কোনও ব্যক্তিকে প্রথম বার দেখলে তাঁর নখের দিকে (Shape of Nails) খুব বেশি চোখ পড়ে না৷ কিন্তু জানেন কি নখের গড়ন আপনার ব্যক্তিত্ব নিয়ে অনেক কথাই বলে (Shape of Nails reveal ones personality)৷
চৌকো ডিম্বাকৃতি নখ-
এরকম নখ হলে তিনি খুব উচ্চাকাঙ্খী হন৷ সব সময় প্রশ্রয় দেন সদর্থক চিন্তাভাবনাকে৷ এরকম নখ যাঁদের হয়, তাঁরা খুব বেশি পরীক্ষানিরীক্ষা করেন না৷ কিন্তু জীবনে আভিজাত্য বজায় রাখতে ভালবাসেন৷
আরও পড়ুন : বিরিয়ানি, কোর্মার সুস্বাদু হয় বেরেস্তার গুণে, জেনে নিন মুচমুচে বেরেস্তার টিপস
তীক্ষ্ণ নখ-
এই ধরনের নখ থাকলে তিনি খুব অনন্য এবং সৃষ্টিশীল স্বভাবের হন৷
স্টিলেট্টো নখ-
এই ধরনের নখ হলে তিনি খুব সাহসী ব্যক্তিত্বের অধিকারী হন৷ তাঁরা চ্যালেঞ্জ নিতে ভালবাসেন৷
আমন্ড বা আখরোট আকৃতি নখ-
নখের আকার এরকম হলে সেই ব্যক্তিত্ব বিস্তৃত কল্পনাশক্তির অধিকারী হন৷ অন্যান্যদের প্রতি তিনি খুবই দায়িত্ববান আচরণ পালন করেন৷ তবে একইসঙ্গে তাঁরা খুবই রগচটা স্বভাবের হন৷ রাগলে তাঁরা ভয়ঙ্কর হয়ে ওঠেন৷
আরও পড়ুন : হলদেটে দাঁত ধবধবে সাদা করে তুলুন বাড়িতেই, নিয়মিত খান এই ফলগুলি
গোলাকৃতি নখ -
নখের আকার গোলাকৃতি হলে তাঁদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি খুব সদর্থক হয়৷ তাঁদের মনও খুব প্রসারিত৷ সাধারণত তাঁরা স্বাধীনচেতা এবং কোনও কিছু খুব তাড়াতাড়ি শিখে নিতে পারেন৷
সি অক্ষরের মতো কার্ভড নখ -
এ ধরনের নখ কঠোর পরিশ্রমী মানসিকতার লক্ষণ৷ এ ধরনের মানুষ এক সময় বহু চ্যালেঞ্জ পাড়ি দিয়েছেন৷ সাহসী স্বভাবের এই ব্যক্তিত্ব কাজের প্রতি একনিষ্ঠ হন৷
আরও পড়ুন : পোশাক থেকে কসমেটিক্সের দাগ উঠতেই চাইছে না? রইল সহজ ঘরোয়া সমাধান
চৌকোকৃতি নখ -
চওড়া ও চৌকো নখের মানুষ খুব সিরিয়াস স্বভাবের হন৷ তবে অন্যদিকে তাঁরা খুবই অনমনীয়৷ কিন্তু তাঁরা যদি কম একবগ্গা হন, তাহলে জীবন অনেকটা মসৃণ হয়ে ওঠে তাঁদের কাছে৷
তরবারি আকৃতি নখ -
এ ধরনের নখ যাঁদের হয়, তাঁরা খুবই উচ্চাকাঙ্খী হন৷ এবং নিজেদের লক্ষ্যপূরণের জন্য যে কোনও দূরত্ব পাড়ি দিতে পারেন৷ পৌঁছতে পারেন যে কোনও উচ্চতায়৷ এই ব্যক্তিত্বের মানুষ রিল্যাক্স করতে ভালবাসেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nails