BJP MP: বিজেপি সাংসদের বিরুদ্ধে দুই রাজ্যে ভোটের অভিযোগ! অবস্থান স্পষ্ট করলেন রাকেশ সিনহা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
BJP MP: বিজেপি সাংসদ রাকেশ সিনহাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ, কয়েক মাস আগেই দিল্লিতে ভোট দিয়েছিলেন তিনি, আর এবার বিহারেও ভোট দিয়েছেন।
কলকাতাঃ বিজেপি সাংসদ রাকেশ সিনহাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ, কয়েক মাস আগেই দিল্লিতে ভোট দিয়েছিলেন তিনি, আর এবার বিহারেও ভোট দিয়েছেন। বিরোধীরা অভিযোগ তুলেছেন— একই ব্যক্তি দুই রাজ্যে ভোট দিলেন কী করে।
বিরোধী দলগুলির দাবি, এটি ভোট তালিকার গুরুতর অনিয়ম এবং নির্বাচন কমিশনের নজরদারি ব্যর্থতার প্রমাণ। সামাজিক মাধ্যমে “ভোট চুরি”-র অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস ও আরজেডি নেতৃত্ব।
advertisement
advertisement
এই অভিযোগের জবাবে রাকেশ সিনহা জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে দিল্লির ভোটার তালিকায় তাঁর নাম ছিল ঠিকই, তবে পরে তিনি নিজের ঠিকানা পরিবর্তন করে বিহারের বেগুসরাই জেলার মনসেরপুর গ্রামে ভোটার হিসেবে নাম তুলিয়েছেন। তাঁর দাবি, বিহারের রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণেই এই পরিবর্তন করেছেন তিনি।
राजनीति इतनी हल्की हो सकती है इसका अंदाजा मुझे नहीं था ।संविधान में आस्था रखने वालों पर सवाल करने वाले पर सवाल करने वालों को सौ बार सोच लेना चाहिए ।मेरा नाम दिल्ली के मतदाता सूची में था । बिहार की राजनीति में सक्रियता के कारण मैंने अपना नाम गाँव मनसेर पुर (बेगूसराय) करा लिया ।… https://t.co/jxPllpCpvT
— Prof Rakesh Sinha (@RakeshSinha01) November 6, 2025
advertisement
সোশ্যাল মিডিয়ায় (X)-এ তিনি লিখেছেন, “আমি ভাবিনি রাজনীতি এতটা নীচে নামতে পারে। যারা সংবিধানের প্রতি বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলে, তাদের শতবার ভাবা উচিত। আমার নাম দিল্লির ভোটার তালিকায় ছিল। কিন্তু বিহারের রাজনীতিতে সক্রিয় থাকার কারণে আমি আমার নাম পরিবর্তন করে মনসেরপুরে (বেগুসরাই) অন্তর্ভুক্ত করেছি। এই অভিযোগের জন্য কি আমার মানহানির মামলা করা উচিত নয়?”
advertisement
তিনি আরও জানান, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিজেপি সাংসদ সতর্ক করে বলেছেন, মিথ্যা প্রচারের জন্য তিনি শীঘ্রই মানহানির মামলা করার কথাও ভাবছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2025 11:51 PM IST

