#কলকাতা: নিপা ভাইরাসের প্রকোপে এর মধ্যেই কেরলে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১০ । নিপা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে । চিকিত্সকরা আশ্বাস দিলেও সতর্ক থাকতে বলেছেন ফল বা অপরিশোধিত জল থেকে ।
নিপা ভাইরাসের মূল বাহক শুয়োর হলেও ফল খাওয়া বাদুর থেকেও ছড়াতে পারে নিপা ভাইরাসের জীবাণু বলে জানাচ্ছেন ত্রিশূরের হর্টিকালচার কলেজের ডিন জর্জ টমাস ।
আরও পড়ুন: ব্যথা কমাতে টক দই, রোজ খান গরমে
ঠিক কোন ধরনের ফলে বাসা বাঁধতে পারে এই জীবাণু? চিকিত্সকরা জানাচ্ছেন, আম, লিচু, সফেদা ও খেজুর এই বাদুরদের প্রিয় । কারণ এইসব ফলের খোসা পাতলা হয় । সাবধান থাকতে তাই আধখাওয়া বা কাটা ফল খেতে বারণ করছেন তাঁরা ।
গরমের কোনও ফলই কি খাওয়া যাবে না? চিকিত্সকরা জানাচ্ছেন, নিশ্চিন্তে খেতে পারেন কাঁঠাল । খোসা মোটা হওয়ার কারণে এই ফলে হানা দেয় না বাদুর । তবে যেকোনও ফল বা সব্জি খাওয়ার আগে ভাল করে ধুয়ে নিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fruit Bats, Fruits, Nipah virus