Delhi Air Pollution: বায়ু দূষণে বিপর্যস্ত দিল্লি! ‘যুদ্ধকালীন তৎপরতা’র আহ্বান কংগ্রেস সাংসদ শশী থারুরের, সতর্কবার্তা চিকিৎসকদের
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Delhi Air Pollution: দূষণের ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমার নিজেরই এই উপসর্গগুলো দেখা দিচ্ছে! আশেপাশের অনেকের অবস্থাও একই। জাতীয় রাজধানীর বায়ু দূষণ রুখতে যুদ্ধকালীন তৎপরতা প্রয়োজন।”
নয়াদিল্লিঃ জাতীয় রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় বায়ু দূষণ চরম পর্যায়ে পৌঁছেছে। আকাশ ঢেকে গিয়েছে ধোঁয়াশায়, শ্বাস নিতে কষ্ট হচ্ছে সাধারণ মানুষের। দূষণের জেরে শহরজুড়ে বাড়ছে শ্বাসযন্ত্রের রোগ। হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা বেড়েছে উদ্বেগজনকভাবে।
পিজিআইএমইআর (PGIMER)-এর মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. পুলিন গুপ্তা জানিয়েছেন, “দূষণের কারণে আমাদের ওপিডি (OPD) এখন শ্বাসযন্ত্রের রোগীতে ঠাসা। ব্রঙ্কাইটিস, অ্যাজমার তীব্র আক্রমণ, এমনকি নাক-গলার সংক্রমণের রোগীও হঠাৎ বেড়ে গিয়েছে। ইএনটি ওপিডি-তেও ভিড় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।”
advertisement
advertisement
I already have all these symptoms myself! As do so many around me. We need to clean up the national capital’s air on a war footing. https://t.co/Wdbss9jUxg
— Shashi Tharoor (@ShashiTharoor) November 6, 2025
দূষণের ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমার নিজেরই এই উপসর্গগুলো দেখা দিচ্ছে! আশেপাশের অনেকের অবস্থাও একই। জাতীয় রাজধানীর বায়ু দূষণ রুখতে যুদ্ধকালীন তৎপরতা প্রয়োজন।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2025 11:08 PM IST

