Omicron Symptoms: এই লক্ষণগুলি দেখা দিলে দেরি না করে এখনই কোভিড পরীক্ষা করান

Last Updated:

Omicron Symptoms: সামান্যতম উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে

পৃথিবী জুড়ে হু হু করে বাড়ছে কোভিড (Covid19)৷ আবার ফিরেছে কড়া বিধিনিষেধের পর্ব৷ ভারতে দ্বিতীয় তরঙ্গের তুলনায় তৃতীয় ঢেউ অনেক বেশি হারে সংক্রামক৷ দক্ষিণ আফ্রিকায় প্রথম এই ভ্যারিয়্যান্টে আক্রান্তের খোঁজ পাওয়া যায়৷ ভারতে ওমিক্রন আক্রান্তের (Omicron Variant) সংখ্যা ১৭০০-র গণ্ডি ছাপিয়ে গিয়েছে৷ যদিও চিকিৎসকরা বার বার নিশ্চিন্ত করছেন এই বলে যে নতুন ভ্যারিয়্যান্টের প্রভাব মৃদু৷ কিন্তু তার পরও উপসর্গের সঙ্গে কখনওই আপস করা ঠিক নয়৷ সামান্যতম উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷
আরও পড়ুন : ওমিক্রনের দাপটে সুস্থ থাকতে খাদ্যতালিকায় যে যে খাবার সম্পূর্ণ না থাকলেই ভাল
যে ভাবে দ্রুত গতিতে ওমিক্রন ছড়াচ্ছে, তাতে অশনি সঙ্কেতের ভাঁজ চিকিৎসদের কপালে৷ টিকা নেওয়া হয়ে গেলেও মাস্ক, সামাজিক দূরত্ব এবং স্যানিটাইজেশনের রীতি মেনে চলতেই হবে৷ কোভিড প্রোটোকল যে এখনই আমাদের ছেড়ে যাচ্ছে না, সেটা বলে দিচ্ছে নতুন বছরের কোভিডগ্রাফ৷
advertisement
আরও পড়ুন : ঠান্ডা থেকে বাঁচিয়ে শীতকালে শরীরকে উষ্ণ রাখে এই সহজলভ্য সব্জিগুলি
ওমিক্রনের ক্ষেত্রে কোন কোন উপসর্গ দেখা দিচ্ছে এবং কোন কোন উপসর্গের ক্ষেত্রে পরীক্ষা আবশ্যক, আসুন আরও এক বার দেখে নিই-
advertisement
# মৃদু জ্বর
# গলায় সংক্রমণ
# সর্দি
# হাঁচি
# শরীরে অসহ্য য্ন্ত্রণা
# ক্লান্তি
advertisement
# রাতে ঘুমনোর সময় ঘাম
# বমি হওয়া এবং গা বমি বমি ভাব
# খাওয়ার ইচ্ছে চলে যাওয়া
# ত্বকে সংক্রমণ
আরও পড়ুন : ওমিক্রন মোকাবিলায় নতুন বছরে আমাদের মানতেই হবে এই নিয়মগুলি
তবে ত্বকে সংক্রমণ-সহ বাকি লক্ষণগুলি দেখা দিলেই যে সেটি কোভিড ১৯-এর উপসর্গ তা নয়৷ সংশয় এড়াতে প্রথমেই কোভিড পরীক্ষা করিয়ে নেওয়া বাঞ্ছনীয়৷ যদি রিপোর্ট পজিটিভ আসে, নিজেকে আইসোলেট করে নিন৷ যত দিন না অবধি কোভিড রিপোর্ট নেগেটিভ আসছে, তত দিন নিভৃতবাস বজায় রাখুন৷ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখুন নিয়মিত৷ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এরকম খাবার ডায়েটে রাখুন৷ পর্যাপ্ত বিশ্রাম নিন৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Omicron Symptoms: এই লক্ষণগুলি দেখা দিলে দেরি না করে এখনই কোভিড পরীক্ষা করান
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement