North Bengal: আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায় বিরাট মোড়! জলপাইগুড়িতে খুলল নতুন পথ, জানুন বিস্তারিত
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
North Bengal: চিন সীমান্তে মোতায়ন সেনাকে লজেস্টিক সাপোর্ট দিতে আরও একধাপ এগোল ভারত, জলপাইগুড়ি জেলা সংলগ্ন নতুন পথের উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী।
জলপাইগুড়ি: আন্তর্জাতিক যোগাযোগের সড়ক পথে নয়া মোড়। চিন সীমান্তে মোতায়ন সেনাকে লজেস্টিক সাপোর্ট দিতে আরও একধাপ এগিয়ে গেল ভারত। সম্প্রতি উদ্বোধন হল জলপাইগুড়ি জেলা সংলগ্ন নতুন পথ ঋষিকেশ রোড। ভারত-চিনের যদি সম্পর্ক চিড় ধরে, তা হলে উত্তরবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গরুবাথান লাভা, আলগাড়া, ঋষি রোডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশের সুরক্ষাকে অক্ষুন্ন রাখতে এই রাস্তার তদারকি ভার ইতিমধ্যেই বর্ডার রোড অর্গানাইজেশনের হাতে হস্তান্তর করেছে দেশের প্রতিরক্ষা দফতর। আর এই রাস্তাগুলোকে ধাপে ধাপে তৈরি করে, ভারতের সীমান্তবর্তী রাস্তা সচল রাখতে এবং তার পরিকাঠামাকে আরও মজবুত করতে, দিন কয়েক আগে জলপাইগুড়ি জেলার সীমানা শেষে কালিম্পং জেলার গরুবাথান হয়ে লাভা, ঋষি রোডের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন ভারতবর্ষের সুরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আজ লক্ষ্মীপুজোয় উপোস করবেন নিশ্চই? মেনে চলুন এই ছোট্ট নিয়ম, দিনভর চাঙ্গা শরীর, ছুটে পালাবে ক্লান্তি
এই রাস্তাকে সিকিমের দ্বিতীয় লাইফলাইন বলা হয়। পাশাপাশি, ভারত চিনের সীমান্তের একমাত্র বলিষ্ঠ রাস্তা হিসেবে এই সড়ক পথকেই চিহ্নিত করা হয়েছে। দেশের সুরক্ষাকে সমৃদ্ধ করতে এবং পাশাপাশি চিনের বর্ডার এরিয়াতে সরাসরি এই রাস্তাই একমাত্র যোগাযোগের পথ। পূর্ব সিকিমের সঙ্গে যোগাযোগের মূল সড়কের একাংশ ২০ কিলোমিটার থেকে ৪৯ কিলোমিটার পর্যন্ত ভারতের রক্ষা মন্ত্রী রাজনাথ সিং উদ্বোধন করেন। রাজনাথ সিং সিকিমের গ্যাংটক শহর থেকে ওয়েব টেলিকাস্টিংয়ের মাধ্যমে সম্প্রতি এই সড়ক পথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
advertisement
উল্লেখ্য, প্রাকৃতির দুর্যোগের সময় গরুবাথান, লাভা, ঋষি রোডই সচল ছিল। সিকিমের মানুষকে এই পথেই পরিষেবা দেওয়া হয়েছে। সুতরাং, সিকিমের লাইফ লাইন হিসেবে পরিগণিত হয়েছে গরুবাথান লাভা ঋষি রোড। এই কারণেই এমন উদ্যোগ প্রশাসনের তরফে।
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 17, 2024 3:47 PM IST