New Look for your Kitchen : পোস্টার, ফুলদানি, ইন্ডোর প্ল্যান্টে সাজিয়ে তুলুন রান্নাঘরকে, একঘেয়ে চেহারায় আসুক নতুনত্ব

Last Updated:

দীপাবলির আগে বাড়িঘর সাফসুতরো করেন? তাহলে নতুন লুক দিন হেঁসেলকেও (Redecorate your kitchen)৷

অতীতে বাঙালি বাড়িতে রান্নাঘর (Kitchen) ছিল সবথেকে অবহেলিত৷ স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধন যে ঘরে হয়, সেটাই ছিল তেল-কালি-ঝুলে ভরা ৷ এখন আর সে দিন নেই৷ শৌখিন সুগৃহিণী সুন্দর করে সাজান তাঁর রসুইঘরকেও৷ দীপাবলির আগে বাড়িঘর সাফসুতরো করেন? তাহলে নতুন লুক দিন হেঁসেলকেও (Redecorate your kitchen)৷
# রান্নাঘর মানেই শুধু বাসনপত্র? পুরনো সেই ধারণা বদলে সেখানে টাঙান পোস্টার৷ হতেই পারে সেই পোস্টার হয়তো খাবারদাবার বা রান্না সংক্রান্তই ৷ নিয়মিত পরিষ্কার করা শর্ত মনে রেখে টাঙাতে পারেন সু্ন্দর ছবি বা পারিবারিক ফোটোগ্রাফও৷
# রান্নাঘরের দেওয়ার রং করানোর সময় নেই? বরং সেখানে আসবাবপত্রের গায়েই একবার রঙের পরশ বুলিয়ে নিন৷ দেখবেন পুরনো লুক অনেকটাই উধাও হয়ে ঝলমল করছে আপনার রান্নাঘর৷
advertisement
advertisement
আরও পড়ুন : ভাইফোঁটার ভোজে এ বার ভাইকে খাওয়ান ডিমের পাতুরি, রেসিপি দিলেন ‘ভিল ফুড’-এর ঠাকুমা
# রান্নাঘরের জানালায় রাখুন ফুলদানি৷ সেখানে সাজান মরসুমি ফুল৷ পাশেই রাখুন ছোট আকারের ইন্ডোরপ্ল্যান্ট৷ নিয়মিত চিমনি চালানো হলেও গাছের পাতা রোজ একবার করে পরিষ্কার করবেন৷
# বদলে ফেলুন বা সরিয়ে দিন পুরনো বাসনপত্রও৷ তার জায়গায় আনুন নতুন বাসনের সেট৷ দেখবেন লহমায় বদলে গিয়েছে রান্নাঘরের চেনা চেহারা ৷
advertisement
# রান্নাঘরের দেওয়ালের টাইলস মুছে পরিষ্কার রাখুন৷ তেলের প্রলেপ থাকলে একদিকে যেমন চটচটে হয়ে থাকে, অন্যদিকে দেখতেও বিবর্ণ লাগে৷
আরও পড়ুন: সামান্য যত্নেই অন্দরসজ্জা পাল্টে দেয়, খুঁটিনাটি জেনে নিন এই চাঁদোয়া-গাছ নিয়ে
# একঘেয়ে টিউব বা এলইডি-র বদলে নতুনত্ব আনতে পারেন রান্নাঘরের আলোতেও৷ যদি ওপেন কিচেন লাগোয়া ডাইনিং হয় তাহলে ডাইনিং-এ টেবল-এর উপর ঝুলন্ত আলোর বন্দোবস্ত করতে পারেন৷
advertisement
# পরিবর্তন বা সংযোজন করুন রান্নাঘরের অ্যাকসেসরিজেও৷ আগে না থাকলে আনুন বাহারি কোস্টার৷ রাখুন পেপার ন্যাপকিন হোল্ডার৷ কিচেন টাওয়েলগুলিও সাজিয়ে রাখতে পারেন আর একটি হোল্ডারে ৷
আরও পড়ুন: চুল ভাল রাখতে চান? প্লাস্টিকের নয়, ব্যবহার করুন কাঠের চিরুনি
# গ্যাসের আভেন লাগোয়া দেওয়ালের পাশাপাশি রান্নাঘরের মেঝেরও যত্ন নিন৷ কারণ তেলমশলার জেরে সেখানেও চটচটে প্রলেপ পড়ে যায়৷
advertisement
# যদি খুব ছোট রান্নাঘর না হয়, ইচ্ছে হলে মেঝেতে পাততে পারেন বাহারি শতরঞ্চি বা দড়ি৷ রান্নাঘরের নিত্য যত্ন আত্তির ক্ষেত্রে আপনার কাজ বাড়বে ঠিকই৷ কিন্তু রূপসজ্জার নতুনত্বে প্রশ্নে তা হবে লা-জবাব৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
New Look for your Kitchen : পোস্টার, ফুলদানি, ইন্ডোর প্ল্যান্টে সাজিয়ে তুলুন রান্নাঘরকে, একঘেয়ে চেহারায় আসুক নতুনত্ব
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement