Winter Skin Care Mistakes: শীত পড়তেই চেহারার দফারফা? রূপচর্চায় এই ভুলগুলি করছেন না তো!

Last Updated:

Winter Skin Care Mistakes: শীতে রূপচর্চার সময় আমরা কিছু ভুল করে ফেলি৷ সে বিষয়ে সতর্ক হতে হবে৷

শীতে রূপচর্চার সময় আমরা কিছু ভুল করে ফেলি
শীতে রূপচর্চার সময় আমরা কিছু ভুল করে ফেলি
ঠান্ডা পড়লেই ত্বকে একাধিক সমস্যা দেখা দেয়৷ ত্বক শুষ্ক হয়ে ওঠা, বলিরেখা পড়া, ফেটে যাওয়ার মতো উপসর্গ ফুটে ওঠে৷ তার জন্য ত্বকের কিছু বিশেষ যত্ন দরকার হয়৷ তবে শীতে রূপচর্চার সময় আমরা কিছু ভুল করে ফেলি৷ সে বিষয়ে সতর্ক হতে হবে৷
সানস্ক্রিন বাদ
আমরা অনেকেই ভাবি সানস্ক্রিন শুধু গরমে দরকার৷ এটা সম্পূর্ণ ভুল ধারণা৷ শীতেও সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহার করতে হবে৷ রোদের প্রভাবে ত্বকে বার্ধক্যের ছাপ দ্রুত পড়ে৷ তাই এসপিএফ ৩০ সমেত সানস্ক্রিন রাখুন রূপটানে৷
advertisement
ডিহাইড্রেশন
শীতে আমাদের জলপানের প্রবণতা কমে যায়৷ তার জেরে শরীরে জলশূন্যতা বা ডিহাইড্রেশন দেখা দেয়৷ জল কম পান করলে তার প্রভাব পড়ে ত্বকের সৌন্দর্যে৷
advertisement
গরম জলে স্নান
শীতে আমরা গরম জলে স্নান করতে ভালবাসি৷ ঠান্ডা জলের তুলনায় গরম জলের ব্যবহার বেশি হয় শীতে৷ তার ফলে ত্বক শুষ্ক হয়ে ওঠে৷
advertisement
যে কোনও ত্বকের যত্নে এক্সফোলিয়েশন খুবই দরকারি৷ স্ক্রাবিং করে ত্বক এক্সফোলিয়েট করলে মরা কোষ ঝরে যায়৷ শীতে সব সময় মাইল্ড এক্সফোলিয়েটর ব্যবহার করুন৷ এর পর ত্বকে ময়শ্চারাইজার দিতে ভুলবেন না৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Skin Care Mistakes: শীত পড়তেই চেহারার দফারফা? রূপচর্চায় এই ভুলগুলি করছেন না তো!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement