Mustard oil: দাম দিয়ে কেনা সরষের তেল সত্যিই খাঁটি তো? আসল-নকল চিনে নিন এক নিমেষে! জেনে নিন সঠিক উপায়
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
কিন্তু ঝাঁঝ দেখে দাম দিয়ে যে সরষের তেল কিনে আনছেন তা সত্যিই খাঁটি তোঁ? ভুল করে নকল তেল কিনেছেন না তো?
সরষে ইলিশ হোক বা তেল কই, বাঙালির রান্না সরষের তেল ছাড়া জমে না। শুধু রান্নায় নয়, ওষধি গুণেও সমৃদ্ধ সরষের তেল। বিশেষত শীতকালে সরষের তেল মাখার চল আজও কেউ কেউ বাঁচিয়ে রেখেছেন। কিন্তু ঝাঁঝ দেখে দাম দিয়ে যে সরষের তেল কিনে আনছেন তা সত্যিই খাঁটি তোঁ? ভুল করে নকল তেল কিনেছেন না তো? কীভাবে চিনবেন আসল খাঁটি সরষের তেল? এই বিষয়ে সমস্ত খুঁটিনাটি জানান হল এই প্রতিবেদনে।
এখন বেশিরভাগ সব জিনিসেই মিশছে ভেজাল। অতিরিক্ত চাহিদা, লোভ, খাবারে ভেজাল মেশানোর কারণ এমনই আরও বহু। তবে এর ফলাফল ভয়ঙ্কর। ভেজালের কারণে দিনের পর দিন ধরে বিষাক্ত উপাদান প্রবেশ করছে মানুষের শরীরে।
আরও পড়ুন: চায়ের সঙ্গে রোজ টোস্ট বিস্কুট খান! কীভাবে বানানো হয়? জানলে শিউরে উঠবেন, দেখুন সেই ভাইরাল ভিডিও
advertisement
advertisement
বিশেষত সরষের তেলে ভেজাল থাকলে তা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। বিভিন্ন ধরনের রান্নার তেল থাকলেও, আজও বাঙালির রান্নায় সরষের তেলের কদর বেশি।
সম্প্রতি ইন্টারনেটে আসল এবং নকল সরষের তেল চিনে নেওয়ার সঠিক পদ্ধতি জানালেন কুমার স্যার।
advertisement
তিনি জানালেন,‘‘ একটি বোতলে সরষের তেল ভরে ফ্রিজে রেখে দিন। সরষের তেলে পাম তেল মেশানো থাকলে তা নীচে থিতিয়ে যাবে। সরষের তেলে উপরে উঠে আসবে। সরষের তেল কোনও ভাবেই জমবে না।’’ কুমার স্যার সোশ্যাল মিডিয়ায় অনলাইন ক্লাস নেওয়ার জন্য জনপ্রিয়।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2023 8:09 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mustard oil: দাম দিয়ে কেনা সরষের তেল সত্যিই খাঁটি তো? আসল-নকল চিনে নিন এক নিমেষে! জেনে নিন সঠিক উপায়