হোম /খবর /লাইফস্টাইল /
বাজারে প্যাকেটজাত পণ্যের কৃত্রিম স্বাদ নয়, সন্তানকে দিন ঘরে তৈরি প্রোটিন শেক

Protein shake : বাজারে প্যাকেটজাত পণ্যের কৃত্রিম স্বাদ নয়, সন্তানকে দিন ঘরে তৈরি প্রোটিন শেক

Protein shake

Protein shake

Protein shake : বাজারে যে প্রোটিন শেক পাওয়া যায় তাতে কৃত্রিম স্বাদ ও প্রিজারভেটিভ দেওয়া হয় যা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়।

  • Share this:

প্রোটিন হল মানব দেহের বিল্ডিং ব্লক। বিশেষ করে বাড়ন্ত শিশুদের জন্য এটা বেশি করে দরকার। কারণ প্রোটিন কোষ, পেশি, এনজাইম, হরমোন তৈরি এবং মেরামত করা ছাড়াও শিশুদের শক্তি বা এনার্জি সরবরাহ করে৷

বাদাম, মাছ, ডিম, মুরগির মাংস এবং দুগ্ধজাত দ্রব্যগুলিতে প্রোটিন পাওয়া যায়। কিন্তু মুশকিল হচ্ছে যে এগুলো বাচ্চাদের খাওয়ানো খুব কঠিন। এর পরিবর্তে প্রোটিন শেক খাওয়ানো যায়। কিন্তু বাজারে যে প্রোটিন শেক পাওয়া যায় তাতে কৃত্রিম স্বাদ ও প্রিজারভেটিভ দেওয়া হয় যা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তাই বাড়িতেই খুব সহজে ও কম খরচে এই শেক পাউডার বানিয়ে নেওয়া যায়।

যা যা লাগবে

৩ কাপ শুকনো ফ্যাট ছাড়া গুঁড়ো দুধ, ১ কাপ ওটস, ১ কাপ বাদাম, এবং গুড়/চিনি।

প্রথম পদ্ধতি

একটি ব্লেন্ডারে, ৩ কাপ শুকনো ফ্যাটবিহীন মিল্ক পাউডার, ১ কাপ ওটস, ১ কাপ বাদাম, এবং গুড়/চিনি বা সুইটনার দিতে হবে। এগুলি একসঙ্গে ব্লেন্ড করে পাউডার একটি পরিষ্কার শিশিতে রাখতে হবে। শিশিটি ফ্রিজেও রাখা যায়। এই প্রোটিন পাউডারের আধ স্কুপে প্রায় ১৮০ ক্যালোরি এবং ১২ গ্রাম প্রোটিন রয়েছে।

আরও পড়ুন : যৌন সম্পর্কে অনীহা? যৌন ক্ষমতা বৃদ্ধি করতে ডায়েটে রাখুন এই খাবারগুলি

দ্বিতীয় পদ্ধতি

শুকনো রোস্ট করা বাদাম ১/৪ কাপ, ১/৪ কাপ পেস্তা, ১/৪ কাপ আখরোট, ১/৪ কাপ চিনাবাদাম, ১/৪ কাপ সয়া বিন, ১/৪ কাপ কুমড়োর বীজ, ১/৪ কাপ ফ্ল্যাক্সসিড, ১/৪ কাপ শিয়া বীজ, ১/৪ কাপ ওটস, ১/৪ কাপ গুঁড়ো দুধ দিয়ে একসঙ্গে ব্লেন্ড করতে হবে।পাউডার ছেঁকে নিয়ে এয়ার-টাইট শিশিতে রাখতে হবে। এই পাউডারের এক স্কুপে ১০.৫ গ্রাম প্রোটিন এবং ৪৫ ক্যালোরি রয়েছে। স্মুদি ও পরিজে এটা মিশিয়ে খাওয়া যায়।

আরও পড়ুন : চৈত্রের তপ্ত দুপুরে খান কাঁচা আম, সুস্থ থাকুন বছরভর

তৃতীয় পদ্ধতি

হাফ কাপ বাদাম, হাফ কাপ কাজু, হাফ কাপ পেস্তা, হাফ চা চামচ জায়ফল গুঁড়ো, ৪-৬ জাফরান, এবং আধ চা চামচ হলুদ গুঁড়ো নিতে হবে। বাদাম এবং জাফরান শুকনো খোলায় ভেজে নিতে হবে। একটি ব্লেন্ডারে সমস্ত উপাদান ব্লেন্ড করে নিতে হবে।

আরও পড়ুন : ভাল করে দেখুন কোন প্রাণীর অবয়ব দেখছেন এই ছবিতে? সেটাই বলে দেবে আপনার সন্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য

চতুর্থ পদ্ধতি

১০০ গ্রাম ওটস, ১০০ গ্রাম চিনেবাদাম, ১০০ গ্রাম বাদাম, ১০০ গ্রাম সয়া আটা এবং ৫০ গ্রাম গুঁড়ো দুধ লাগবে। প্রথমে বাদামগুলোকে শুকনো করে ভেজে তারপর দুধের গুঁড়ো দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। গুঁড়ো ছেঁকে একটি পাত্রে রাখতে হবে।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Protein shake