Tea Stain on Dresses: জেদি নোংরা নিমেষে ভ্যানিশ! জামা-কাপড়ে চা, কফির দাগ তুলতে ম্যাজিকের মতো কাজ করে এই টোটকা, রইল টিপস
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Tea Stain on Dresses: চায়ের স্বাদ সকলের মন জয় করতে সক্ষম, তবে এর কয়েক ফোঁটা এমনকী সবচেয়ে দামি কাপড়ের শো নষ্ট করতে পারে। আসলে, কাপড় থেকে চায়ের দাগ দূর করা খুব কঠিন।
advertisement
advertisement
advertisement
লেবু খুবই উপকারীযদি চা কাপড়ে ছিটকে থাকে তাহলে চিন্তা করতে হবে না। লেবুর সাহায্যে আপনি সহজেই কাপড়ের চায়ের দাগ পরিষ্কার করতে পারেন। এর জন্য আপনাকে একটি লেবু কাটতে হবে। এবার এই টুকরোটি কাপড়ের দাগযুক্ত অংশে কিছুক্ষণ ঘষুন। এর পর কাপড় ধুয়ে ফেলুন। চায়ের দাগ নিমিষেই দূর হয়ে যাবে, কারণ লেবু সবচেয়ে ভাল ব্লিচিং এজেন্ট।
advertisement
advertisement
আলু দিয়েও কাপড় পরিষ্কার করতে পারেনআপনি যদি লেবু এবং ভিনেগার ব্যবহার করতে না চান তবে আপনি আলুর সাহায্যে সহজেই কাপড়ের চায়ের দাগ পরিষ্কার করতে পারেন। প্রথমে আলু সিদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হওয়ার পর আলু খোসা ছাড়িয়ে নিন। এবার খোসা ছাড়ানো আলু একটি কাপড়ে ঘষে কিছুক্ষণ পর কাপড় ধুয়ে ফেলুন। দেখবেন নিমিষেই কাপড় থেকে চায়ের দাগ মিলিয়ে গেছে।