Malda Tourism: বাংলার প্রাচীন গৌড়ে সুলতানি আমলের সরাইখানার আজ মলিন মিনার, সাক্ষী বহু ইতিহাসের

Last Updated:

Malda Tourism: প্রাচীন বাংলার গৌড় শাসনকালে সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ দ্বারা নির্মিত এই মিনারের রয়েছে একাধিক ইতিহাস। ইতিহাসবিদদের মতে সুলতানি আমলে শাসন কেন্দ্রের অবস্থানকে বোঝাতে এই মিনারটি নির্মাণ করা হয়েছিল। এবং এই মিনার থেকেই সুলতানের সেনাবাহিনী গৌড় নগরীর নিরাপত্তা ব্যবস্থার উপর নজর রাখতেন।

+
মালদহের

মালদহের গৌড়ে অবস্থিত ফিরোজ মিনার

মালদহ, জিএম মোমিন: প্রাচীন ভারতের একাধিক ইতিহাস কে জানতে আজও দেশ-বিদেশ থেকে ছুটে আসেন বহু পর্যটকরা। দিল্লি, কলকাতা সহ একাধিক বড় শহরের ঐতিহাসিক স্থাপত্য গুলির ইতিহাস পর্যটকদের কাছে বিশেষ পরিচিতি পেলেও বাংলার এই জায়গার একাধিক ইতিহাস আজও অজানা অনেকের কাছে। দিল্লির কুতুব মিনার, কলকাতার শহীদ মিনার সহ বড় শহরগুলির একাধিক স্থাপত্য দেশ-বিদেশে বিশেষ পরিচিতি লাভ করেছে। তবে প্রাচীন বাংলার এককালীন রাজধানী গৌড়ে অবস্থিত এই মিনারের ইতিহাস আজও অজানা অনেকের কাছে।
প্রাচীন বাংলার গৌড় শাসনকালে সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ দ্বারা নির্মিত এই মিনারের রয়েছে একাধিক ইতিহাস। ইতিহাসবিদদের মতে সুলতানি আমলে শাসন কেন্দ্রের অবস্থানকে বোঝাতে এই মিনারটি নির্মাণ করা হয়েছিল। এবং এই মিনার থেকেই সুলতানের সেনাবাহিনী গৌড় নগরীর নিরাপত্তা ব্যবস্থার উপর নজর রাখতেন।
আরও পড়ুন: প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
ইতিহাসবিদ এম আতাউল্লাহ জানান, “প্রাচীন গৌড়ের যেমন একাধিক শাসন ব্যবস্থা ও রাজত্বের ইতিহাস সম্পর্কে বইয়ের মাধ্যমে জানা যায়। তেমনই ভাবে তাদের তৈরি একাধিক স্থাপত্য ও নির্মাণ দেখলে শাসন ব্যবস্থার ইতিহাস সম্পর্কে বর্ণনা করা হয়ে থাকে। যদিও আজও অনেক ইতিহাস সম্পূর্ণরূপে অজানা। এই মিনারটি মূলত গৌড়ের রাজপ্রাসাদের নিরাপত্তা ঘিরে তৈরি করা হয়েছিল। শত্রুদের আগাম আক্রমণ পরিস্থিতি উপর নজর রাখতে এই উঁচু নির্মাণ তৈরি করেছিলেন হাবশী রাজবংশের সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ। যদিও পাঁচতলা এই মিনারটি আজ ভগ্নদশা অবস্থায়।”
advertisement
advertisement
আরও পড়ুন: বিজয়া দশমীতে উমার বিদায়ের প্রাক মুহূর্তে মালদহে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা
১৪৮৬ থেকে ১৪৮৯ সালে এই মিনারটি নির্মাণ করা হয় যার উচ্চতা প্রায় ৮৪ ফুট এবং ৬২ ফুট পরিধি। প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের এটি ছিল উচ্চতম স্থাপত্য যা আজও প্রায় ৫৫০ বছর ধরে দাঁড়িয়ে রয়েছে মালদহের বুকে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Malda Tourism: বাংলার প্রাচীন গৌড়ে সুলতানি আমলের সরাইখানার আজ মলিন মিনার, সাক্ষী বহু ইতিহাসের
Next Article
advertisement
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন 
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক

  • আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

  • ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

VIEW MORE
advertisement
advertisement