AI Model Pandal : এবার পুজো মণ্ডপেও নিজের খেলা দেখাবে 'এআই'! বলিউডের শিল্পী গড়ে তুলছেন প্যান্ডেল! না দেখলে বড় মিস

Last Updated:

AI Model Pandal : সিনেমার সেট থেকে এবার পুজো মণ্ডপে! বলিউডের জনপ্রিয় ফিল্ম সেট মেকার সুশীল বিশ্বাস এবার গড়ছেন শিলিগুড়ির অন্যতম বিগ বাজেটের কালীপুজো মণ্ডপ।

+
এআই

এআই মডেলে ‘কাল্পনিক শিব মন্দির’ 

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : সিনেমার সেট থেকে এবার পুজো মণ্ডপে! বলিউডের জনপ্রিয় ফিল্ম সেট মেকার সুশীল বিশ্বাস এবার গড়ছেন শিলিগুড়ির অন্যতম বিগ বাজেটের কালীপুজো মণ্ডপ। বনগাঁর এই শিল্পী দীর্ঘদিন ধরে বলিউডে অসংখ্য পরিচিত সিনেমার সেট তৈরি করেছেন। এবার সেই অভিজ্ঞতাই কাজে লাগাচ্ছেন শিলিগুড়ির তরুণ সংঘের ৭১ তম বর্ষের কালীপুজোয়।
এই বছর পুজোর থিম ‘কাল্পনিক শিব মন্দির’। যা তৈরি হচ্ছে একেবারে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায়, এআই মডেলের নকশা অনুসারে। সিনেমার সেটের মতো নিখুঁত সাজসজ্জা, নানান আলোছায়ার খেলা আর সৃজনশীল কাঠামোয় মণ্ডপটি হয়ে উঠছে যেন এক জীবন্ত কল্পলোক। প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই বিশাল মণ্ডপ।
আরও পড়ুন : পুরুলিয়ার মৃৎশিল্পীদের হাতে তৈরি দীপাবলির এই বিশেষ প্রদীপ! লাগামছাড়া চাহিদা দেখে অবাক হবেন
পুরো মণ্ডপ সেজে উঠবে চন্দননগরের বিশেষ আলোকসজ্জায়। যা পুজোর আবহে এনে দেবে সিনেমার পর্দার জাদু। অন্যদিকে, দুর্গাপুর থেকে আসছে প্রতিমা, যেখানে দেবী কালী থাকবেন দুর্গা রূপে, শক্তি ও মাতৃত্বের প্রতীক হয়ে। পুজো চলাকালীন থাকবে নানান সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান, আর দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বসানো হবে সিসি ক্যামেরা। থাকবে একশোরও বেশি ভলান্টিয়ার।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্লাব সদস্য উত্তম সিনহা জানিয়েছেন, আমাদের এই মণ্ডপ এবার মন ছুঁয়ে যাবে শহরবাসীর। ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি। প্রত্যেকবারের মতোই মন ছুঁয়ে যাবে দর্শনার্থীদের। সিনেমার পর্দায় যে জাদু তিনি এতদিন ধরে সৃষ্টি করেছেন, এবার সেই জাদুই নেমে আসছে শিলিগুড়ির পুজো মণ্ডপে।
advertisement
ফিল্ম সেটের কারিগরি, আলোছায়ার খেলা আর আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে তরুণ সংঘের কালীপুজো হয়ে উঠছে এক নতুন অভিজ্ঞতা। শুধু ধর্মীয় উৎসব নয়, এটি হয়ে উঠছে শিল্প, সৃজন আর প্রযুক্তির এক মেলবন্ধন। বলিউডের হাতের ছোঁয়ায় এবারের পুজোয় শিলিগুড়ি প্রস্তুত এক ‘রিয়েল-লাইফ সিনেমা’ দেখতে। যেখানে দর্শনার্থীরা হয়ে উঠবেন সেই সিনেমার অংশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
AI Model Pandal : এবার পুজো মণ্ডপেও নিজের খেলা দেখাবে 'এআই'! বলিউডের শিল্পী গড়ে তুলছেন প্যান্ডেল! না দেখলে বড় মিস
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement