Psoriasis সারিয়ে নতুন বছরে পান নতুন জীবন, পথ দেখাবে কলকাতা!

Last Updated:

Manage your Psoriasis effectively this New Year: এই বছর ত্বক কথা বলুক, এবং সোরিয়াসিসের মতো রোগকে চিরদিনের মতো জীবন থেকে সরিয়ে ফেলা যাক।

Representational Image
Representational Image
#কলকাতা: নতুন বছর সবার মনে নতুন আশা জাগাক এটাই কাম্য। তাই এই বছর ত্বক কথা বলুক, এবং সোরিয়াসিসের (Psoriasis) মতো রোগকে চিরদিনের মত জীবন থেকে সরিয়ে ফেলা যাক (Manage your Psoriasis effectively this New Year)।
সারা পৃথিবীতে প্রচুর সংখ্যায় লোক এই সোরিয়াসিস রোগে ভুগছেন। তবে এই রোগ নিরাময়ের উপায়ও আছে। ত্বক বিশেষজ্ঞেরা জানিয়েছেন, সঠিক চিকিৎসা, থেরাপি এবং ডাক্তারের উপদেশ শুনে চললেই মিলবে এই রোগ থেকে মুক্তি।
advertisement
ডাক্তার সচিন বর্মা (Dr. Sachin Varma, Dermatologist, Apollo Gleneagles Hospital Limited, Kolkata ), ত্বক বিশেষজ্ঞ, অ্যাপোলো গ্লেনেগলস হসপিটাল লিমিটেড, কলকাতা, বলছেন, দিনে প্রায় ১০টি সোরিয়াসিস রোগী তিনি দেখেন। তাঁর মতে এই রোগের নিরাময় হয় যদি রোগী ডাক্তারের প্রতিটা কথা মেনে চলেন।
advertisement
ডাক্তার সন্দীপন ধর (Dr. Sandipan Dhar, Professor & Head of Pediatric Dermatology, Institute of Child Health, Kolkata ), প্রফেসর ও হেড অফ পেডিয়াট্রিক ডারমাটোলজি, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কেয়ার, বলছেন, কলকাতায় সোরিয়াসিসের নিয়ে একেবারেই কোনও সচেতনতা নেই। বেশিরভাগ মানুষই সাধারণ ফাঙ্গাল ইনফেকশন বা অ্যালার্জি বলে রোগটিকে দেখে। ফলে ভুল চিকিৎসায় রোগটি আরও বেড়ে যায় এবং রোগীরা ডাক্তারদের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন। যেখানে এই রোগটি খুব সহজেই ইমিউনমডুলেটর (Immunemodulators), ফোটো কেমোথেরাপি (Photo Chemotherapy) ও বায়োলজিক্স (Biologics) ইত্যাদির মাধ্যমে সারানো সম্ভব। তার সঙ্গে থেরাপি আরও কার্যকর।
advertisement
এই নতুন বছরে নতুন রেজোলিউশন নিয়ে এই রোগটির নিরাময় করাই যায়। তার জন্য মেনে চলতে হবে এই কটি উপায়।
সঠিকভাবে নির্ধারিত চিকিৎসা
প্রথমেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওষুধ খেতে শুরু করতে হবে। উনি যা যা প্ল্যান বা চার্ট বানিয়ে দেবেন তা মেনে চলতে হবে। আর যদি এখনও কোনও ত্বক বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ না করা হয়ে থাকে তবে আর দেরি না করে এখুনি তা করা দরকার। এতে সোরিয়াসিসের উপসর্গ আছে কি না, বা এই রোগজনিত কোনও দুশ্চিন্তা থাকে তবে তাও দূর করা যাবে।
advertisement
সঠিক ত্বক বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ
রোগ নিরাময়ের আগেও প্রয়োজন সঠিক একজন ডাক্তার খুঁজে পাওয়া। সেটা হলেই রোগ সারতে সময় লাগে না। তাই এই রোগটিকে আর ফেলে না রেখে এখনই যোগাযোগ করা উচিত কোনও ভালো ত্বক বিশেষজ্ঞের সঙ্গে।
advertisement
উপসর্গ লক্ষ্য করা
উপসর্গ লক্ষ্য করা একটি বড় কাজ। কোনও রোগ হওয়ার আগে তার কিছু না কিছু উপসর্গ বেরোবেই। সেটা লক্ষ্য রেখে দরকারে দেখাতে হবে ডাক্তার।
না লুকিয়ে চিকিৎসা করা
কোনও রোগই লুকিয়ে রাখা উচিত নয়, ঠিক একই ভাবে সোরিয়াসিসও নয়। এটি লুকিয়ে চলা মানে ভেতর ভেতর রোগটি তার মাত্রা ছাড়াবে যা একটা সময় গিয়ে খারাপ আকার ধারণ করবে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Psoriasis সারিয়ে নতুন বছরে পান নতুন জীবন, পথ দেখাবে কলকাতা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement