Diwali 2021: Recipe: দীপাবলির আনন্দ দ্বিগুণ করে দেবে মুচমুচে পদ্মনিমকির স্বাদ, রইল রেসিপি!

Last Updated:

Diwali 2021: Recipe: দীপাবলি উপলক্ষে এখানে পদ্ম নিমকির রেসিপি দেওয়া হল

দীপাবলি অর্থাৎ আলোর উৎসব আসতে আর বেশি দেরি নেই। এই উৎসব চলাকালীন আমরা আমাদের ঐতিহ্যবাহী মিষ্টি এবং সুস্বাদু খাবার তৈরি করি আর আমাদের পরিবার, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের সঙ্গে সেই খাবার আর আনন্দ ভাগ করে নিয়ে থাকি। প্রদীপ জ্বেলে এই উৎসব শুধু বাড়ির অন্ধকার দূর করে না, প্রজ্ঞা আর জ্ঞান দিয়ে দূর করে মনের অন্ধকারও।
আরও পড়ুন : রুক্ষতা, সর্দিকাশিকে দূরে রেখে শীতকালকে চুটিয়ে উপভোগ করতে খেতেই হবে এই খাবারগুলি
দীপাবলি উপলক্ষে এখানে পদ্ম নিমকির রেসিপি দেওয়া হল। এটি চায়ের সঙ্গে স্ন্যাকস হিসাবে খাওয়া যেতে পারে। এই মুখরোচক পদের আকৃতি পদ্মের মতো। দীপাবলিতে পদ্মেরও বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই উৎসবে লক্ষ্মী দেবীকে পূজা করা হয়। লক্ষ্মী হলেন সম্পদ, সমৃদ্ধি এবং খাদ্যের দেবী এবং তিনি পদ্মের উপর উপবিষ্ট থাকেন, তাঁর হাতেও পদ্মফুল থাকে যা সৌন্দর্য এবং বিশুদ্ধতার প্রতীক।
advertisement
advertisement
ময়দা-৩ কাপ
সাদা-তেল হাফ কাপ
নুন-স্বাদ অনুযায়ী
লাল লঙ্কাগুঁড়ো-১ চা চামচ
জোয়ান-এক টেবিল চামচ
কালোজিরে-১/২ টেবিল চামচ
কড়া করে ভাজার জন্য তেল ৩ কাপ
advertisement
একমাত্র তেল ছাড়া বাকি উপাদান সব একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ১/৪ কাপ জল একটু একটু করে মিশিয়ে ময়দার তাল নরম করে মাখতে হবে। এবার এই ময়দার তাল এক ঘণ্টা ঢেকে রাখতে হবে। এর থেকে বড় বড় লেচি ছিঁড়ে নিয়ে গোলাকার আকৃতি দিতে হবে। এবার পদ্মের মতো ছাঁচ দিয়ে এই গোলাকার জায়গা থেকে নিমকি কেটে নিতে হবে। সাইডে বাড়তি অংশ ছুরি দিয়ে কেটে দিতে হবে। এতে ভাজার সময় অসুবিধা হবে না। এবার তেল বসিয়ে গরম করে তার মধ্যে ১০ থেকে ১৫টা করে নিমকি ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এয়ারটাইট কৌটোতে নিমকি রেখে দিতে হবে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Diwali 2021: Recipe: দীপাবলির আনন্দ দ্বিগুণ করে দেবে মুচমুচে পদ্মনিমকির স্বাদ, রইল রেসিপি!
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটা মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement