Relationship: স্বামীকে হানিমুনে খুন করে সোনম, আপনি সম্পর্কে ভালো আছেন তো? সম্পর্কের 'রেড ফ্ল্যাগ' গুলো কীভাবে চিনবেন? জানাচ্ছেন বিশিউষ্ট
- Published by:Rukmini Mazumder
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে - 'সোনম বেওয়াফা হ্যায়'! সব জায়গায় একই প্রশ্ন, এত কিছু কীভাবে ঘটে গেল? অনেকের মনেই এখন বৈবাহিক সম্পর্ক নিয়ে ভীতির জন্ম নিয়েছে
নয়া দিল্লি: ইনদওরের রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে গোটা দেশ জুড়ে শোরগোল। মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার হয়েছিল নববিবাহিত রাজার। খোঁজ মিলছিল না নববধূ সোনমের। কিন্তু চলতি সপ্তাহে সোনমের খোঁজ মেলার পর থেকেই ঘটনার মোড় ঘুরে যায়। নিজের প্রেমিকের সঙ্গে মিলে স্বামী রাজাকে খুনের অভিযোগে বিদ্ধ হয়েছে সোনম। তদন্তে উঠে আসা তথ্য সামনে আসতেই ঘটনার বীভৎসতায় শিউরে উঠেছেন গোটা দেশের মানুষ।
তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে – ‘সোনম বেওয়াফা হ্যায়’! সব জায়গায় একই প্রশ্ন, এত কিছু কীভাবে ঘটে গেল? অনেকের মনেই এখন বৈবাহিক সম্পর্ক নিয়ে ভীতির জন্ম নিয়েছে। কীভাবে বিবাহের মতো সম্পর্ক সমাজে এত দুর্বল হয়ে গেল যে একজন স্ত্রী তার স্বামীকে হত্যা করতেও পিছপা হচ্ছে না। আর রাজা কি আদৌ আঁচ পাননি যে, পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে? কীভাবে তিনি সদ্য তৈরি হওয়া রিলেশনশিপের ‘রেড ফ্ল্যাগ’-টাও বুঝতে পারলেন না? বর্তমানে এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছে অধিকাংশ মানুষের মনে।
advertisement
সম্পর্কের ‘রেড ফ্ল্যাগ’:
advertisement
১৫ বছর ধরে রিলেশনশিপ কোচ হিসেবে কাজ করছেন অভিষেক দুবে। তিনি বলেন, মাঝে মাঝেই সম্পর্কের ‘রেড ফ্ল্যাগ’-গুলি যেন বেরিয়ে আসতে থাকে। তবে আমরা সেগুলি দেখতে পাই না। অভিষেকের আরও বক্তব্য, বিয়ের আগেও অবশ্য এই রেড ফ্ল্যাগগুলি প্রকাশ পায়। জানা গিয়েছে যে, সোনম নিজের স্বামীর সঙ্গে কথা বলতে চাইতেন না। আর এটাই তো সবথেকে বড় রেড ফ্ল্যাগ। স্বামী রাজার সঙ্গে আলাপ-আলোচনা না করেই শিলংয়ে মধুচন্দ্রিমার পরিকল্পনা করাটাও কিন্তু একটা ইঙ্গিত ছিল।
advertisement
সঙ্গীর সঙ্গে খোলামেলা ভাবে আলাপ-আলোচনা:
অভিষেক বলেন যে, সোনম-রাজার বিয়ের আগের বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, সোনম এই বিয়েতে একেবারেই খুশি ছিলেন না। এটি একটি স্পষ্ট ইঙ্গিত এবং রেড ফ্ল্যাগও বটে! আর এই আভাসটুকুই বিয়েটা বন্ধ করা দেওয়ার জন্য যথেষ্ট ছিল। যদি বিবাহযোগ্য দু’জন ব্যক্তির মধ্যে আলাপ-আলোচনা কিংবা মিলমিশ না হয়, তাহলে বিয়ের সিদ্ধান্ত কখনওই নেওয়া উচিত নয়।
advertisement
সম্পর্কের ক্ষেত্রে সমতা বজায় রাখা আবশ্যক:
সম্পর্কের মধ্যে থাকা দুই সঙ্গীর মধ্যে সমতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ নিজের সঙ্গীকে দমন অথবা তাঁর উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করেন, তাহলে এটিও কিন্তু বিপদ-সঙ্কেত! আলাপ-আলোচনা করে এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমেই প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।
অভিষেক দুবে আরও বলেন, ” কিছু বিষয় মাথায় রাখলে আমরা অনায়াসে বিপদ থেকে মুক্তি পেতে পারি। আসলে নিজেদের চারপাশে ঘটে যাওয়া প্রতিটি ছোট ঘটনা মূল্যায়ন করেই যে কোনও পদক্ষেপ করা উচিৎ। সম্পর্কে কোনও ভুল দেখলেই সঙ্গে সঙ্গে সেটা নিয়ে সঙ্গীর সঙ্গে আলোচনা করা আবশ্যক। এটাই সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর করবে।”
advertisement
Keywords:
Original Link:
https://hindi.news18.com/news/uttar-pradesh/jhansi-raja-raghuvanshi-murder-case-ignoring-red-flags-in-relationships-is-dangerous-know-experts-advice-local18-ws-kl-9299594.html
Written By: Upasana
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2025 8:36 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationship: স্বামীকে হানিমুনে খুন করে সোনম, আপনি সম্পর্কে ভালো আছেন তো? সম্পর্কের 'রেড ফ্ল্যাগ' গুলো কীভাবে চিনবেন? জানাচ্ছেন বিশিউষ্ট