Viral optical illusion: ভাল করে দেখুন কোন প্রাণীর অবয়ব দেখছেন এই ছবিতে? সেটাই বলে দেবে আপনার সন্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য

Last Updated:

Viral optical illusion: মনোবিজ্ঞানীরা বলেন, যে অবয়ব আগে আমাদের মস্তিষ্কে ধরা পড়ে, তার ভিত্তিতেই বোঝা যায় আমাদের মনের গড়ন ও গঠন৷

Viral optical illusion
Viral optical illusion
সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই কিছু ছবি ভাইরাল হয়, যার মধ্যে লুকিয়ে থাকে একাধিক অবয়ব (Viral optical illusion)৷ মনোবিজ্ঞানীরা বলেন, যে অবয়ব আগে আমাদের মস্তিষ্কে ধরা পড়ে, তার ভিত্তিতেই বোঝা যায় আমাদের মনের গড়ন ও গঠন৷
সেরকমই একটি ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি৷ বলা হচ্ছে সেই ছবিতে যদি কেউ প্রথম দর্শনে মাছের অবয়ব খুঁজে পান, তাহলে তাঁর মস্তিষ্কের ডান দিক বেশি সক্রিয়৷ অর্থাৎ এমনিতে তিনি বাঁহাতি৷ আবার যদি ওই ছবিতেই কেউ মৎস্যকন্যা দেখেন প্রথম দর্শনে, তাহলে তাঁর মস্তিষ্কের বাঁ দিক বেশি সক্রিয় এবং তিনি একজন ডান হাতি৷
advertisement
কিন্তু সত্যি কি মাছ বা মৎস্যকন্যা লুকিয়ে আছে? হ্যারি পটার স্রষ্টা জে কে রাউলিং (J K Rowling) কিন্তু এই দাবি মানতে নারাজ৷ তাঁর দাবি, এই ছবিতে যে প্রাণী আছে, সেটি হল একটি গাধা৷ তাঁর পোস্ট লাইক করা হয়েছে লক্ষাধিক বার৷ রিট্যুইট করা হয়েছে বহু বার৷ অনেকেই রাউলিঙের সঙ্গে সহমত৷
advertisement
আরও পড়ুন : রণভূমি ইউক্রেন ছেড়ে পড়শি দেশে একাই পাড়ি দিয়ে নজর কাড়া সেই বালকের পরিণতি কী হল?
ব্রিটিশ কমেডিয়ান এবং লেখক ডেভিড ব্যাডিয়েল মনে করেন ছবিটি একটি গাধার৷ যদিও সঞ্চালক জোনাথম রসের ধারণা, এটি একটি সিলমাছের ছবি৷
advertisement
অনেকে আবার লিখেছেন, ছবিতে সিলমাছ ও গাধা-দু’টিকেই দেখতে পাচ্ছেন৷ কিন্তু কোনওমতেই মৎস্যকন্যা বা মারমেইড নয়৷ কোনও কোনও নেটিজেন আবার ঘোড়াও খুঁজে পেয়েছেন ছবিতে৷
advertisement
ভাল করে দেখুন তো আপনি কোন প্রাণীকে দেখতে পাচ্ছেন?
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral optical illusion: ভাল করে দেখুন কোন প্রাণীর অবয়ব দেখছেন এই ছবিতে? সেটাই বলে দেবে আপনার সন্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement