Relationship : সম্পর্কে একঘেয়েমি? এই ছোট ছোট কাজে নিজেদের মধ্যে ফিরিয়ে আনুন হারিয়ে যাওয়া আকর্ষণ

Last Updated:

Relationship :ভালবাসাই সম্পর্ককে বাঁচিয়ে রাখে৷ তাকে একঘেয়ে হয়ে যেতে দেয় না৷ শ্রদ্ধা ও সম্মানের মতো ভালবাসা পেতেও আকুল হয় নারী পুরুষ নির্বিশেষ মন৷ সেই অনুভূতি দিয়েই সম্পর্ককে রাখুন চিরসবুজ

মানুষের আবেগের অন্যতম শ্রেষ্ঠ অনুভূতি হল ভালবাসা৷ সব বেড়াজাল চূর্ণ করে দেয় এই অনুভূতি (feelings of love)৷ ভালবাসাই সম্পর্ককে বাঁচিয়ে রাখে৷ তাকে একঘেয়ে হয়ে যেতে দেয় না৷ শ্রদ্ধা ও সম্মানের মতো ভালবাসা পেতেও আকুল হয় নারী পুরুষ নির্বিশেষ মন৷ সেই অনুভূতি দিয়েই সম্পর্ককে রাখুন চিরসবুজ (Revive the charm in your relationship with these small changes)৷
কাজ তুচ্ছ হলেও প্রশংসা করুন-
প্রশংসা পেতে ভাল লাগে সকলেরই৷ তাই জীবনঙ্গীর ছোট ছোট কাজেরও প্রশংসা করুন৷ প্রশংসাসূচক কথায় তিনি পরবর্তীতেও এই ধরনের কাজ করার উৎসাহ পাবেন৷
advertisement
প্রেম, লিভ ইন বা বিয়ে, যা-ই হোক না কেন সম্পর্কের স্টেটাস, সঙ্গীকে অযথা নিয়মকানুনে বেঁধে ফেলবেন না৷ তিনি নিজের বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চাইলে বাধা দেবেন না৷ অযথা তাঁর উপর বেশি অধিকারবোধ খাটাতে গেলে তাঁকে ভাল করে চিনতেই পারবেন না৷
advertisement
আবেগের ভরসাস্থল-
সঙ্গীর আবেগের ভরসাস্থল হয়ে উঠুন৷ ভেবে দেখুন আপনার সঙ্গী কি জীবনের কোনও মুহূর্তে মানসিকভাবে ভেঙে পড়েছেন? তাঁর দুশ্চিন্তা ও উদ্বেগে কারণগুলি চিনুন৷ তিনি যেন এটা জানেন যে বিপদে আপনি তাঁর পাশে আছেন৷ এতে বরং তিনি অনেকটা নিশ্চিন্ত বোধ করবেন৷ আপনাদের সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হয়ে উঠবে৷
advertisement
সমস্যা শুনে শুধুই উপদেশ দেওয়া নয়৷ বরং, তাঁর কাছে বসে মন দিয়ে সমস্যা শুনুন৷ মাঝে মাঝে সঙ্গীর সমস্যা মন দিয়ে শুনলেও একে অপরের প্রতি আস্থা বেড়ে ওঠে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationship : সম্পর্কে একঘেয়েমি? এই ছোট ছোট কাজে নিজেদের মধ্যে ফিরিয়ে আনুন হারিয়ে যাওয়া আকর্ষণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement