Indigo for hair: তারুণ্যেই মাথা সাদা? অকালপক্বতা-সহ চুলের অন্যান্য সমস্যা রোধে ব্যবহার করুন প্রাকৃতিক নীল

Last Updated:

চুলের যত্নে প্রাকৃতিক উপাদানগুলির মধ্যে অন্যতম হল নীলগাছ বা ইন্ডিগো প্ল্যান্ট (natural indigo for problem free hair)

সুন্দর ঝলমলে চুল আপনার ব্যক্তিত্বের অংশ৷ অনেকেই চুলের সমস্যার জন্য বাজারচলতি রাসায়নিক সর্বস্ব পণ্যের প্রতি আকৃষ্ট হন৷ শেষ অবধি চুলের উপকার কিছু হোক না হোক, রাসায়নিকের ফলে ক্ষতি যথেষ্টই হয়৷ মানবদেহের যে কোনও অঙ্গের সমস্যার সমাধান হাজির প্রকৃতিতেই৷ চুলের যত্নে প্রাকৃতিক উপাদানগুলির মধ্যে অন্যতম হল নীলগাছ বা ইন্ডিগো প্ল্যান্ট (natural indigo for problem free hair)৷
ব্রিটিশ আমলে ভারতীয় কৃষির দুঃস্বপ্ন সেই নীলগাছই চুলের জন্য অপরিহার্য৷ নীলগাছ সাধারণত ১ থেকে ২ মিটার উঁচু হয়৷ এই গাছেই জন্মায় গোলাপি ফুল৷ নীল পাউডার সাদা জামাকাপড় ধবধবে রাখার জন্য ব্যবহৃত হলেও প্রাকৃতিকভাবে চুল রং করতেও ফলপ্রসূ৷ চুলের যত্ন নিতে চাইলে আপনার সাজরুটিনের অংশ করে নিন ইন্ডিগো বা নীলকে৷ আদিকাল থেকে ‘ব্লু গোল্ড’ বলে পরিচিত এই ভেষজ চুলে যত্নে বহু যুগ ধরেই সমাদৃত আয়ুর্বেদশাস্ত্রে (importance of natural indigo in Ayurveda)৷
advertisement
আরও পড়ুন : বাড়তি ওজন হ্রাস করা-সহ এই পাঁচ কারণে শীতকালীন ডায়েটে রাখতেই হবে ডিম
অকালপক্বতা সমস্যা সমাধানে বড় দিকই হল নীলের গুঁড়ো এবং তেল৷ নির্দিষ্ট সময়ের আগে চুল পেকে গেলে ব্যবহার করুন এই ঘরোয়া টোটকা৷ নিয়মিত নীলের গুঁড়ো ব্যবহার করলে পরবর্তীতে অকালপক্বতা প্রতিরোধ করা যায়৷
advertisement
আরও পড়ুন : এই নিয়মগুলিতে দুর্বল সম্পর্ক মজবুত হয়, ভাঙা সম্পর্কও জোড়া লাগে
চুলের বেড়ে ওঠার জন্যও নীল প্রয়োজনীয়৷ নীলগাছের পাতা থেকে তেল তৈরি করে সেটি মাখতে হবে৷ নিয়মিত ব্যবহারে নতুন চুল জন্মায়৷ দীর্ঘমেয়াদী উপকার হিসেবে স্ক্যাল্পের যে কোনও সংক্রমণও দূর হয় এর প্রয়োগে৷
advertisement
আরও পড়ুন : এভাবে সাজুন, ভারী চেহারাতেও হয়ে উঠবেন আকর্ষণীয়া
ইন্ডিগো হেয়ার অয়েলে দূর হয় খুসকির সমস্যাও৷ স্ক্যাল্পের শুকনোভাব এবং চুলকানির প্রবণতা কমিয়ে দেয় এই তেল৷ শুষ্ক চুলের সমস্যা দূর করতেও সেরা ঘরোয়া টোটকা হল প্রাকৃতিক নীল৷ চুল নরম ও মোলায়েম করতে এটি জুড়িহীন৷ নীলের আরও একটি বড় গুণ হল এটি রাসায়নিকমুক্ত৷ চুলের বাইরের অংশে যেমন রঙের আবরণী দেয় নীল, ঠিক তেমনই স্ক্যাল্পে দেয় সুরক্ষার প্রলেপ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Indigo for hair: তারুণ্যেই মাথা সাদা? অকালপক্বতা-সহ চুলের অন্যান্য সমস্যা রোধে ব্যবহার করুন প্রাকৃতিক নীল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement