Winter Care : রুক্ষতা, সর্দিকাশিকে দূরে রেখে শীতকালকে চুটিয়ে উপভোগ করতে খেতেই হবে এই খাবারগুলি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Winter Care :দরজায় হাজির শীত (winter)৷ ক্ষণিকের এই ঋতুকে উপভোগ করুন৷ শীতের রুক্ষতার সমস্যাকে আপনার কাছে পৌঁছতেই দেবেন না৷
দরজায় হাজির শীত (winter)৷ ক্ষণিকের এই ঋতুকে উপভোগ করুন৷ শীতের রুক্ষতার সমস্যাকে আপনার কাছে পৌঁছতেই দেবেন না৷ শুকনো ত্বক (dry skin) থেকে বুকে সর্দি বসে যাওয়া-শীতকালীন সব সমস্যা থেকে মুক্তির জন্য থাকল কিছু সুপারফুডের কথা (superfood for winter)৷ তাদের সাহায্যে শীতকাল হোক রোম্যান্টিক, শুকনো রসহীন নয় (romantic winter)৷
শীতে শরীরকে সুস্থ রাখতে কিছু খাবার নিয়মিত রাখুন ডায়েটে৷ সেগুলির মধ্যে প্রথমেই আসবে রসুনের কথা৷ রসুনের বহু ওষধিগুণ৷ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় রসুন৷ কমে যায় হজমের সমস্যাও৷ রসুনের সঙ্গে খেতে হবে আদাও৷
আরও পড়ুন : বেড়াতে যাওয়ার ছবিতে ঝলমল করতে চান? পুজোর পরও এখন মেনে চলুন ত্বকের যত্ন-রুটিন
শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় সাইট্রাস বা লেবুজাতীয় ফল৷ কিউয়ি, আঙুর, কমলালেবু, লেবু নিয়মিত রাখুন ডায়েটে৷ ভিটামিন সি-এর উৎস এই ফলগুলি শীতকালে শরীরকে সুস্থ রাখে৷
advertisement
advertisement
বিটরুট বা বিটে আছে প্রচুর পটাশিয়াম, ফোলেট এবং বিটা ক্যারটিন৷ এই উপাদানগুলি রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়৷ শরীরকে উষ্ণ রাখে৷ ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে৷
আরও পড়ুন : ভাতের ফ্যান রোজ ফেলে দেন? এক বার দেখুন কোন কোন উপকারিতা হেলায় হারাচ্ছেন
পুষ্টিকর অ্যাভোকাডোর একাধিক গুণ৷ শরীরকে উষ্ণ রাখে৷ বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা ৷ ত্বক ও চুলের উজ্জ্বলতা বজায় রাখতেও সাহায্য করে এটি৷ ভিটামিন বি-৬, ভিটামিন ই, ভিটামিন বি, ভিটামিন সি, ওমেগা থ্রি, ভিটামিন কে, প্যান্টোথেনিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম প্রচুর পরিমাণে আছে এই ফলে৷
advertisement
আরও পড়ুন : কম খরচে নতুন লুক রান্নাঘরের
আপেল ছাড়া তো শীতকাল অসম্পূর্ণ৷ আপেলের ভিটামিন সি রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে৷ ফলে শীতে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা কমে৷ তবে আপেল সব সময় খোসা ছাড়িয়ে খাওয়ার চেষ্টা করবেন৷ তাহলে ফাইবার ও ফাইটোনিউট্রিয়েন্টস শরীরে বেশি প্রবেশ করে৷
advertisement
এই খাবারগুলি রাখতেই হবে শীতের ডায়েটে৷ তাহলে বজায় থাকবে আপনার ত্বকের সৌন্দর্য৷ বেড়াতে যাওয়ার ধকল সামলিয়েও সেখানে ফুটে উঠবে আনন্দের দ্যুতি৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 28, 2021 9:58 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Care : রুক্ষতা, সর্দিকাশিকে দূরে রেখে শীতকালকে চুটিয়ে উপভোগ করতে খেতেই হবে এই খাবারগুলি