Valentine's Day Make Up: প্রেমের লাল রঙে নিজেকে সাজান, আপনার ঠোঁট থেকে সঙ্গীর নজর সরতে দেবে না এই রঙের লিপস্টিক
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Different shades of Red Lipstick: যারা এখনও গাঢ় লাল রঙের লিপস্টিক নিয়ে স্বচ্ছন্দ নন তাদের জন্য এই ব্রিক রেড সেরা বিকল্প।
#নয়াদিল্লি: ভ্যালেন্টাইন্স ডে ঠিক (Valentine's Day 2022) দোরগোড়ায়। বছরের প্রতিদিনই প্রেমের দিন, তবু কাছের মানুষকে বিশেষ করে ভালোবাসার কথা বলতে এই উপলক্ষ্যই বা কম কীসের? মনের মানুষকে আলিঙ্গন আর চুম্বনে ভরিয়ে তোলার দিন এসে গিয়েছে। আর ভ্যালেন্টাইন্স ডে তে কী করবেন সেই পরিকল্পনা করার সময় সবার আগে ভাবতে হবে কী পোশাক পরবেন, কীভাবে সাজবেন (Valentine's Day Make Up)?
ভ্যালেন্টাইন্স ডে মানে আকাশে বাতাসে ভালোবাসার গন্ধ। সুতরাং আপনার সাজকেও হতে হবে মানানসই। হালকা অথচ নজরকাড়া মেকআপ (Valentine's Day Make Up) দরকার আপনার। প্রেমের দিনে লাল লিপস্টিক এবং স্মোকি আই অবধারিত। প্রেমের রঙ তো লাল, তাই গাঢ় লাল লিপস্টিকের নানান শেড (Valentine's Day Make Up) বেছে নিতে পারেন।
advertisement
advertisement
লাল রঙের মজাটাই হল একাধিক শেডের মাধ্যমে নিজেকে সাজাতে পারেন। শুধুমাত্র ক্লাসিক লাল শেড নয় আপনার ত্বকের রঙ, পোশাক এবং আরও অনেক কিছুর সঙ্গে যায় এমন লাল লিপস্টিক (Valentine's Day Make Up) বেছে নিন ভ্যালেন্টাইন্স ডের সাজের জন্য।
advertisement
অ্যাপেল রেড
এই শেডের লিপস্টিক আপনাকে যে কোনও সাজেই অনন্য করে তুলবে। পিকনিক হোক বা ঘরোয়া পার্টি, মিনি ড্রেসের সঙ্গে এই শেডের লিপস্টিক পরতে পারেন।
ব্লাশ রেড
ব্লাশ রেড শেড এমন একটি চমৎকার রঙ যেটা ঠোঁটকে আরও মহময়ী করে তোলে।

মেরলট
রেড ওয়াইনের মতো লাল মেরলট ভীষণ সুন্দর একটি লিপস্টিকের রঙ। যদি রোম্যান্টিক ক্যান্ডেললাইট ডিনারে যেতে চান তবে আপনি এই শেডের লিপস্টিক পরতে পারেন।
advertisement
রোজ রেড
যদি চান আপনার ঠোঁট থেকে আপনার সঙ্গীর নজরই না সরুক তাহলে এই রঙের লিপস্টিক পরতে পারেন চোখ বন্ধ করে। রোজ রেড লিপস্টিকের শেড যেকোনও পোশাকের সঙ্গেই মানানসই। যেকোনও সাজকেই জমকালো করে তুলতে পারে এই শেড।

ব্রিক রেড
ব্রিক রেড হল লাল এবং বাদামী রঙের মধ্যের শেড। যারা এখনও গাঢ় লাল রঙের লিপস্টিক নিয়ে স্বচ্ছন্দ নন তাদের জন্য এই ব্রিক রেড সেরা বিকল্প। ক্লাসিক বাদামী শেডের ছোঁয়াও রইল আবার প্রেমের লাল রঙেও ডুবতে পারবেন একইসঙ্গে৷
advertisement
স্কারলেট
ঠোঁট যদি ভারী হয় তাহলে আপনি বেছে নিতে পারেন স্কারলেট লাল রঙের শেডের লিপস্টিক।

স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 12, 2022 9:10 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentine's Day Make Up: প্রেমের লাল রঙে নিজেকে সাজান, আপনার ঠোঁট থেকে সঙ্গীর নজর সরতে দেবে না এই রঙের লিপস্টিক

