Spinach Health Benefits: শীতকালে পালংশাক খান, বছরভর একাধিক জটিল রোগ থেকে দূরে থাকুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Spinach Health Benefits: আপনার শীতকালীন ভুরিভোজে অবশ্যই থাকুক পালংশাক৷ কনকনে ঠান্ডায় জমিয়ে পালক পনির খাওয়ার আগে জেনে নিন এই শাকের উপকারিতা ৷
শুধু পপেই দ্য সেলর-ই নয়৷ পালংশাক (Spinach) আমাদের পক্ষেও বেশ উপকারী৷ এখন কমবেশি সারা বছর পাওয়া গেলেও শীতেই (having spinach in winter) মরসুমি পালংশাক খাওয়া উপকারী৷ দাম এমন কিছু বেশি থাকে না৷ রান্না করাও সোজা৷ তাই আপনার শীতকালীন ভুরিভোজে অবশ্যই থাকুক পালংশাক৷ কনকনে ঠান্ডায় জমিয়ে পালক পনির খাওয়ার আগে জেনে নিন এই শাকের উপকারিতা ৷
পালংশাকে প্রচুর ভিটামিন ‘কে’ আছে৷ ফলে ‘অস্টিওক্যালক’ প্রোটিনের যোগান বৃদ্ধি পায়৷ আমাদের হাড়ে ক্যালসিয়ামের অভাব হয় না ৷ ক্যালসিয়াম, ভিটামিন ডি, ফাইবার, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন সি থাকার ফলে পালংশাক আমাদের হাড়ের শক্তিবৃ্দ্ধির জন্য প্রয়োজনীয়৷
আরও পড়ুন : আগের থেকে কমলেও শ্যামাপোকার সমস্যা হয় এ সময়েই, জেনে নিন দূর করার ঘরোয়া উপায়
বিটা ক্যারোটিন থাকার ফলে আমাদের দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য পালংশাক উপকারী৷ বয়ঃজনিত চোখের বিভিন্ন সমস্যায় পালংশাক বিকল্পহীন৷
advertisement
advertisement
ভিটামিন এ-এর আধার পালংশাক আমাদের ত্বককেও সুস্থ ও ঝলমলে রাখে৷ বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে৷ সেবাম উৎপন্ন করে চুলের রূপও স্বাস্থ্যোজ্জ্বল থাকে পালংশাকের গুণে৷ কারণ আমাদের চুল ও ত্বকের টিস্যু গঠনের পিছনে ভিটামিন এ কার্যকর৷ ফলে চুল পড়া কমায়৷ রোধ করে চুলের সংক্রমণ ৷
আরও পড়ুন : সামান্য যত্ন নিন এখন থেকেই, সারা শীতকাল ফাটবে না গোড়ালি
পালংশাক খেলে ভাল থাকে হৃদযন্ত্রের স্বাস্থ্যও৷ অনেকটাই কমে যায় কার্ডিওভাসক্যুলার ডিজিজের আশঙ্কা৷
advertisement
শরীরের জন্য প্রয়োজনীয় ম্যাগনেসিয়াম পাওয়া যায় পালংশাক থেকেই৷ ফলে দিনভর কাজের জন্য প্রাণশক্তির অভাব হয় না৷ ফোলেটের উৎস হওয়ায় পালংশাকের জন্য আমাদের শরীর দ্রুত খাবারকে রূপান্তরিত করতে পারে শক্তিতে৷
আরও পড়ুন : চুল ভাল রাখতে চান? প্লাস্টিকের নয়, ব্যবহার করুন কাঠের চিরুনি
তবে বাকি শাকসব্জির মতো পালংশাককেও বেশি মশলাপাতি দিয়ে রান্না করবেন না৷ একেবারে সিদ্ধ খেতে না পারলে হাল্কা মশলা দিয়ে রান্না করুন৷ একটু অন্যরকম স্বাদ চাইলে মাশরুম দিয়ে বেক করেও খেতে পারেন৷ এক কথায়, শীতে আপনার ডায়েট হোক পালংয়ের পরশমাখা৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2021 4:59 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Spinach Health Benefits: শীতকালে পালংশাক খান, বছরভর একাধিক জটিল রোগ থেকে দূরে থাকুন