শীতেও নিঃশব্দে ঘরে ঢুকে আসে সাপ...! এক শিশি সর্ষের তেলই যথেষ্ট, বাড়ি থেকে বিষধরদের দূরে রাখার ১০ মোক্ষম সস্তা উপায় জানুন!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Snake Tips and Tricks: শীতকাল মানেই কি সাপের উৎপাত থেকে মুক্তি? মোটেই নয়। মানুষ ঘরের ভিতরে, বাড়ির বাইরে, উঠোনে বা বাড়ির কোণাকাঞ্চিতে রাস্তায়, নদীতে সর্বত্র সাপের উপস্থিতি দেখে ভয় পায়। বর্ষার মেঘ কাটলেও এখনও সাপ সম্পর্কিত খবর ঘন ঘন আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে।
advertisement
advertisement
advertisement
গৌতম বুদ্ধ নগরের জেলা জনস্বাস্থ্য আধিকারিক ডাঃ অমিত কুমার তাঁর পরামর্শে ব্যাখ্যা করেন, "বর্ষায় যখন সাপের গর্ত জলে ভরে যায়, বা শীতে বাইরে ঠান্ডা বাড়তে থাকলে সাপ নিরাপদ স্থানের সন্ধানে গৃহস্থের বাড়িতে ঢুকে আসে। অনেক ক্ষেত্রেই সাপ বাড়ি ও আশপাশের ফাটল, আবর্জনা বা আবর্জনার স্তূপ এবং বাড়ির কোনও বন্ধ ঘরে প্রবেশ করার চেষ্টা করে।"
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
৫. যদি আপনি বাড়ির নীচের তলায় বা দোতলায় থাকেন, তাহলে আপনার জানালা এবং দরজা খোলা রাখবেন না, বিশেষ করে শীত ও বর্ষায়। এতে সাপ এবং অন্যান্য পোকামাকড়, মশা এবং মাছি সহজে বাড়িতে প্রবেশ করতে পারবে না। এছাড়াও, জানালা এবং দরজায় পর্দা লাগানো জরুরি। বায়ুচলাচল বা বাড়ির নিষ্কাশন পাইপের কাছে সূক্ষ্ম জালি লাগানো বিশেষভাবে উপকারী।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
