Silver polish : চির উজ্জ্বল! বাড়িতে কীভাবে রুপো পরিষ্কার করবেন জেনে নিন

Last Updated:

Silver polish : জেনে নেওয়া যাক কীভাবে আমরা রুপোর জিনিসের যত্ন নিতে পারি, বাড়িতেই তাকে ঘষে-মেজে ধরে রাখতে পারি চমক।

৭. কাস্টমাইজড গয়না তৈরি: নতুন ধরণের গয়না তৈরি করুন, অভিনবত্ব আনুন গয়নার ডিজাইন, স্টাইল আর উপকরণে। অনলাইনে ব্যবসা করুন। ৫ হাজার টাকায় এই ব্যবসা শুরু করতে পারবেন। এই ধরণের গয়না তৈরির উপকরণ সহজেই পাওয়া যায় এবং সস্তায়। কলকাতার বিভিন্ন হোলসেল বাজারে মিলবে এগুলি। পছন্দ মতো উপকরণ সংগ্রহ করে বাড়িতে বসে সহজেই বানিয়ে ফেলুন গয়না।
৭. কাস্টমাইজড গয়না তৈরি: নতুন ধরণের গয়না তৈরি করুন, অভিনবত্ব আনুন গয়নার ডিজাইন, স্টাইল আর উপকরণে। অনলাইনে ব্যবসা করুন। ৫ হাজার টাকায় এই ব্যবসা শুরু করতে পারবেন। এই ধরণের গয়না তৈরির উপকরণ সহজেই পাওয়া যায় এবং সস্তায়। কলকাতার বিভিন্ন হোলসেল বাজারে মিলবে এগুলি। পছন্দ মতো উপকরণ সংগ্রহ করে বাড়িতে বসে সহজেই বানিয়ে ফেলুন গয়না।
#নয়াদিল্লি: দোকান থেকে যখন কিনে আনা হয়, তখন তার জেল্লাই থাকে আলাদা। যে দিকে নজর পড়ুক, ঠিকরে পড়ে রুপোলি আলো। কিন্তু সুখ যেমন বেশি দিন থাকে না, তেমনই ওই আলোটাও এক সময়ে কমে যেতে যেতে একেবারে কালো হয়ে যায়।
আজ থেকে নয়, বরাবরই গয়না থেকে শুরু করে ঘর সাজানোর কোনও অ্যান্টিক জিনিসপত্র, সবেতেই রুপোর কদর রয়েছে৷ যুগ যুগ ধরে রুপোর জিনিস তার কদর কখনওই হারায়নি। কিন্তু রুপোর গয়না, মূর্তি, বাসনপত্র- সময়ের সঙ্গে সব কিছুর জৌলুস ও উজ্জ্বলতা হারিয়ে যায়। বাতাসে রুপো ও সালফারের মধ্যে রাসায়ানিক বিক্রিয়ার ফলে এটি হয়ে থাকে। তাই আমাদের পছন্দের রুপোর জিনিসটির চেহারা একই রকম ধরে রাখতে সেটা নিয়মিত পরিষ্কার করতে হবে এবং যত্ন করতে হবে। তবে রুপোর জিনিস পরিষ্কার করা মোটেও কঠিন কিছু নয়। যার জন্য শুধু সঠিক নিয়ম জানতে হবে। তাহলে এবার জেনে নেওয়া যাক কীভাবে আমরা রুপোর জিনিসের যত্ন নিতে পারি, বাড়িতেই তাকে ঘষে-মেজে ধরে রাখতে পারি চমক।
advertisement
খুব বেশি মরচে পড়ে গেলে রুপোর জলে জিনিসটা ধুইয়ে নিতে হবে। আবার বড় রুপোর জিনিস হলে নরম কাপড় অথবা পলিশিং কাপড়, পলিশিং ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। রুপোর জিনিসের উপরিতলের গ্লাভস, খবরের কাগজ দিয়ে পরিচর্যা করতে হবে।
advertisement
কী কী বিষয় মেনে চলতে হবে
সাবান জলে আমরা রুপোর জিনিস চুবিয়ে পরিষ্কার করতে পারি, জল লাগলে রুপোর উজ্জ্বলতা বাড়ে।
advertisement
প্রতিরোধ
কোনও অপরিষ্কার এবং বিবর্ণ রুপোর জিনিসের ক্ষেত্রে তা রুপোর জলে ধুয়ে নিতে হবে। এক্ষেত্রে রুপো পলিশ করার সময় গ্লাভস পড়ে নেওয়াই শ্রেয়।
রুপোর জিনিসের উপরিভাগে কাপড় বা ব্রাশ দিয়ে রুপোর পলিশ লাগিয়ে দুই মিনিট অপেক্ষা করতে হবে।
advertisement
মরচে সরানোর জন্য একটি নরম কাপড় ব্যবহার করতে হবে। তবে কাপড়টির পরিষ্কার দিকই যেন ব্যবহার করা হয় সেদিকে নজর দিতে হবে। কারণ কাপড়ের মধ্যে দিয়ে মরচে যেন আবার জমে না যায় সে দিকে খেয়াল রাখতে হবে৷
advertisement
গরম জলে ধুয়ে নিতে হবে এবং পরিষ্কার কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে।
এরপর যদি মন চায়, তাহলে সবশেষে পরিষ্কারের জন্য একটি সিলভার ক্লথও ব্যবহার করতে পারি আমরা।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Silver polish : চির উজ্জ্বল! বাড়িতে কীভাবে রুপো পরিষ্কার করবেন জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement