Batasa: বাতাসা-নকুলদানা-কদমার সুবাসে ম ম করছে কালনার অলিগলি, কালীপুজোর আগে এ কোন উৎসব লেগেছে জানেন!

Last Updated:
Batasa: পূর্ব বর্ধমানের কালনার উচুজাপট এলাকায় এখন যেন উৎসবের আমেজ। বাড়ির উঠোন, ঘরের কোণ সব জায়গাতেই চলছে বাতাসা গড়ার কাজ। কালীপুজোর আগে তাই নকুলদানা, মিষ্টি বাতাসা আর কদমা তৈরির গন্ধে ভরে উঠেছে কালনার গলি ও পাড়া।
1/5
কালীপুজো যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে কালনার ঐতিহ্যবাহী বাতাসা শিল্প। চিনি, মুড়কি, ছাঁচ আর কদমা তৈরিতে এখন দিনরাত এক করে পরিশ্রম করছেন স্থানীয় শিল্পীরা। দুর্গাপুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে নতুন করে কাজের জোয়ার। বর্তমানে সেই ব্যস্ততা পৌঁছেছে চরমে। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
কালীপুজো যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে কালনার ঐতিহ্যবাহী বাতাসা শিল্প। চিনি, মুড়কি, ছাঁচ আর কদমা তৈরিতে এখন দিনরাত এক করে পরিশ্রম করছেন স্থানীয় শিল্পীরা। দুর্গাপুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে নতুন করে কাজের জোয়ার। বর্তমানে সেই ব্যস্ততা পৌঁছেছে চরমে। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/5
পূর্ব বর্ধমানের কালনার উচুজাপট এলাকায় এখন যেন এক উৎসবের আমেজ। বাড়ির উঠোন, ঘরের কোণ সব জায়গাতেই চলছে বাতাসা গড়ার কাজ। চাহিদা যেমন বেড়েছে, তেমনই হাসি ফুটেছে মালিক থেকে শ্রমিক সবার মুখে। দুর্গাপুজো থেকে কালীপুজো পর্যন্ত এই মরশুমেই বাতাসার চাহিদা থাকে সর্বাধিক, ফলে এখন উৎপাদনের চাপও সর্বোচ্চ পর্যায়ে।
পূর্ব বর্ধমানের কালনার উচুজাপট এলাকায় এখন যেন এক উৎসবের আমেজ। বাড়ির উঠোন, ঘরের কোণ সব জায়গাতেই চলছে বাতাসা গড়ার কাজ। চাহিদা যেমন বেড়েছে, তেমনই হাসি ফুটেছে মালিক থেকে শ্রমিক সবার মুখে। দুর্গাপুজো থেকে কালীপুজো পর্যন্ত এই মরশুমেই বাতাসার চাহিদা থাকে সর্বাধিক, ফলে এখন উৎপাদনের চাপও সর্বোচ্চ পর্যায়ে।
advertisement
3/5
আজ আর কালনার বাতাসা শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ নেই। রাজ্যের সীমানা পেরিয়ে এই মিষ্টি বাতাসা ও কদমা পৌঁছে যাচ্ছে ভিনরাজ্যের বাজারেও। এই সাফল্যে গর্বিত এখানকার শিল্পীরা। বহু বছরের ঐতিহ্য আজ নতুন পরিচিতি পাচ্ছে আধুনিক ব্যবসায়িক মানচিত্রে।
আজ আর কালনার বাতাসা শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ নেই। রাজ্যের সীমানা পেরিয়ে এই মিষ্টি বাতাসা ও কদমা পৌঁছে যাচ্ছে ভিনরাজ্যের বাজারেও। এই সাফল্যে গর্বিত এখানকার শিল্পীরা। বহু বছরের ঐতিহ্য আজ নতুন পরিচিতি পাচ্ছে আধুনিক ব্যবসায়িক মানচিত্রে।
advertisement
4/5
তবে খুশির মধ্যেও আছে কিছুটা আক্ষেপ। স্থানীয় কারিগরদের দাবি, সরকারি সহায়তা বা স্বল্পসুদের ঋণ যদি মেলে, তাহলে এই ঐতিহ্যবাহী হস্তশিল্প আরও বড় আকারে প্রসারিত হতে পারে। এক কারিগর বলেন, 'আমরা অনেক পরিশ্রম করি। কিন্তু আর্থিক সাহায্য পেলে আরও বড় পরিসরে কাজ করতে পারতাম'।
তবে খুশির মধ্যেও আছে কিছুটা আক্ষেপ। স্থানীয় কারিগরদের দাবি, সরকারি সহায়তা বা স্বল্পসুদের ঋণ যদি মেলে, তাহলে এই ঐতিহ্যবাহী হস্তশিল্প আরও বড় আকারে প্রসারিত হতে পারে। এক কারিগর বলেন, 'আমরা অনেক পরিশ্রম করি। কিন্তু আর্থিক সাহায্য পেলে আরও বড় পরিসরে কাজ করতে পারতাম'।
advertisement
5/5
কালীপুজোর আগে তাই নকুলদানা, মিষ্টি বাতাসা আর কদমা তৈরির গন্ধে ভরে উঠেছে কালনার গলি ও পাড়া। সকাল থেকে রাত অবধি ভেসে আসছে চিনি গলানোর মিষ্টি সুবাস। পরিশ্রমে, ঐতিহ্যে ও মিষ্টি হাসিতে ভরে উঠছে শহরের একাংশ। যেন উৎসবের শুরুটা এখান থেকেই। তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
কালীপুজোর আগে তাই নকুলদানা, মিষ্টি বাতাসা আর কদমা তৈরির গন্ধে ভরে উঠেছে কালনার গলি ও পাড়া। সকাল থেকে রাত অবধি ভেসে আসছে চিনি গলানোর মিষ্টি সুবাস। পরিশ্রমে, ঐতিহ্যে ও মিষ্টি হাসিতে ভরে উঠছে শহরের একাংশ। যেন উৎসবের শুরুটা এখান থেকেই। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
advertisement
advertisement