Shape of Nails : নখ দিয়ে যায় মানুষ চেনা, নখের আকৃতিই বলে দেয় মানুষের ব্যক্তিত্ব

Last Updated:

জানেন কি নখের গড়ন আপনার ব্যক্তিত্ব নিয়ে অনেক কথাই বলে (Shape of Nails reveal ones personality)

কোনও ব্যক্তিকে প্রথম বার দেখলে তাঁর নখের দিকে (Shape of Nails) খুব বেশি চোখ পড়ে না৷ কিন্তু জানেন কি নখের গড়ন আপনার ব্যক্তিত্ব নিয়ে অনেক কথাই বলে (Shape of Nails reveal ones personality)৷
চৌকো ডিম্বাকৃতি নখ-
এরকম নখ হলে তিনি খুব উচ্চাকাঙ্খী হন৷ সব সময় প্রশ্রয় দেন সদর্থক চিন্তাভাবনাকে৷ এরকম নখ যাঁদের হয়, তাঁরা খুব বেশি পরীক্ষানিরীক্ষা করেন না৷ কিন্তু জীবনে আভিজাত্য বজায় রাখতে ভালবাসেন৷
advertisement
advertisement
এই ধরনের নখ থাকলে তিনি খুব অনন্য এবং সৃষ্টিশীল স্বভাবের হন৷
স্টিলেট্টো নখ-
এই ধরনের নখ হলে তিনি খুব সাহসী ব্যক্তিত্বের অধিকারী হন৷ তাঁরা চ্যালেঞ্জ নিতে ভালবাসেন৷
আমন্ড বা আখরোট আকৃতি নখ-
নখের আকার এরকম হলে সেই ব্যক্তিত্ব বিস্তৃত কল্পনাশক্তির অধিকারী হন৷ অন্যান্যদের প্রতি তিনি খুবই দায়িত্ববান আচরণ পালন করেন৷ তবে একইসঙ্গে তাঁরা খুবই রগচটা স্বভাবের হন৷ রাগলে তাঁরা ভয়ঙ্কর হয়ে ওঠেন৷
advertisement
নখের আকার গোলাকৃতি হলে তাঁদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি খুব সদর্থক হয়৷ তাঁদের মনও খুব প্রসারিত৷ সাধারণত তাঁরা স্বাধীনচেতা এবং কোনও কিছু খুব তাড়াতাড়ি শিখে নিতে পারেন৷
সি অক্ষরের মতো কার্ভড নখ -
advertisement
এ ধরনের নখ কঠোর পরিশ্রমী মানসিকতার লক্ষণ৷ এ ধরনের মানুষ এক সময় বহু চ্যালেঞ্জ পাড়ি দিয়েছেন৷ সাহসী স্বভাবের এই ব্যক্তিত্ব কাজের প্রতি একনিষ্ঠ হন৷
চওড়া ও চৌকো নখের মানুষ খুব সিরিয়াস স্বভাবের হন৷ তবে অন্যদিকে তাঁরা খুবই অনমনীয়৷ কিন্তু তাঁরা যদি কম একবগ্গা হন, তাহলে জীবন অনেকটা মসৃণ হয়ে ওঠে তাঁদের কাছে৷
advertisement
তরবারি আকৃতি নখ -
এ ধরনের নখ যাঁদের হয়, তাঁরা খুবই উচ্চাকাঙ্খী হন৷ এবং নিজেদের লক্ষ্যপূরণের জন্য যে কোনও দূরত্ব পাড়ি দিতে পারেন৷ পৌঁছতে পারেন যে কোনও উচ্চতায়৷ এই ব্যক্তিত্বের মানুষ রিল্যাক্স করতে ভালবাসেন৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Shape of Nails : নখ দিয়ে যায় মানুষ চেনা, নখের আকৃতিই বলে দেয় মানুষের ব্যক্তিত্ব
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement