পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা PCOS আক্রান্ত হলে ঋতুচক্রে প্রভাব পড়ে। বহু মহিলাই আজকাল এই অসুখে আক্রান্ত হন। PCOS-এ আক্রান্ত অধিকাংশ মহিলাই স্থূলকায় হয়ে থাকেন। তাঁদের ডায়াবিটিস হওয়ার ঝুঁকিও বেশি থাকে। হরমোনাল ইমব্যালেন্স, ইনসুলিনে ঘাটতি ইত্যাদির জেরে ওজন কমাতেও কাল ঘাম ঝরাতে হয়। তবে পাশাপাশি ডায়েটেও নজর দিতে হয়। PCOS হলে কী কী ডায়েটে রাখা উচিত এবং কী কী উচিত নয় জানাচ্ছেন বিশেষজ্ঞরা-
৩) অ্যান্ডি অক্সিডেন্ট যুক্ত খাবার যেমন টাটকা ফল, সবজি, বাদাম. সশ্য ইত্যাদি খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শরীরে ইনসুলিনের মাত্রা ঠিক রাখে এই খাবার।
আয়ুর্বেদ অনুসারে, শরীরের রোগগুলি দোষের ভারসাম্যহীনতার কারণে হয়। টাইপ ১ ডায়াবেটিস বাত (বাতাস এবং বায়ু) এর ভারসাম্যহীনতার কারণে এবং টাইপ ২ ডায়াবেটিস অতিরিক্ত কফজনিত (জল এবং মাটি) দোষের কারণে ঘটে। এক্ষেত্রে কম চর্বিযুক্ত খাবার খাওয়া খুব গুরুত্বপূর্ণ। চায়ে আদা যোগ করলে শরীরে কফের পরিমাণ কম হয়।