Viral optical illusion: ভাল করে দেখুন কোন প্রাণীর অবয়ব দেখছেন এই ছবিতে? সেটাই বলে দেবে আপনার সন্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য

Last Updated:

Viral optical illusion: মনোবিজ্ঞানীরা বলেন, যে অবয়ব আগে আমাদের মস্তিষ্কে ধরা পড়ে, তার ভিত্তিতেই বোঝা যায় আমাদের মনের গড়ন ও গঠন৷

Viral optical illusion
Viral optical illusion
সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই কিছু ছবি ভাইরাল হয়, যার মধ্যে লুকিয়ে থাকে একাধিক অবয়ব (Viral optical illusion)৷ মনোবিজ্ঞানীরা বলেন, যে অবয়ব আগে আমাদের মস্তিষ্কে ধরা পড়ে, তার ভিত্তিতেই বোঝা যায় আমাদের মনের গড়ন ও গঠন৷
সেরকমই একটি ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি৷ বলা হচ্ছে সেই ছবিতে যদি কেউ প্রথম দর্শনে মাছের অবয়ব খুঁজে পান, তাহলে তাঁর মস্তিষ্কের ডান দিক বেশি সক্রিয়৷ অর্থাৎ এমনিতে তিনি বাঁহাতি৷ আবার যদি ওই ছবিতেই কেউ মৎস্যকন্যা দেখেন প্রথম দর্শনে, তাহলে তাঁর মস্তিষ্কের বাঁ দিক বেশি সক্রিয় এবং তিনি একজন ডান হাতি৷
advertisement
কিন্তু সত্যি কি মাছ বা মৎস্যকন্যা লুকিয়ে আছে? হ্যারি পটার স্রষ্টা জে কে রাউলিং (J K Rowling) কিন্তু এই দাবি মানতে নারাজ৷ তাঁর দাবি, এই ছবিতে যে প্রাণী আছে, সেটি হল একটি গাধা৷ তাঁর পোস্ট লাইক করা হয়েছে লক্ষাধিক বার৷ রিট্যুইট করা হয়েছে বহু বার৷ অনেকেই রাউলিঙের সঙ্গে সহমত৷
advertisement
আরও পড়ুন : রণভূমি ইউক্রেন ছেড়ে পড়শি দেশে একাই পাড়ি দিয়ে নজর কাড়া সেই বালকের পরিণতি কী হল?
ব্রিটিশ কমেডিয়ান এবং লেখক ডেভিড ব্যাডিয়েল মনে করেন ছবিটি একটি গাধার৷ যদিও সঞ্চালক জোনাথম রসের ধারণা, এটি একটি সিলমাছের ছবি৷
advertisement
অনেকে আবার লিখেছেন, ছবিতে সিলমাছ ও গাধা-দু’টিকেই দেখতে পাচ্ছেন৷ কিন্তু কোনওমতেই মৎস্যকন্যা বা মারমেইড নয়৷ কোনও কোনও নেটিজেন আবার ঘোড়াও খুঁজে পেয়েছেন ছবিতে৷
advertisement
ভাল করে দেখুন তো আপনি কোন প্রাণীকে দেখতে পাচ্ছেন?
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral optical illusion: ভাল করে দেখুন কোন প্রাণীর অবয়ব দেখছেন এই ছবিতে? সেটাই বলে দেবে আপনার সন্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement