Marigold Leaves Benefits: পেটের রোগ থেকে ত্বকের সমস্যা-শত অসুখ দূর গাঁদাগাছের পাতার রসে

Last Updated:

Marigold Leaves Benefits: গাঁদাগাছের পাতাও নানা কাজে লাগে৷ আয়ুর্বেদশাস্ত্রে নানা ভাবে গাঁদাগাছের পাতা ব্যবহারের কথা বলা হয়েছে

গাঁদাগাছের পাতাও নানা কাজে লাগে
গাঁদাগাছের পাতাও নানা কাজে লাগে
শীতকাল মানেই গাঁদাফুলের মরশুম৷ এখন চারদিকে নানা রকমের গাঁদা ফুলের সমাহার চোখে পড়বে৷ রূপের পাশাপাশি এই ফুলের নানা গুণও প্রচুর৷ গাঁদাগাছের পাতাও নানা কাজে লাগে৷ আয়ুর্বেদশাস্ত্রে নানা ভাবে গাঁদাগাছের পাতা ব্যবহারের কথা বলা হয়েছে৷ জানিয়েছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ বিক্রম চৌহান৷ দেখে নিন কোন কোন উপায়ে গাঁদাগাছের পাতা থেকে উপকৃত হবেন আপনি-
# ছোটখাটো কাটা, পোড়া-সহ ত্বকের নানা সমস্যায় ওষুধ হিসেবে কাজ করে মেরিগোল্ড টিঙ্কচার৷ নতুন টিস্যু, কোলাজেন তৈরিতে সাহায্য করে৷ ক্ষতস্থানে রক্তপ্রবাহে সাহায্য করে৷
# অ্যাথলিটস ফুট, দাদের মতো চর্মরোগে অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে গাঁদা ফুল এবং এর পাতা৷
advertisement
# হজমের সমস্যা ও পেটের গণ্ডগোল সারাতে অত্যন্ত কার্যকর গাঁদাপাতার রস৷
advertisement
# গাঁদা ফুল ও পাতার রস কাজে লাগানো হয় অর্শের উপশমে৷
# কানে কোনও সাধারণ সংক্রমণ হলে প্রাথমিক চিকিৎসায় আয়ুর্বেদশাস্ত্র অনুযায়ী দেওয়া হয় গাঁদাপাতার রস৷ সেক্ষেত্রে সামান্য গরম করে গাঁদাপাতার রস প্রয়োগ করা হয়৷
# দীর্ঘ দিন ত্বকের উপর কোনও ফোঁড়া যদি না সারে বা খোসপাঁচড়ার মতো কিছু হলে গাঁদাপাতার রস ব্যবহার করা হয় টোটকা হিসেবে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Marigold Leaves Benefits: পেটের রোগ থেকে ত্বকের সমস্যা-শত অসুখ দূর গাঁদাগাছের পাতার রসে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement