• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • ৪০০ কোটি বছর আগে লাল মঙ্গলের রং নীল ছিল ! দাবি গবেষণায়

৪০০ কোটি বছর আগে লাল মঙ্গলের রং নীল ছিল ! দাবি গবেষণায়বিভিন্ন সময়ে নানান তথ্য উন্মোচনে এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে সেই সূত্রেই দাবি করেছেন বিজ্ঞানীরা

বিভিন্ন সময়ে নানান তথ্য উন্মোচনে এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে সেই সূত্রেই দাবি করেছেন বিজ্ঞানীরা

বিভিন্ন সময়ে নানান তথ্য উন্মোচনে এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে সেই সূত্রেই দাবি করেছেন বিজ্ঞানীরা

 • Share this:

  #নয়াদিল্লি: কখনও কি মঙ্গল গ্রহে প্রাণের স্পন্দন ছিল ? বিজ্ঞানীরা অনেক সময়েই এই নিয়ে অনেক জল্পনা করেছেন ৷ এইবার এই লাল গ্রহ অর্থাৎ মঙ্গল গ্রহে (মার্স) প্রাণের স্পন্দনের অস্থিত্ব পেয়েছেন এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে ৷ তাঁরা মঙ্গলে নাইট্রোজেন বা জৈবিক পদার্থ (কার্বনেট কম্পাউন্ড) পেয়েছেন ৷

  জাপানের এক বিজ্ঞানীর দল মঙ্গলের উল্কাপিন্ডে এমন এক জৈবিক পদার্থ পাওয়া গিয়েছে যাতে নাইট্রোজেনের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে ৷ এই বিশেষজ্ঞদের দলে রয়েছেন টোকিও ইন্ডাসট্রিজ অফ টেকনোলজির বিজ্ঞানী আন্সুকো কোবায়াশী ও জাপানি এরোস্পেস এক্সপোরেশন এজেন্সির ইনস্টিটিউট অফ স্পেস অ্যান্ড অ্যাস্টোনটিক্যাল সায়েন্সের বিজ্ঞানী মিজুহো কোএকে রয়েছেন ৷

  জানতে পারা গিয়েছে এই জৈব পদার্থ প্রায় ৪ বিলিয়ান (৪০০ কোটি) বছর পুরনো ৷ জানা গিয়েছে মাটির ভিতরে জৈবিক পদার্থ জলের সংমিশ্রণ থাকতে পারে ৷ ফলত সেই সময়ে মঙ্গলে প্রাণের স্পন্দনের এক সম্ভাবনা দেখা দিয়েছিল বলেই মনে করা হচ্ছে ৷ বিভিন্ন সমীক্ষায় দাবি করা হয়েছে একটি উল্কাপিন্ড আন্টার্কটিকায় পড়েছিল তার নাম হয়েছিল হিল্স এএলএইচ ৮৪০০১ (ALH 84001) নাম দেওয়া হয়েছিল ৷ এই উল্কাপিন্ড ১৯৮৪ সালে বৈজ্ঞানিকেরা পেয়েছিলেন ৷ তারপরে একাধিক সমীক্ষায় উঠেছে এমন সব তথ্য যে মঙ্গলের রং আগে হয়ত নীল ছিল যা এখন লাল হয়েছে ৷

  Published by:Arjun Neogi
  First published: