Viral Video: চায়ের সঙ্গে রোজ টোস্ট বিস্কুট খান! কীভাবে বানানো হয়? জানলে শিউরে উঠবেন, দেখুন সেই ভাইরাল ভিডিও
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
সম্প্রতি এই টোস্ট বিস্কুট তৈরির একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। যা দেখলে চোখ কপালে উঠবে সকলের।
চায়ের সঙ্গে চাই বিস্কুট। বেশিরভাগ ভারতীয় তথা বাঙালির সকালের শুরু কিংবা সন্ধ্যার আড্ডা জমে ওঠে না। বিস্কুটের মধ্যে অনেকেরই প্রিয় বিস্কুট টোস্ট বিস্কুট বা রাস্ক বিস্কুট। কিন্তু সম্প্রতি এই টোস্ট বিস্কুট তৈরির একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। যা দেখলে চোখ কপালে উঠবে সকলের।
সম্প্রতি, কনটেন্ট ক্রিয়েটর অমর সিরোহী(ফু়ডি-ইনকারনেট) তাঁর X হ্যাণ্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে টোস্ট বিস্কুট তৈরি হয়েছে। আর সেই ভিডিও দেখেই তাজ্জব নেটনাগরিকরা। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তি মিলে তৈরি করছেন টোস্ট বিস্কুট। তবে একেবারে খালি হাতে।
advertisement
advertisement
বিস্কুট তৈরির প্রক্রিয়ায় পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটনাগরিকেরা। ভিডিওতে এক ব্যক্তিকে ধুমপান করতে করতেই বিস্কুট তৈরি করতে দেখা যায়। X হ্যান্ডেলে নিমেষে ভাইরাল হয়ে যায় ওই ভিডিও। খাওয়ার তৈরির ক্ষেত্রে পরিচ্ছন্নতা নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
X হ্যান্ডেলে এক ব্যক্তি লেখেন,‘‘ যদি এটা সত্যি হয়, তবে পরের বার টোস্ট তৈরি খাওয়ার আগে ভয় করবে।’’ এই ভিডিও দেখার পর অনেকেই যেকোনও ধরনের বাইরের খাবার না খাওয়ার পরামর্শ দিচ্ছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2023 7:19 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: চায়ের সঙ্গে রোজ টোস্ট বিস্কুট খান! কীভাবে বানানো হয়? জানলে শিউরে উঠবেন, দেখুন সেই ভাইরাল ভিডিও