Poila Boishakh 2022: নববর্ষ হোক মধুময়! ইতিহাসের পথ বেয়ে পাতে থাক বাংলার সাবেকি পাঁচ মিষ্টি...

Last Updated:

Poila Boishakh 2022: এবারের পয়লা বৈশাখে মিষ্টির পাত জুড়ে থাক পাঁচ সাবেকি রত্ন।

মধুরেণ সমাপয়েৎ নাকি মধুতেই শুরু নববর্ষ?
মধুরেণ সমাপয়েৎ নাকি মধুতেই শুরু নববর্ষ?
#কলকাতা: সময়টা মোটামুটি ১৮৩২ বা ১৮৩৩ সাল। স্থান সংস্কৃত কলেজের কাব্য শ্রেণীর শিক্ষক জয়গোপাল তর্কালঙ্কারের বাড়ির সরস্বতী পুজো। ছেলেরা এসেছে পুজো দেখতে (Poila Boishakh 2022)। কথায় কথায় শ্লোক লিখতে বলা গুরুর আদেশে কিছুটা বা বিরক্তই হয়ে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামে এক বছর বারোর ছাত্র, বিদ্যাসাগর তকমা যার তখনও জোটেনি, ব্যঙ্গের ছলে রচনা করল অভিনব সরস্বতী বন্দনা- লূচী কচূরী মতিচূর শোভিতং/জিলেপি সন্দেশ গজা বিরাজিতম্/যস‍্যাঃ প্রসাদেন ফলারমাপ্নুমঃ/সরস্বতী সা জয়তান্নিরন্তরম্!
শ্লোকের বর্ণনায় গিয়ে কাজ নেই, আমাদের চোখ টানছে ওই প্রসাদের থালা। মিষ্টি বলতে মতিচুর আছে, জিলিপি আছে, গজা আছে, বাঙালির সাধের সন্দেশ বাদ না পড়লেও কোণঠাসা তো বটেই! পয়লা বৈশাখে মিষ্টির থালা সাজাতে গিয়ে যদি ইতিহাসের দিকে তাকাতে হয়, তাহলে এই তালিকা গুরুত্বপূর্ণ। কেন না, সন্দেশের সঙ্গে বাঙালির ভাব হয়েছে অনেক পরে। ঘটনার তিরিশ বছরেরও পরে ছবিটা খুব একটা বদলায়নি। ১৮৬৮ সালে জন্ম নিয়েছেন স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্ত, তাঁর স্মৃতিকথাতেও সোজাসাপটা বয়ান- সন্দেশ তখনও জাতে ওঠেনি, অনেকটা ছিল চিনির মন্ডার মতো!
advertisement
advertisement
আরও এগিয়ে গেলে দেখা যাবে, যে ছানার মিষ্টি নিয়ে বাঙালির এত গৌরব, তা একসময়ে দেবতার পুজোয় (Poila Boishakh 2022) ব্রাত্য ছিল। দুধ কাটিয়ে ছানা তৈরি হয়- এই বিকৃতির দোষে। বিকৃত জিনিস তো আর ঠাকুরকে দেওয়া যায় না। তবে আজ যাঁকে আমরা ভগবানের অবতার বলেই মানি, সেই শ্রীচৈতন্য কিন্তু সন্দেশ পেলে বড় খুশি হতেন। সন্দেশ বলছি বটে, যদিও সেই সময়ে তার পাক আজকের মতো এত মিহি ছিল না, স্বাদে বৈচিত্র্যও ছিল না, সে ছিল কেবল চিনি আর ছানার মিশেল!
advertisement
তবে, সময় তো বদলিয়েছে! গঙ্গার জল যত গড়িয়েছে, ততই বাংলার ময়রাদের হাত থালায় গড়িয়ে গড়িয়ে ছানাকে বদলেছে কখনও গোল্লায়, কখনও ছাঁচের বা চ্যাপ্টা সন্দেশে, কখনও বা নিয়েছে ভেজে- তৈরি হয়েছে বাঙালির অনুপম মিষ্টান্নকোষ। এবারের পয়লা বৈশাখে মিষ্টির পাত জুড়ে থাক তারই পাঁচ সাবেকি রত্ন।
advertisement
স্বাদের রসাভাস
জয়গোপাল না কি ছাত্রের শ্লোকরচনায় ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করেছিলেন- এতে রস কোথায়? শ্লোকে তিনি খুঁজে পেয়েছিলেন সরসতার অভাব। এই রসের বিতর্ক ধারাবাহিকতায় নেমে এসেছে বাঙালির অতি সাধের মিষ্টির হাঁড়িতেও, রসগোল্লার উদ্ভাবনের সূত্রে (Poila Boishakh 2022)। সে বাংলার না ওড়িশার, ওই কূটকচালি পয়লা বৈশাখে ভুলে গিয়ে পাতে বরং তুলে দেওয়া যাক একটা রসগোল্লা, এখন আর ছানাও শুভ অনুষ্ঠানে ব্রাত্য নয়, তাছাড়া এই মিষ্টি না হলে বাঙালির চলেও না!
advertisement
লাল-সাদার স্বাদবাহার
একটা মিষ্টি তো আর পাতে দেওয়া যায় না! তাই এবার আরেকটার পালা, বাঙালির নববর্ষের লাল-সাদা সাজের অনুষঙ্গে এবার বেছে নেওয়া যাক ভাজা মিষ্টি। ১৮৫৩-তে ভীম নাগের হাতের এই মিষ্টি খেয়ে যে ভাবে হাত খুলে প্রশংসা করেছিলেন লেডি ক্যানিং, তাঁর নামাঙ্কিত লেডিকেনি পাতে পড়লে অতিথিরাও তা-ই করবেন!
advertisement
ভোগে-উপভোগে
১৯০৫-এ বর্ধমানে এসে যে মিষ্টি খেয়ে তৃপ্ত হয়েছিল লর্ড কার্জন, ভৈরব নাগের হাতে প্রথম তৈরি সেই সীতাভোগ আর মিহিদানা আজ অনেক দোকানেই সুলভ- যে কোনও একটা পছন্দমতো এবার মিষ্টির থালার একপাশে সাজিয়ে ফেলা যাক?
কড়াপাকের কড়চা
ভদ্রেশ্বরের তেলেনিপাড়ার বন্দ্যোপাধ্যায়দের জামাই ঠকাতে ১৮১৮ সালে সূর্য মোদক বানিয়েছিলেন জলভরা, তবে কড়াপাকের যে কোনও সন্দেশই বাঙালির মধুর সৃজনশীলতার প্রকাশ- তার একটা থালায় না রাখলেই নয়!
advertisement
দধিকর্মা
বাঙালির মিষ্টির থালায় হিমশীতল দই থাকবে না? তাও এই ঘোর গরমের বছরকার দিনে? উঁহু, সাদা নয়, বছরের প্রথম দিনটা মধুর করতে ১৯৩০ সালে নবদ্বীপের কালী ঘোষের হাতে দুধ বার বার জ্বাল দিয়ে যা তৈরি হত, সেই ঘন লাল মিষ্টি দই পাতে পড়ুক- এটাও এখন সব দোকানেই সুলভ!
আর কী; নতুন বছর মধুর হোক!
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Poila Boishakh 2022: নববর্ষ হোক মধুময়! ইতিহাসের পথ বেয়ে পাতে থাক বাংলার সাবেকি পাঁচ মিষ্টি...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement