AI Model Pandal : এবার পুজো মণ্ডপেও নিজের খেলা দেখাবে 'এআই'! বলিউডের শিল্পী গড়ে তুলছেন প্যান্ডেল! না দেখলে বড় মিস
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
AI Model Pandal : সিনেমার সেট থেকে এবার পুজো মণ্ডপে! বলিউডের জনপ্রিয় ফিল্ম সেট মেকার সুশীল বিশ্বাস এবার গড়ছেন শিলিগুড়ির অন্যতম বিগ বাজেটের কালীপুজো মণ্ডপ।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : সিনেমার সেট থেকে এবার পুজো মণ্ডপে! বলিউডের জনপ্রিয় ফিল্ম সেট মেকার সুশীল বিশ্বাস এবার গড়ছেন শিলিগুড়ির অন্যতম বিগ বাজেটের কালীপুজো মণ্ডপ। বনগাঁর এই শিল্পী দীর্ঘদিন ধরে বলিউডে অসংখ্য পরিচিত সিনেমার সেট তৈরি করেছেন। এবার সেই অভিজ্ঞতাই কাজে লাগাচ্ছেন শিলিগুড়ির তরুণ সংঘের ৭১ তম বর্ষের কালীপুজোয়।
এই বছর পুজোর থিম ‘কাল্পনিক শিব মন্দির’। যা তৈরি হচ্ছে একেবারে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায়, এআই মডেলের নকশা অনুসারে। সিনেমার সেটের মতো নিখুঁত সাজসজ্জা, নানান আলোছায়ার খেলা আর সৃজনশীল কাঠামোয় মণ্ডপটি হয়ে উঠছে যেন এক জীবন্ত কল্পলোক। প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই বিশাল মণ্ডপ।
আরও পড়ুন : পুরুলিয়ার মৃৎশিল্পীদের হাতে তৈরি দীপাবলির এই বিশেষ প্রদীপ! লাগামছাড়া চাহিদা দেখে অবাক হবেন
পুরো মণ্ডপ সেজে উঠবে চন্দননগরের বিশেষ আলোকসজ্জায়। যা পুজোর আবহে এনে দেবে সিনেমার পর্দার জাদু। অন্যদিকে, দুর্গাপুর থেকে আসছে প্রতিমা, যেখানে দেবী কালী থাকবেন দুর্গা রূপে, শক্তি ও মাতৃত্বের প্রতীক হয়ে। পুজো চলাকালীন থাকবে নানান সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান, আর দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বসানো হবে সিসি ক্যামেরা। থাকবে একশোরও বেশি ভলান্টিয়ার।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্লাব সদস্য উত্তম সিনহা জানিয়েছেন, আমাদের এই মণ্ডপ এবার মন ছুঁয়ে যাবে শহরবাসীর। ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি। প্রত্যেকবারের মতোই মন ছুঁয়ে যাবে দর্শনার্থীদের। সিনেমার পর্দায় যে জাদু তিনি এতদিন ধরে সৃষ্টি করেছেন, এবার সেই জাদুই নেমে আসছে শিলিগুড়ির পুজো মণ্ডপে।
advertisement
ফিল্ম সেটের কারিগরি, আলোছায়ার খেলা আর আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে তরুণ সংঘের কালীপুজো হয়ে উঠছে এক নতুন অভিজ্ঞতা। শুধু ধর্মীয় উৎসব নয়, এটি হয়ে উঠছে শিল্প, সৃজন আর প্রযুক্তির এক মেলবন্ধন। বলিউডের হাতের ছোঁয়ায় এবারের পুজোয় শিলিগুড়ি প্রস্তুত এক ‘রিয়েল-লাইফ সিনেমা’ দেখতে। যেখানে দর্শনার্থীরা হয়ে উঠবেন সেই সিনেমার অংশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
October 16, 2025 10:44 PM IST