World's Youngest Billionaire: নিজস্ব প্লেন, একাধিক প্রাসাদ, অসংখ্য সুপারকার! ৯ বছর বয়সেই বিশ্বের কনিষ্ঠতম কোটিপতি এই শিশু

Last Updated:

World's Youngest Billionaire : এই শিশু মাত্র ৬ বছর বয়সেই একাধিক প্রাসাদের মালিক

বিশ্বের কনিষ্ঠতম কোটিপতি মোম্ফা জুনিয়র
বিশ্বের কনিষ্ঠতম কোটিপতি মোম্ফা জুনিয়র
বয়স মাত্র ৯ বছর৷ কিন্তু এর মধ্যেই বিশ্বের কনিষ্ঠতম কোটিপতি মোম্ফা জুনিয়র৷ নাইজেরিয়ার লাগোসের বাসিন্দা এই শিশু মাত্র ৬ বছর বয়সেই একাধিক প্রাসাদের মালিক৷ সারা বিশ্বে মোম্ফা ঘুরে বেড়ায় নিজের ব্যক্তিগত বিমানে৷ তার গাড়িশালে সাজানো আছে সারি সারি সুপারকার৷ যদিও গাড়ি চালানোর জন্যতার বয়স নিতান্তই কম৷ চালকের আসনে বসলে তার পা পৌঁছয় না পেডাল পর্যন্ত৷
মোম্ফা জুনিয়রের প্রকৃত নাম মহম্মদ অওয়ল মুস্তাফা৷ সে ‘শিশু ইনফ্লুয়েন্সার’৷ ইনস্টাগ্রাম প্রোফাইলে তার ফলোয়ারের সংখ্যা ২৭ হাজার৷ সেখানে বিলাসবহুল জীবনযাপনের ছবি মাঝে মাঝেই শেয়ার করে সে৷ বিলাসবহুল খাওয়াদাওয়ার পাশাপাশি থাকে ব্যক্তিগত বিমানে ঘোরার ছবি ও ভিডিও৷ তার অট্টালিকার সামনে সাজানো থাকে ফেরারি-সহ নানারকমের সুপারকার৷
মোম্ফার বাবা ইসমাইল মুস্তাফা নাইজেরিয়ার একজন ধনকুবের ইন্টারনেট সেলেব্রিটি৷ তিনি পরিচিত মোম্ফা সিনিয়র নামে৷ লাগোস এবং দুবাইয়ের মধ্যে তাঁর নিত্য যাতায়াত৷ তাঁর বিলাসবহুল জীবনযাপন দেখার জন্য অপেক্ষায় থাকেন লক্ষ লক্ষ ফলোয়ার৷ তাঁর একটি ইনস্টা পোস্টে দেখা যায় মোম্ফা জুনিয়র ও তার বোন দাঁড়িয়ে আছে আপাদমস্তক ভারস্যাচে ব্র্যান্ডের পোশাক ও অ্যাকসেসরিজের সাজে৷ ইসমাইল মুস্তাফা নিজেই তাঁর সন্তানদের বলেছেন ‘এক্সপেনসিভ লিটল কিডস’৷
advertisement
advertisement
২০১৯ সালে তার ষষ্ঠ জন্মদিনে বাবার কাছে থেকে অট্টালিকাসম বাড়ি উপহার পায় মোম্ফা জুনিয়র৷ তার বাবা ইসমাইল মুস্তাফা একজন উদ্যোগপতি৷ ব্যবসা থেকেই যাবতীয় আর্থিক উন্নতি তাঁর৷ এখন তাঁর সন্তান মোম্ফা জুনিয়র নাইজেরিয়ার ধনী শিশুদের মধ্যে অন্যতম, যে তার প্রাইভেট জেট ও গয়নার ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে৷ মন্তব্যবাক্সে অসংখ্য নেটিজেন লেখেন তাঁদের স্বপ্ন একদিন মোম্ফার মতো ধনী হওয়া৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
World's Youngest Billionaire: নিজস্ব প্লেন, একাধিক প্রাসাদ, অসংখ্য সুপারকার! ৯ বছর বয়সেই বিশ্বের কনিষ্ঠতম কোটিপতি এই শিশু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement