Meat on the Rock: একেবরে healthy, তেল মশলা ছাড়া এই 'ছোট্ট' জিনিস দিয়ে মটন রান্না করুন, বাড়তি চর্বি থাকবে না, শরীরেও কোনও ক্ষতি হবে না, রইল রেসিপি
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
আদিম যুগের পন্থাকে অবলম্বন করে বড় পাথরের উপর সুস্বাদু মাংস রান্না করে সকলের নজর কাড়ছেন কালিম্পং এর তেজস্বী রাই। এই রান্নার সবচেয়ে ভালো দিক এখানে কোন ধরনের তেল মশলা দেওয়া হচ্ছে না। তা সত্ত্বেও এই পাথরের উপর রান্না করা মাংস নাকি বেশ সুস্বাদু।
শিলিগুড়ি : কোনও রকম তেল মসলা ছাড়াই দিব্যি পাথরের উপর রান্না করা হচ্ছে মাংস। পাথরের উপর রান্না শুনে “স্টোন এজ” এর কথা মনে হলেও তা কিন্তু একেবারেই নয়। আজকের দিনেও পাথরের ওপর রান্না করা হচ্ছে বিভিন্ন ধরনের মাংস। সেই মাংসের স্বাদ নিতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছে প্রচুর মানুষ।
একটা সময় ছিল যখন মানুষের প্রধান হাতিয়ার ছিল পাথর। সেই পাথরকেই কেটে রান্না করার পাত্র থেকে শুরু করে হাতিয়ার সমস্ত কিছুই তৈরি করা হতো। যদিও সেটা আদিম যুগের কাহিনী। কিন্তু আজকের দিনে যখন টেকনোলজি এত উচ্চমানের তখন সেই পুরনো পন্থায় ফিরে আসছে মানুষ।
আরও পড়ুন4 Tips to Buy Second Hand Car: সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন? এই বিষয়গুলি না জানলে গুরুতর ফল ভুগতে হবে
আদিম যুগের পন্থাকে অবলম্বন করে বড় পাথরের উপর সুস্বাদু মাংস রান্না করে সকলের নজর কাড়ছেন কালিম্পং-এর তেজস্বী রাই। এই রান্নার সবচেয়ে ভাল দিক এখানে কোনও ধরনের তেল মশলা দেওয়া হচ্ছে না। তা সত্ত্বেও এই পাথরের উপর রান্না করা মাংস নাকি বেশ সুস্বাদু। এই রান্না করতে গেলে কী কী প্রয়োজন? তেজস্বী বাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই রান্না করতে বিশেষ কোনও মশলার প্রয়োজনই নেই। আগুনের পাথরটিকে গরম হতে দিয়ে দিতে হবে। পাথর গরম হলেই তারপর নুন দিয়ে মাখানো মাংস একটি একটি করে পাথরের উপর দিয়ে দিতে হবে। তারপর স্টিক দিয়ে ওলটপালট করে দিলেই মাংসের মধ্যে থাকা অপ্রয়োজনীয় চর্বি গুলি ঝরে যাবে। একটু লালচে হয়ে আসলেই সেটা নামিয়ে দিতে হবে। লেবু মাখিয়ে সার্ভ করলে সকলে চেটে পুটে খাবে সেই মাংস।”
advertisement
advertisement
কালিম্পং জেলার বাসিন্দা তেজস্বী রাই আসলে পেশায় বিদ্যুৎ দফতরের একজন কর্মী । একদিন পিকনিকে গিয়ে পাথরের উপর এই রান্নার পদ্ধতি অবলম্বন করে রান্না করেছিলেন মাংস। সেই মাংসর স্বাদ ভাললাগার পরই তিনি কালিম্পং জেলায় একটি দোকান খুলেছেন। এখন সেই দোকানে পাথরের ওপর রান্না করা মাংস খেতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। তিনি বলেন,” প্রতিদিন প্রচুর মানুষ আমার দোকানে এই মাংস খেতে আসছেন। একটি শুকনো এলাকার পাথর নিয়ে এসে তার ওপর আজীবন মাংস রান্না করা যায়। তবে এর একটি ভাল দিক হলো মাংসে থাকা অপ্রয়োজনীয় চর্বি পড়ে যায়। ফলে সেই খাবার খেলে স্বাস্থ্যের পক্ষেও ভাল।”
advertisement
অনির্বাণ রায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2024 2:47 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Meat on the Rock: একেবরে healthy, তেল মশলা ছাড়া এই 'ছোট্ট' জিনিস দিয়ে মটন রান্না করুন, বাড়তি চর্বি থাকবে না, শরীরেও কোনও ক্ষতি হবে না, রইল রেসিপি