#নয়াদিল্লি: দোকান থেকে যখন কিনে আনা হয়, তখন তার জেল্লাই থাকে আলাদা। যে দিকে নজর পড়ুক, ঠিকরে পড়ে রুপোলি আলো। কিন্তু সুখ যেমন বেশি দিন থাকে না, তেমনই ওই আলোটাও এক সময়ে কমে যেতে যেতে একেবারে কালো হয়ে যায়।
আজ থেকে নয়, বরাবরই গয়না থেকে শুরু করে ঘর সাজানোর কোনও অ্যান্টিক জিনিসপত্র, সবেতেই রুপোর কদর রয়েছে৷ যুগ যুগ ধরে রুপোর জিনিস তার কদর কখনওই হারায়নি। কিন্তু রুপোর গয়না, মূর্তি, বাসনপত্র- সময়ের সঙ্গে সব কিছুর জৌলুস ও উজ্জ্বলতা হারিয়ে যায়। বাতাসে রুপো ও সালফারের মধ্যে রাসায়ানিক বিক্রিয়ার ফলে এটি হয়ে থাকে। তাই আমাদের পছন্দের রুপোর জিনিসটির চেহারা একই রকম ধরে রাখতে সেটা নিয়মিত পরিষ্কার করতে হবে এবং যত্ন করতে হবে। তবে রুপোর জিনিস পরিষ্কার করা মোটেও কঠিন কিছু নয়। যার জন্য শুধু সঠিক নিয়ম জানতে হবে। তাহলে এবার জেনে নেওয়া যাক কীভাবে আমরা রুপোর জিনিসের যত্ন নিতে পারি, বাড়িতেই তাকে ঘষে-মেজে ধরে রাখতে পারি চমক।
খুব বেশি মরচে পড়ে গেলে রুপোর জলে জিনিসটা ধুইয়ে নিতে হবে। আবার বড় রুপোর জিনিস হলে নরম কাপড় অথবা পলিশিং কাপড়, পলিশিং ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। রুপোর জিনিসের উপরিতলের গ্লাভস, খবরের কাগজ দিয়ে পরিচর্যা করতে হবে।
কী কী বিষয় মেনে চলতে হবে
সাবান জলে আমরা রুপোর জিনিস চুবিয়ে পরিষ্কার করতে পারি, জল লাগলে রুপোর উজ্জ্বলতা বাড়ে।
প্রতিরোধ
কোনও অপরিষ্কার এবং বিবর্ণ রুপোর জিনিসের ক্ষেত্রে তা রুপোর জলে ধুয়ে নিতে হবে। এক্ষেত্রে রুপো পলিশ করার সময় গ্লাভস পড়ে নেওয়াই শ্রেয়।
রুপোর জিনিসের উপরিভাগে কাপড় বা ব্রাশ দিয়ে রুপোর পলিশ লাগিয়ে দুই মিনিট অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন- ওমিক্রন বা ডেল্টা,করোনা আক্রান্ত হলে বা সেরে গেলে কী কী করণীয়! বলছেন ডঃ শুভ্রজ্যোতি ভৌমিক
মরচে সরানোর জন্য একটি নরম কাপড় ব্যবহার করতে হবে। তবে কাপড়টির পরিষ্কার দিকই যেন ব্যবহার করা হয় সেদিকে নজর দিতে হবে। কারণ কাপড়ের মধ্যে দিয়ে মরচে যেন আবার জমে না যায় সে দিকে খেয়াল রাখতে হবে৷
আরও পড়ুন- PCOS-এ আক্রান্ত হলে ওজন বাড়তে থাকে মহিলাদের! কী খাবেন, কী খাবেন না? জানাচ্ছেন বিশেষজ্ঞরা
গরম জলে ধুয়ে নিতে হবে এবং পরিষ্কার কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে।
এরপর যদি মন চায়, তাহলে সবশেষে পরিষ্কারের জন্য একটি সিলভার ক্লথও ব্যবহার করতে পারি আমরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Silver