Benefits of Egg: বাড়তি ওজন হ্রাস করা-সহ এই পাঁচ কারণে শীতকালীন ডায়েটে রাখতেই হবে ডিম

Last Updated:

যাঁরা ডায়েটিং-এ ওজন কমাতে ইচ্ছুক, তাঁদের জন্যেও ডিম প্রয়োজন (Usefulness of eggs in diet)

৬ গ্রাম প্রোটিন, ৫ গ্রাম স্বাস্থ্যকর ফ্যাট ছাড়াও সিদ্ধ ডিমে আছে সব রকম পুষ্টিমূল্য৷ ভিটামিন এ, বি-৫, বি-২ এবং বি-১২ উল্লেখযোগ্য পরিমাণে আছে ডিমসিদ্ধে৷ মস্তিষ্কের বিকাশ এবং কর্মক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ডিম গুরুত্বপূর্ণ (Benefits of Egg)৷ যাঁরা জিমন্যাসিয়ামে গিয়ে শরীরচর্চা করেন, তাঁদের ডায়েটে ডিম অত্যন্ত প্রয়োজনীয়৷ অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন থাকা ফলে পেশি সুগঠিত হয়৷ মজবুত হয় হাড়৷ এছাড়া ডিমে আছে ৭০ ক্যালরি৷ এর ফলে পেট অনেক ক্ষণ ভরা থাকার অনুভূতি হয়৷ যাঁরা ডায়েটিং-এ ওজন কমাতে ইচ্ছুক, তাঁদের জন্যেও ডিম প্রয়োজন (Usefulness of eggs in diet)৷
আরও পড়ুন : এই নিয়মগুলিতে দুর্বল সম্পর্ক মজবুত হয়, ভাঙা সম্পর্কও জোড়া লাগে
ডিমে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট আছে৷ ফলে ছানির মতো চোখের অসুখ এবং পেশির দুর্বলতা দূর হয়৷ কার্ডিও ভাসক্যুলার সুস্থতাও বজায় রাখে ডিম ৷  ৯ টি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডে ভরা ডিম থেকে দিনভর কাজের এনার্জি পাওয়া যায় প্রচুর৷ ডিমের প্রোটিন যোগান দেয় এনার্জির৷ বজায় রাখে শারীরিক সক্ষমতা৷ শরীরে অ্যাসিটাইকোলাইন উৎপন্ন করতে সাহায্য করে ডিম৷ ফলে মানসিক উদ্বেগ দূর হয় এর প্রভাবে৷
advertisement
আরও পড়ুন : এভাবে সাজুন, ভারী চেহারাতেও হয়ে উঠবেন আকর্ষণীয়া
নির্দিষ্ট কিছু বাদাম, ফলের দানা এবং মাছে যাঁদের অ্যালার্জি আছে, তাঁরা ওমেগা থ্রি এবং স্বাস্থ্যকর ফ্যাটের জন্য ভরসা করতে পারেন ডিমের উপর৷ এই উপকারী উপাদানগুলির জন্য প্রাতরাশে ডিম খাওয়াই যায়৷ তার ফলে পেট দীর্ঘ ক্ষণ ভরে থাকার অনুভূতি হয়৷ ভারী প্রাতরাশের ফলে দুপুরের খাবার হাল্কা হলেও চলে৷ শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি ভারতীয়দের ক্ষেত্রে খুব সাধারণ সমস্যা৷ সকালের সূর্যালোক এই ভিটামিনের জন্য সেরা উৎস হলেও ভিটামিন ডি-এর জন্য খাওয়া যায় ডিমও৷ দু’টি ডিমের কুসুম খেলে সারা দিনের প্রয়োজনীয় ভিটামিন ডি-এর অভাব পূর্ণ হয়৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Benefits of Egg: বাড়তি ওজন হ্রাস করা-সহ এই পাঁচ কারণে শীতকালীন ডায়েটে রাখতেই হবে ডিম
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement