West Medinipur News: ব্রিটিশ সময়ে মেদিনীপুরের মানুষ জল পেত এখান থেকে, স্থাপত্যের ইতিহাস জানলে অবাক হবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Ranjan Chanda
Last Updated:
West Medinipur News: ইটের দেওয়াল দিয়ে ঘেরা, চারিদিকে ১২ টি আর্চের মত বিম দিয়ে তৈরি এই বিশাল জলাধার। এটি বহন করে চলেছে সুদীর্ঘ ১০০ বছরের ইতিহাসকে। মেদিনীপুর জেলার ল্যান্ডমার্ক শহরের পুরনো জল ট্যাঙ্কি।
মেদিনীপুর, রঞ্জন চন্দ: সংস্কৃতি ও বিপ্লবের ইতিহাসে ধারক ও বাহক মেদিনীপুর। এককালে এই মেদিনীপুরে মূল ঘাঁটি ছিল ইংরেজদের। প্রাচীনত্বের ক্রমবর্ধমান ধারাকে বয়ে নিয়ে চলেছে মেদিনীপুর। এই মেদিনীপুর শহরে আনাচে কানাচে রয়েছে নানা ইতিহাস। শহরের অলিন্দে কান পাতলে শোনা যায় শতবর্ষ পুরনো শহরের ঐতিহ্যের নানা কথা। একদিকে ইতিহাস অন্যদিকে প্রাচীন ধারাকে বহন করে চলেছে ঐতিহাসিক মেদিনীপুর। মেদিনীপুর যেমন বিপ্লবের জেলা তেমনি জেলার বেশ কিছু স্থাপত্য শত বছরের ইতিহাসকে বহন করে। যা প্রমান করে মেদিনীপুরের চিরাচরিত ইতিহাসকে।
তৎকালীন ব্রিটিশ যুগে শুধুমাত্র অত্যাচার কিংবা বিপ্লব সংঘটিত হয়নি, মেদিনীপুরে হয়েছে উন্নয়ন। সাধারণ মানুষের কথা ভেবে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে রাজাদের উদ্যোগে এবং আর্থিক সহযোগিতায় গড়ে ওঠে একাধিক জিনিস। যা শহর মেদিনীপুরের ল্যান্ডমার্ক হিসেবে পরিগণিত হয়েছে।
আরও পড়ুন- ‘দেহব্যবসা করেই কামিয়েছি…!’ টয়লেটে থরে থরে সাজানো লাখ লাখ টাকা, আয়কর হানায় কেলেঙ্কারি ফাঁস হিট নায়িকার, চিনতে পারলেন?
মেদিনীপুর স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি করা হয় সুবিশাল জলের ট্যাঙ্ক। যা বেশ অনেক বছর মেদিনীপুরের আনাচে-কানাচে জল সরবরাহ করেছে। তবে সেই ঐতিহ্য ও স্থাপত্যকে বাঁচিয়ে রেখেছে মেদিনীপুর। শতবর্ষ প্রাচীন এই জলের ট্যাঙ্ক শুধুমাত্র একটি উন্নয়ন নয়, ক্রমবর্ধমান ইতিহাসের ধারার ধারক ও বাহক। যা জেলার নাম উজ্জ্বল করেছে।
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! বুধের রাজকীয় চালে কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! ৯ রাশির ‘জ্যাকপট’, লাগবে লটারি, আসবে অফুরন্ত টাকা
দেখে মনে হবে স্বাভাবিক একটি জলের ট্যাঙ্ক। বিভিন্ন জায়গায় রয়েছে এমন ট্যাঙ্ক। তবে বিপ্লবের জেলা মেদিনীপুরের এই ট্যাঙ্ক শুধু জলের গ্যালন নয়, বরং ইতিহাসের আকর, পরম্পরার বাহক। পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুরে মেদিনীপুর স্টেশন সংলগ্ন এলাকায় রয়েছে শতবর্ষ প্রাচীন পুরনো জলের ট্যাঙ্ক।
advertisement
চারিদিকে ইটের দেওয়াল দিয়ে ঘেরা বেশ কয়েক হাজার গ্যালন ক্ষমতা সম্পন্ন এই পুরোনো জল ট্যাঙ্ক। ইতিহাস ঘেঁটে জানা যায় আজ থেকে প্রায় একশো বছর আগে ১৯২৪ সালে মেদিনীপুর শহরে উচ্চতম স্থান স্টেশন সংলগ্ন এলাকায় জলাধার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। সুউচ্চ এবং বেশ কয়েক হাজার লিটার ক্ষমতাসম্পন্ন এই জলের ট্যাঙ্ক। যা বেশ কয়েক বছর ধরে গোটা মেদিনীপুর পৌর এলাকা জুড়ে পানীয় জল সরবরাহ করেছে।
advertisement
মেদিনীপুর পৌরসভা প্রতিষ্ঠার ৬০ বছর পরে জনস্বাস্থ্য দফতরের উদ্যোগে এই ট্যাঙ্ক প্রতিষ্ঠা করা হয়। জানা যায়, এই জলাধার নির্মাণের জন্য ময়ূরভঞ্জের রাজা, বর্ধমানের রাজা, মহিষাদলের রাজা-সহ ২৮ জন এই ট্যাঙ্ক নির্মাণে অর্থ সাহায্য করেন। এছাড়াও একাধিক সামাজিক এবং মানুষের উপকারে কাজ করেছেন রাজা নরেন্দ্রলাল খান। মনে করা হয়, একাধিক কল স্থাপনের জন্য অর্থ সাহায্য করায় এই ট্যাঙ্কের নাম হয় রাজা নরেন্দ্রলাল খানের নামে। প্রসঙ্গত পাথুরে এলাকা জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর। স্বাভাবিকভাবে পৌর এলাকায় মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য এই জলাধার নির্মাণ করা হয়। ইটের দেওয়াল দিয়ে ঘেরা, চারিদিকে ১২ টি আর্চের মত বিম দিয়ে তৈরি এই বিশাল জলাধার। শুধু মানুষের কাজেই যে ব্যবহৃত হয়েছে তা নয়, এই জলাধার বহন করে চলেছে সুদীর্ঘ ১০০ বছরের ইতিহাসকে। মেদিনীপুর জেলার ল্যান্ডমার্ক শহরের পুরোনো জল ট্যাঙ্কি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2025 10:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ব্রিটিশ সময়ে মেদিনীপুরের মানুষ জল পেত এখান থেকে, স্থাপত্যের ইতিহাস জানলে অবাক হবেন