Batasa: বাতাসা-নকুলদানা-কদমার সুবাসে ম ম করছে কালনার অলিগলি, কালীপুজোর আগে এ কোন উৎসব লেগেছে জানেন!
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Batasa: পূর্ব বর্ধমানের কালনার উচুজাপট এলাকায় এখন যেন উৎসবের আমেজ। বাড়ির উঠোন, ঘরের কোণ সব জায়গাতেই চলছে বাতাসা গড়ার কাজ। কালীপুজোর আগে তাই নকুলদানা, মিষ্টি বাতাসা আর কদমা তৈরির গন্ধে ভরে উঠেছে কালনার গলি ও পাড়া।
advertisement
পূর্ব বর্ধমানের কালনার উচুজাপট এলাকায় এখন যেন এক উৎসবের আমেজ। বাড়ির উঠোন, ঘরের কোণ সব জায়গাতেই চলছে বাতাসা গড়ার কাজ। চাহিদা যেমন বেড়েছে, তেমনই হাসি ফুটেছে মালিক থেকে শ্রমিক সবার মুখে। দুর্গাপুজো থেকে কালীপুজো পর্যন্ত এই মরশুমেই বাতাসার চাহিদা থাকে সর্বাধিক, ফলে এখন উৎপাদনের চাপও সর্বোচ্চ পর্যায়ে।
advertisement
advertisement
advertisement