Viral: Russian dog Monika : চার পা-ই কেটে দিয়েছিল কেউ, কৃত্রিম অঙ্গ পেয়ে নতুন জীবনে ছোট্ট মনিকা

Last Updated:

Viral: Russian dog Monika : কেউ জানেন না তার এই অবস্থা কী করে হয়েছিল৷ তবে অনুমান, পৈশাচিক নৃসংসতায় কেউ তার চারটে পা-ই কেটে নিয়েছিল৷

রাশিয়ার কুকুর মনিকা (Russian dog Monika) তৈরি তার নতুন জীবনের জন্য৷ অর্থবহুল এবং জটিল অস্ত্রোপচারের পর তার শরীরে এখন বসানো হয়েছে দু’ জোড়া কৃত্রিম পা (prosthetic titanium paws )৷ অস্ত্রোপচারের দু’ সপ্তাহ পর এখনও বেশ ক্লান্ত এবং দুর্বল ৷ তবে চার পায়ে উঠে দাঁড়াতে পারছে দিব্যি (Russian dog Monika is getting back to a new life )৷
দু’ থেকে চার বছর বয়সি মনিকাকে সঙ্কটজনক অবস্থায় পাওয়া গিয়েছিল দক্ষিণ রাশিয়ার ক্রাসনোডর শহরের কাছে এক জঙ্গলে৷ তার চারটি পা-ই ছিল না শরীরে৷ কেউ জানেন না তার এই অবস্থা কী করে হয়েছিল৷ তবে অনুমান, পৈশাচিক নৃসংসতায় কেউ তার চারটে পা-ই কেটে নিয়েছিল৷
আরও পড়ুন : গভীর জঙ্গলে দু’টি জিপের মাঝে ৬ টি বাঘ একসঙ্গে! রণদীপ হুডার পোস্ট করা ভিডিও দেখে শিহরিত সোশ্যাল মিডিয়া
মনিকা অবস্থা হতেই পারত আর পাঁচটা অসহায় পথকুকুরের মতো৷ তিল তিল করে ঘনিয়ে আসত তার মৃত্যু৷ কিন্তু হল না আলা লিওনকিনার দৌলতে৷ ক্রাসনোডর শহরের বাসিন্দা আলা এক জন পশুপ্রেমী৷ তিনি মনিকাকে উদ্ধার করে নিয়ে যান নিজের বাড়িতে৷ তার পর এক বছর ধরে আলা এবং তাঁর এক বন্ধু দেখভাল করেন মনিকার৷
advertisement
advertisement
আরও পড়ুন : তরুণের হাতেই বিস্ফোরণ স্মার্টফোনে! জ্বলে উঠল দাউদাউ আগুন, দেখুন রোমহর্ষক ভিডিও
এই অবস্থায় আলা জানতে পারেন সের্গেই গোর্শকোভের কথা৷ সাইবেরিয়া প্রদেশের নোভোসিবির্স্ক শহরের বাসিন্দা সের্গেই একজন পশুচিকিৎসক৷ প্রায় ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে মনিকাকে নিয়ে আলা পৌঁছন সের্গেইয়ের কাছে৷ বিমানে আলাপ পাশেই বসে ছিল আহত মনিকা৷ তার পর সের্গেইয়ের তত্বাবধানে শুরু হয় দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রক্রিয়া ও জটিল অস্ত্রোপচারের প্রস্তুতি৷
advertisement
আরও পড়ুন : আকাশ থেকে নেমে এল বিশালাকার সাপ ! আতঙ্কে জনতা, ভাইরাল ভিডিও শিহরণ জাগাবে
সের্গেই জানান, তিনি এর আগে প্রায় ৩০ টি বিড়ালের ক্ষেত্রে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করেছেন৷ কিন্তু এই প্রথম কোনও কুকুরের দেহে চারটি কৃত্রিম পা যুক্ত করলেন৷ তাঁর কথায়, মনিকার সুস্থ হয়ে ওঠার পিছনে ভাগ্য এবং অভিজ্ঞতা, দুই-ই কাজ করেছে৷
advertisement
মনিকার চিকিৎসা ও অস্ত্রোপচারের পিছনে বিপুল অঙ্কের অর্থ ব্যয় হয়েছে৷ তার বড় অংশই এসেছে ক্রাউড ফান্ডিং থেকে৷ এমনকি, কৃত্রিম অঙ্গ টাইটানিয়াম লেগ-এর খরচও যোগান দিয়েছে ক্রাউড ফান্ডিং৷ চিকিৎসক সের্গেই জানিয়েছেন, মনিকার শরীরে হাড়ের অংশ বৃদ্ধি পাবে৷ তার পর সে কৃত্রিম পায়ের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে৷ নিজের পায়ে হেঁটেই ফিরতে পারবে বাড়িতে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral: Russian dog Monika : চার পা-ই কেটে দিয়েছিল কেউ, কৃত্রিম অঙ্গ পেয়ে নতুন জীবনে ছোট্ট মনিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement