Purulia Tourism Record Booking: রেকর্ড বুকিং...! অযোধ্যা পাহাড়ের হোটেল, রিসর্ট, হোম-স্টে হাউসফুল! বেড়ানোর প্ল্যান থাকলে জানুন বিস্তারিত

Last Updated:

Purulia Tourism Record Booking: পুরুলিয়ার পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি। বড়দিন থেকে নতুন বছর অযোধ্যা পাহাড়ে হোটেল, রিসর্ট, হোম-স্টে একেবারেই হাউসফুল। এবছর রেকর্ড পর্যটকদের আগমনের আশা রাখছে পর্যটন ব্যবসায়ীরা।

+
পর্যটকদের

পর্যটকদের আগমনে আনন্দের জোয়ার রেকর্ড বুকিং

অযোধ্যা, শর্মিষ্ঠা ব্যানার্জি: দিঘা, পুরী, দার্জিলিং-এর পরেই পর্যটকদের পছন্দের জায়গা জঙ্গলমহলের পুরুলিয়া। সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে পুরুলিয়ার বিভিন্ন টুরিস্ট স্পটে। আর তা হবে নাই বা কেন, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই জেলার রূপ পরিবর্তন হয়। শীতের মরশুমে ব্যাপক পর্যটকের ঢল নামে পুরুলিয়ায়। বড়দিন থেকে নতুন বছর অযোধ্যা পাহাড়ে হোটেল, রিসর্ট, হোম-স্টে একেবারেই হাউসফুল। এবছর রেকর্ড পর্যটকদের আগমনের আশা রাখছে পর্যটন ব্যবসায়ীরা।
এ-বছর উত্তরবঙ্গকে টেক্কা দিতে চলেছে জঙ্গলমহলের পুরুলিয়া এমনটাই মত পর্যটন ব্যবসায়ীদের। বাঘমুন্ডি হোটেল, লজ ও রিসর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত কুমার বলেন, “বিগত বছরগুলির তুলনায় এ-বছর ব্যাপক হারে পর্যটকদের আগমনের আশা করছি। এইভাবে বুকিং আগে কখনওই দেখিনি। ২৫ ডিসেম্বরের আগে থেকেই প্রায় সব হোটেল, রিসর্ট, হোম-স্টে বুকিং ফুল হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ চোখ খুললেই সামনে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ! বড়দিনের ভিড় এড়াতে ঘুরে আসুন ‘সামথার’, কালিম্পংয়ের ‘হিডেন জেম’
এ-বছর অযোধ্যা পাহাড় টেক্কা দিতে চলেছে দিঘা ও দার্জিলিং-কেও। তবে ট্রেনের যোগাযোগ আরও ভাল হলে আগামী দিনে পর্যটক সংখ্যা আরও অনেক বেশি হবে পুরুলিয়ায়। পর্যটক সুনীল দাস বলেন, “পুরুলিয়া খুব পছন্দের জায়গা। পর্যটকদের ভিড়ে পা রাখার জায়গা নেই এখন থেকেই। ২৫ ডিসেম্বরের বুকিং না পেয়ে আগেই পুরুলিয়ায় ঘুরতে চলে এসেছি।” বড়দিন থেকে নববর্ষ পুরুলিয়ায় পর্যটকদের ভিড়ে একেবারেই হাউসফুল। উত্তরবঙ্গের সঙ্গে পাল্লা দিচ্ছে সুন্দরী পুরুলিয়া।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia Tourism Record Booking: রেকর্ড বুকিং...! অযোধ্যা পাহাড়ের হোটেল, রিসর্ট, হোম-স্টে হাউসফুল! বেড়ানোর প্ল্যান থাকলে জানুন বিস্তারিত
Next Article
advertisement
Purba Bardhaman News: লক্ষ লক্ষ টাকার ধান পুড়ে ছাই! দুর্ঘটনা না প্রতিশোধ, মেমারিতে ছড়াল আতঙ্ক
লক্ষ লক্ষ টাকার ধান পুড়ে ছাই! দুর্ঘটনা না প্রতিশোধ, মেমারিতে ছড়াল আতঙ্ক
  • মেমারির মহেশডাঙায় ধানের পালুইয়ে আগুন। দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ালো এলাকা।মেমারি থানার অধীনে মহেশডাঙা ক্যাম্প বাজার সংলগ্ন এলাকায় শনিবার সকালে বড়সড় আগুন লাগার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়াল।

VIEW MORE
advertisement
advertisement