Darjeeling Trip: উচ্ছল নদীতে পা ডুবিয়ে গরম মোমো! দিওয়ালিতে এটাই হোক ডেস্টিনেশন, রইল পাহাড়ের নয়া ঠিকানা

Last Updated:

Darjeeling Trip: পাহাড়ি নদীতে পা চুবিয়ে লোকাল খাবার হাতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ! মনমুগ্ধ করা এই জায়গায় আসলে নিমিষেই মনের সমস্ত ক্লান্তি দূর হবে আপনার।

+
আপার

আপার দুধিয়া

দার্জিলিং: উইকেন্ড হোক বা ছুটির দিন প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে কার না মন চায়। তার ওপর ঘরের কাছে যদি কোন পাহাড়ে ঘেরা ডেস্টিনেশন হয় তাহলে তো কোনও কথাই নেই। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার পথে দুধিয়ার কাছেই প্রকৃতির মাঝে গড়ে উঠেছে এই জায়গাটি। পাহাড়ের কোলে এই শান্ত শীতল পরিবেশে কিছুটা সময় কাটালে নিমিষেই আপনার মন ভাল হয়ে যাবে। একদিকে সবুজে ঘেরা সারি সারি পাহাড়,পাখিদের কিচিরমিচির শব্দ তার ওপর পাহাড়ি নদী মন মুগ্ধ করবে আপনার।
শিলিগুড়ি থেকে মিরিক যাবার পথে দুধিয়া বাজারের ঠিক ওপরেই বালাসন নদীর তীরে গড়ে উঠেছে চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে অপরূপ সুন্দর এই জায়গা। চারিদিকে সারি সারি পাহাড় আর তার মাঝ দিয়ে নিজ গতিতে ছুটে চলেছে পাহাড়ি নদী বালাসন আর সেই নদীর জলেই পা চুবিয়ে বসে দু-চোখ ভরে প্রকৃতিকে উপভোগ করছে পর্যটকেরা। প্রতিদিন প্রচুর পর্যটক কিছুটা সময় কাটাতে এখানে এসে থাকে।
advertisement
আরও পড়ুনঃ আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায় বিরাট মোড়! জলপাইগুড়িতে খুলল নতুন পথ, জানুন বিস্তারিত
পর্যটক অনুরাগ শর্মা জানান শহরের কোলাহল ছেড়ে চারিদিকে প্রকৃতির মাঝে এই নদীর ধারে বসে কিছুটা সময় কাটালে নিমিষেই সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। এই জায়গায় এসে সত্যিই খুব ভাল লাগছে। এই জায়গায় আসলেই মনে হবে চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতি এবং তার মাঝ দিয়ে বয়ে চলা পাহাড়ি নদীতে সমস্ত চিন্তা এবং ক্লান্তি যেন ভেসে চলে যাবে। এর পাশাপাশি নদীর জলে পা চুবিয়ে বসে এখানকার লোকাল মোমো, তাইপো থেকে শুরু করে নুডুলস খেতে খেতে চোখের সামনে ভেসে উঠবে পাহাড় নদী জঙ্গলের অপরূপ সৌন্দর্য।
advertisement
advertisement
ছুটির দিনে শহরের এই কোলাহল ছেড়ে নিরিবিলিতে পাহাড়ি নদীর ধারে বসে পরিবার অথবা বন্ধু-বান্ধবের সাথে কিছুটা সময় কাটাতে হলে এই জায়গাটি হতে চলেছে আপনার সেরা ঠিকানা। পাহাড় মানেই আবেগ পাহাড় মানেই ভালোবাসা, আর আপনি যদি পাহাড়প্রেমী হয়ে থাকেন এবং পাহাড়ে ঘেরা কোন ডেস্টিনেশনে আপনার পরিবার এবং বন্ধু-বান্ধবের সাথে কিছুটা সময় কাটাতে চান তাহলে অবশ্যই ঘুরে আসুন প্রকৃতির মাঝে পাহাড় এবং নদীর মেলবন্ধনে গড়ে ওঠা আপার দুধিয়ার বালাসন নদীর তীরে।
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Darjeeling Trip: উচ্ছল নদীতে পা ডুবিয়ে গরম মোমো! দিওয়ালিতে এটাই হোক ডেস্টিনেশন, রইল পাহাড়ের নয়া ঠিকানা
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement