Shyamrupa Temple-Travel: গভীর জঙ্গলে রয়েছে জাগ্রত দেবীর মন্দির! পুজো দেওয়া, একদিনের ছোট্ট ঘোরাও হবে! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Shyamrupa Temple-Travel: এই মন্দিরে এলেই মন শান্ত হয়ে যাবে! ছোট্ট ছুটিতে একদিনের জন্য দারুণ জায়গা! জানুন কীভাবে আসবেন
পশ্চিম বর্ধমান : হাতে একদিন বা দু’দিন ছুটি থাকলে চলে আসুন জেলার এই মন্দিরে। এই মন্দির যেন গভীর জঙ্গলে লুকোনো এক প্রাচীন সম্পদ। ছোট্ট মন্দির পরিসর, তা সত্ত্বেও এর বিশালত্ব অনেক। এই মন্দিরকে কেন্দ্র করে একাধিক কীংবদন্তি কথা প্রচলিত রয়েছে। বলা হয় রাঢ়বঙ্গের রাজা ইছাই ঘোষের আরাধ্য দেবীর বসবাস এই মন্দিরে।
কাঁকসার গড় জঙ্গল। আর এই গড় জঙ্গলে রয়েছে দেবী শ্যামরূপার মন্দির। গভীর জঙ্গলের মাঝে অবস্থিত এই মন্দিরে দুর্গাপুজোর সময় বহু মানুষের ভিড় জমে। কিন্তু দুর্গাপুজো ছাড়াও যে কোনওদিন আপনি এই মন্দিরে যেতে পারেন। তাহলে খুব কাছে থেকে পাবেন দেবীর দর্শন।রয়েছে ভোগ প্রসাদ গ্রহণ করার সুযোগও। তাছাড়াও সবুজ গভীর জঙ্গলের মাঝে এই মন্দিরে পরিবেশ আপনাকে মুগ্ধ করে দেবে।
advertisement
advertisement
কীভাবে যাবেন এই মন্দিরে?
দেবী শ্যামরূপার মন্দির যেতে হলে আপনি দুর্গাপুর অথবা পানাগড় থেকে যেতে পারেন। যদি দুর্গাপুর থেকে যেতে চান, তাহলে আপনাকে দুর্গাপুর স্টেশন থেকে বাসে যেতে হবে মলানদিঘি।আর পানাগড় থেকে যেতে চাইলে আপনাকে বাস ধরে যেতে হবে ১১ মাইল বাসস্ট্যান্ড। তারপর সেখান থেকে টোটো বা অন্য গাড়ি ভাড়া করে পৌঁছতে হবে গভীর জঙ্গলের মাঝে অবস্থিত এই মন্দিরে।
advertisement
তবে এই মন্দিরে গেলে কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত সূর্য ডোবার আগেই এই মন্দির থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। কারণ এখানে রাত্রিবাসের কোনও সুযোগ নেই। রাত হলে গভীর জঙ্গলের রাস্তায় সমস্যায় পড়তে পারেন। যদি দেবীর শ্যামরূপাকে পুজো দিতে চান, তাহলে চেষ্টা করবেন সকাল সকাল মন্দিরে পৌঁছে যাওয়ার। দেবী শ্যামরূপার পদ্ম ফুল ভীষণ প্রিয়। তাই পুজো দিতে চাইলে এই ফুল নিয়ে যেতে ভুলবেন না।
advertisement
নয়ন ঘোষ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 08, 2024 9:06 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Shyamrupa Temple-Travel: গভীর জঙ্গলে রয়েছে জাগ্রত দেবীর মন্দির! পুজো দেওয়া, একদিনের ছোট্ট ঘোরাও হবে! জানুন