Home Made Air Cooler: মাত্র ৬০০ টাকা খরচে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এয়ার কুলার!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
সহজ কিছু উপাদান দিয়ে ছাত্ররা এয়ার কুলার বানিয়েছে। একটি কন্টেনার, মোটর, পাখা ও কিছু ঘাস কিংবা বিচুলি। প্রথমে কন্টেনারে একটি গোল করে কেটে নিয়ে তার ভিতরে মোটরে একটি পাখা প্রতিস্থাপন করে এভাবেই কুলার তৈরি করা যায় সহজে।
বসিরহাট: এবার মাত্র ৬০০ টাকা খরচে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এয়ার কুলার। বৃষ্টি শুরু হলেও ভ্যাপসা গরম কিন্তু আছেই। আবার মধ্যবিত্তকে এখন একটা এসি কেনার আগে কয়েক বার ভাবতে হচ্ছে। শুধু এসি কেন, কুলারের দামটাও যে হারে বেড়েছে তা অনেকের জন্যই সমস্যার। এদিকে গরম থেকে রেহাই পেতে হিঙ্গলগঞ্জ আইটিআই কলেজের পড়ুয়ারা ফেলে দেওয়া নানা জিনিস থেকে তৈরি করে ফেলেছে চমৎকার এক এয়ার কুলার।
আরও পড়ুনঃ জেদি নোংরা নিমেষে ভ্যানিশ! জামা-কাপড়ে চা, কফির দাগ তুলতে ম্যাজিকের মতো কাজ করে এই টোটকা, রইল টিপস
এই পরিস্থিতিতে এবার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এয়ার কুলার। ।বাড়িতে বসে খুব সামান্য খরচে কী ভাবে একটা এয়ার কুলার তৈরি করবেন। তা নিয়ে ছাত্ররা জানায়। তারা এই কুলারটি বানিয়েছেন সহজ কিছু জিনিস দিয়ে। একটি কন্টেনার, মোটর, পাখা ও কিছু ঘাস কিংবা বিচুলি।
advertisement
advertisement
প্রথমে কন্টেনারে একটি গোল করে কেটে নিয়ে তার ভিতরে মোটরে একটি পাখা প্রতিস্থাপন করে। তারপর কিছু ঘাস কিংবা বিচুলি কন্টেনারের পিছনের কাটা অংশে সাজিয়ে দিয়ে ও উপরের জলের ড্রাম কিংবা বোতল প্রতিস্থাপন করতে হবে। আর এভাবে খুব কম খরচেই শুধু নয় পরিবেশ বান্ধব উপায়ে ঘর ঠান্ডা করা সম্ভব। আর এই সমস্ত উপকরণের জন্য খরচও অনেক কম। সমগ্র সামগ্রী মিলিয়ে প্রায় ৬০০ টাকার মত খরচ হতে পারে। বাড়িতে আপনিও তৈরি করতে পারেন কুলার এমনই উপায়ে। এতে শুধু পয়সা খরচ কম হবে তা নয় পরিবেশেও মিশবে না ক্লোরোফ্লুরোকার্বন।
advertisement
জুলফিকার মোল্যা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2024 4:23 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Home Made Air Cooler: মাত্র ৬০০ টাকা খরচে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এয়ার কুলার!