Bhaiphonta 2021: Recipe: ভাইফোঁটার ভোজে এ বার ভাইকে খাওয়ান ডিমের পাতুরি, রেসিপি দিলেন ‘ভিল ফুড’-এর ঠাকুমা

Last Updated:

Bhaiphonta 2021: Recipe: নতুন সংযোজনের জন্য আপনি বরং ট্রাই করুন এ বার ডিমের পাতুরি৷ শিখিয়েছেন ‘ভিল ফুড’-এর (Vill Food) ঠাকুমা পুষ্পরানি সরকার৷

ভাইফোঁটার (Bhaiphonta) আর বেশি দেরি নেই৷ বাঙালি পরিবারের অন্যান্য অনুষ্ঠানের মতো ভ্রাতৃদ্বিতীয়ারও (Bhatridwitiya) গুরুত্বপূর্ণ অংশ খাওয়াদাওয়া৷ ভাইকে নিজের হাতে রেঁধে খাওয়ানো মজাই আলাদা দিদি এবং বোনের কাছে৷ প্রায় প্রতি বাড়িতেই এ দিন মাছ মাংসের একাধিক পদ রান্না করা হয়৷ সেই তালিকায় নতুন সংযোজনের জন্য আপনি বরং ট্রাই করুন এ বার ডিমের পাতুরি৷ শিখিয়েছেন ‘ভিল ফুড’-এর (Vill Food) ঠাকুমা পুষ্পরানি সরকার৷
বাড়ির পোষা হাঁসের ডিম দিয়েই রান্না করলেন ঠাকুমার পুত্রবধূ কবিতা৷ প্রথমে হাঁসের ডিমগুলি সিদ্ধ করতে দিন৷ তত ক্ষণে আপনি তৈরি করুন মশলা৷ একসঙ্গে বেটে নিন জিরে, আদা, রসুন এবং শুকনো লঙ্কা৷ ছ’টা ডিম নিলে কুচিয়ে রাখুন অন্তত চারটি বড় মাপের পেঁয়াজ৷
আরও পড়ুন : সামান্য যত্নেই অন্দরসজ্জা পাল্টে দেয়, খুঁটিনাটি জেনে নিন এই চাঁদোয়া-গাছ নিয়ে
ওই পেঁয়াজে দিন পরিমাণমতো নুন, সর্ষের তেল এবং হলুদ৷ এ বার বাটা মশলার সঙ্গে ওই পেঁয়াজ ভাল করে মিশিয়ে নিন৷ ডিম সিদ্ধ হয়ে গেলে দুই অংশে কেটে নিন৷ প্রথমেই ডিমের সঙ্গে মশলা মাখাতে যাবেন না ৷ তাহলে কুসুমের অংশ বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে৷
advertisement
advertisement
আরও পড়ুন : চুল ভাল রাখতে চান? প্লাস্টিকের নয়, ব্যবহার করুন কাঠের চিরুনি
কলাপাতায় ভাল করে তেল মাখিয়ে নিন৷ এ বার মশলায় এক বার করে ডিমের গায়ে মাখিয়ে নিয়ে ডিমের অর্ধাংশগুলি রাখুন কলাপাতার উপর৷ কুসুম নীচের দিকে থাকবে৷ ডিমের সাদা অংশ থাকবে উপর দিকে৷ কিছুটা মশলামাখা পেঁয়াজ দিয়ে দিন ডিমের পাশে পাশে৷
advertisement
উল্টোনো ডিমের মাঝে গোল অংশ ফাঁকা রাখুন৷ সেখানে দিন দুধমান কচুর পাতা কুচিয়ে৷ তার আগে নুন ও মশলামাখা পেঁয়াজ দিয়ে ভাল করে মাখতে হবে কচুপাতাকুচি৷
আরও পড়ুন : আপনার দু’টি চোখ বাঙ্ময় করে তুলতে পরুন বাড়িতে পাতা কাজল, তৈরি করা খুবই সহজ
মাটির উনুনে মাটির পাত্রে বেশ কিছু কলাপাতার পরত রেখে তার উপর ডিমের পাতুরি করলেন কবিতা৷ মাঝে এক বার ডিমগুলি উল্টিয়েও দিলেন৷ যাতে দু’দিকই ভালভাবে রান্না হয়৷ আপনি তো মাটির উনুন বা মাটির বাসন পাবেন না৷ তাই রান্না করুন গ্যাসেই ৷ তবে মাছে পাতুরি যেমন একটা পাতায় বা পাতার একটি অংশে একটাই মাছ মুড়ে দেওয়া হয়, ডিমের ক্ষেত্রে সেটা করবেন না৷ একটা বড় পাতায় ডিমের অর্ধাংশগুলি বসিয়ে দিন৷ নয়তো একটি পাতার আবরণে পাতুরি করুন চার টুকরো ডিম৷
advertisement
ডিম তো অনেকভাবেই রান্না করেন৷ এ বার সকলকে খাওয়ান ডিমের পাতুরি বানিয়ে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bhaiphonta 2021: Recipe: ভাইফোঁটার ভোজে এ বার ভাইকে খাওয়ান ডিমের পাতুরি, রেসিপি দিলেন ‘ভিল ফুড’-এর ঠাকুমা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement