার মধ্যে কয়েক ফোঁটা লিক্যুইড ডিশ ওয়াশ সোপ যোগ করতে হবে। এবার বোতলের ছিপি আটকে ভাল করে ঝাঁকিয়ে ২ থেকে ৪ মিনিট রাখতে হবে।
বিশেষজ্ঞদের মতে, জলের বোতল ২ দিন অন্তর ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে শুকিয়ে নেওয়া উচিত। এতে বোতলের ভিতরে জমা হওয়া ব্যাকটেরিয়া দূর হয়। ফলে বিভিন্ন বিপজ্জনক রোগও প্রতিরোধ করা সম্ভব। গরম জল: প্রথমে গরম জল দিয়ে বোতলটি ভরে ফেলতে হবে এবং তার মধ্যে কয়েক ফোঁটা লিক্যুইড ডিশ ওয়াশ সোপ যোগ করতে হবে। এবার বোতলের ছিপি আটকে ভাল করে ঝাঁকিয়ে ২ থেকে ৪ মিনিট রাখতে হবে।
advertisement
4/7
 স্ক্রাব: এবার একটি বোতল পরিষ্কার করার ব্রাশ ব্যবহার করে বোতলটি ভাল করে স্ক্রাব করতে হবে। বোতলের তলা এমনকী বোতলের ভিতরের দেওয়াল পরিষ্কার করে নিতে হবে। এর পাশাপাশি বোতলের ক্যাপটিও ঘষে ঘষে পরিষ্কার করতে ভুললে চলবে না।
স্ক্রাব: এবার একটি বোতল পরিষ্কার করার ব্রাশ ব্যবহার করে বোতলটি ভাল করে স্ক্রাব করতে হবে। বোতলের তলা এমনকী বোতলের ভিতরের দেওয়াল পরিষ্কার করে নিতে হবে। এর পাশাপাশি বোতলের ক্যাপটিও ঘষে ঘষে পরিষ্কার করতে ভুললে চলবে না।
advertisement
5/7
 ধুয়ে শুকোতে হবে:এখন কল চালু করে তার তলায় বোতলটিকে ধরে ভাল ভাবে ঝাঁকাতে হবে। এর পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রোদে শুকিয়ে নিতে হবে। বোতলটি শুকিয়ে গেলে ছিপি আটকে ব্যবহার করা যাবে।
ধুয়ে শুকোতে হবে:এখন কল চালু করে তার তলায় বোতলটিকে ধরে ভাল ভাবে ঝাঁকাতে হবে। এর পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রোদে শুকিয়ে নিতে হবে। বোতলটি শুকিয়ে গেলে ছিপি আটকে ব্যবহার করা যাবে।
advertisement
6/7
ব্লিচের সাহায্যে ডিপ ক্লিন:গরম জল ও লিক্যুইড ডিশ ওয়াশ ছাড়াও রয়েছে পরিষ্কার করার উপায়। বোতলে কিছুটা বেকিং সোডা এবং ঠান্ডা জল রাখতে হবে। এবার বোতলের ছিপি বন্ধ করে ভাল ভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এভাবে সারা রাত বোতলটিকে রেখে দিতে হবে। এর পর ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।
ব্লিচের সাহায্যে ডিপ ক্লিন:গরম জল ও লিক্যুইড ডিশ ওয়াশ ছাড়াও রয়েছে পরিষ্কার করার উপায়। বোতলে কিছুটা বেকিং সোডা এবং ঠান্ডা জল রাখতে হবে। এবার বোতলের ছিপি বন্ধ করে ভাল ভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এভাবে সারা রাত বোতলটিকে রেখে দিতে হবে। এর পর ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।
advertisement
7/7
 ভিনিগারও সহায়ক: আধ কাপ ভিনিগার, এক চা-চামচ বেকিং সোডা এবং ঠান্ডা জল মিশিয়ে নিয়ে সারা রাত বোতলের মধ্যে ভরে রাখতে হবে। তার পর ভাল করে ঝাঁকিয়ে নিয়ে বোতলটি ব্রাশ দিয়ে ভাল করে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন
ভিনিগারও সহায়ক: আধ কাপ ভিনিগার, এক চা-চামচ বেকিং সোডা এবং ঠান্ডা জল মিশিয়ে নিয়ে সারা রাত বোতলের মধ্যে ভরে রাখতে হবে। তার পর ভাল করে ঝাঁকিয়ে নিয়ে বোতলটি ব্রাশ দিয়ে ভাল করে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন
advertisement
advertisement
advertisement