Abhishek Banerjee: আজ আলিপুরদুয়ারে অভিষেক! বারুইপুরের পরে আজও থাকছে র্যাম্প-চমক, সরাসরি কথা চা-শ্রমিকদের সঙ্গে
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Satabdi Adhikary
Last Updated:
তৃণমূল সূত্রের খবর, রণ সংকল্প সভা থেকে সরাসরি তিন হাজার চা শ্রমিকদের সাথে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রশ্ন নেবেন তাঁদের থেকে, দেবেন উত্তর সভামঞ্চ থেকেই। চা বাগান এলাকায় বাচ্চাদের দেখাশোনার জন্য ক্রেশ ও স্বাস্থ্যকেন্দ্র নিয়ে উদ্যোগ নিয়েছিলেন অভিষেক। মালবাজারে চা শ্রমিক সমাবেশ থেকে পিএফ বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন।
উত্তরবঙ্গ: গত শুক্রবার কর্মভূমি দক্ষিণ ২৪ পরগণা থেকে ছাব্বিশের প্রচার পর্ব শুরু করে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সভার র্যাম্পে ‘ভূত’ দেখিয়ে প্রচারের প্রথম দিনই চমক দিয়েছেন৷ তারপর আজ, শনিবার তাঁর ‘চা-এ পে চর্চা৷’ দক্ষিণের রাজনৈতিক কর্মসূচি শুরু করে এবার সোজা উত্তরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মেগা সভা। গতবারের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভার কথা মাথায় রেখে রাজ্যের শাসকদলের তরফ থেকে এবারে যে উত্তরবঙ্গকে টার্গেট করা হবে তা বেশ বোঝা যাচ্ছে। সাম্প্রতিককালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার উত্তরবঙ্গ সফরে গেছেন। এবার যাচ্ছেন অভিষেক। আলিপুরদুয়ারে সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতা কর্মীদের পাশাপাশি চা বাগানে শ্রমিকদের সঙ্গে নিয়েই জনসভা করবেন তিনি।
advertisement
advertisement
শুক্রবারই সভার প্রস্তুতি খতিয়ে দেখেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ১টা নাগাদ আলিপুরদুয়ার শহর সংলগ্ন মাঝেরডাবরি চা-বাগানের মাঠে চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন সাংসদ। এদিনের সভায় জেলার ৬১টি চা-বাগানের শ্রমিকরা উপস্থিত থাকবেন। তাঁরা মঞ্চের একেবারে সামনে একটি গ্যালারিতে বসবেন। সেই গ্যালারির কাছে পৌঁছে যেতে তৈরি করা হয়েছে র্যাম্প। সেখান থেকে সরাসরি অভিষেক শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। বারুইপুরে কেন্দ্রীয় এবং নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করার পর আলিপুরদুয়ারের সভা থেকে তিনি কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে দলীয় নেতা কর্মীরা।
advertisement
তৃণমূল সূত্রের খবর, রণ সংকল্প সভা থেকে সরাসরি তিন হাজার চা শ্রমিকদের সাথে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রশ্ন নেবেন তাঁদের থেকে, দেবেন উত্তর সভামঞ্চ থেকেই। চা বাগান এলাকায় বাচ্চাদের দেখাশোনার জন্য ক্রেশ ও স্বাস্থ্যকেন্দ্র নিয়ে উদ্যোগ নিয়েছিলেন অভিষেক। মালবাজারে চা শ্রমিক সমাবেশ থেকে পিএফ বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন।
advertisement
আরও পড়ুন: মেশিনে স্ক্যান করেই বলে দিচ্ছে ‘বাংলাদেশী’! ভাইরাল উত্তরপ্রদেশ পুলিশের ভিডিও, শুরু বিতর্ক
২০১৯ লোকসভা, ২০২১ বিধানসভা, ২০২৪ লোকসভা চা বলয়ে ভাল ফল হয় বিজেপির। ধূপগুড়ি ও মাদারিহাট দুই বিধানসভা উপনির্বাচন তৃণমূল কংগ্রেস জিতলেও সামনের ভোটে চা বলয়ে ভালো ফল করতে আগ্রহী শাসক দল। এর আগে জনসংযোগ পর্ব চালালেও, লোকসভায় তেমন সুবিধা হয়নি তৃণমূলের। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি আসন হাতছাড়া হয় জোড়া ফুল শিবিরের। এবার চা বলয়ের বিধানসভা আসনে ভোট বাড়াতে চায় শাসকদল।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Jan 03, 2026 10:26 AM IST










